সমালোচনার মধ্যে জনদাবি উপেক্ষিত হওয়া উচিত নয়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমালোচনা করতে গিয়ে জনগণের ন্যায্য দাবি থেকে সরে গেলে দেশের সকল সম্ভাবনা ধ্বংস হয়ে যেতে পারে। জনগণের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে।
মঙ্গলবার (১১ মার্চ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশে সংস্কারের প্রয়োজন রয়েছে এবং বিএনপি দায়িত্ব পেলে জনগণের চাহিদা অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। পাশাপাশি, নির্বাচন, স্বাস্থ্য, বাজার ব্যবস্থা ও নিত্যপণ্যের মূল্য নিয়ে বিতর্ক হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে রাজনৈতিক দলগুলো কেন বিতর্ক করছে না, তা ভাবনার বিষয়। ক্ষমতায় এলে মানুষের সমস্যা কীভাবে সমাধান করা হবে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।
তার বক্তব্যে তিনি জনগণের দাবিকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
