বুধবার, ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

দেশের ভালোর জন্য যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে: তারেক রহমান  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের মুক্তি ও একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে। বর্তমানে সংস্কারের বিষয়ে ব্যাপক আলোচনা চলছে, যা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "আমরা যারা রাজনৈতিক দলে আছি, তারা দীর্ঘ ১৫ বছর ধরে জনগণের হারিয়ে যাওয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আংশিকভাবে হলেও আমরা এতে সফল হয়েছি। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে সংস্কার, যা দেশের কল্যাণে অপরিহার্য।"

তিনি উল্লেখ করেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল মিলে প্রায় আড়াই বছর আগে ৩১ দফার একটি সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছে। সেই সময় অনেকেই সংস্কারের কথা বলেননি, কিন্তু বর্তমানে এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

তিনি বলেন, "আমরা যখন এই প্রস্তাব দিয়েছিলাম, তখন স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে, নিপীড়ন-নির্যাতন সহ্য করেও সংস্কারের বিষয়টি সামনে এনেছি। এখন আরও অনেকে এটি নিয়ে কথা বলছেন, যা আমরা স্বাগত জানাই।"

সংসদ ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, সংসদ একক কক্ষের পরিবর্তে দ্বিকক্ষ বিশিষ্ট হলে এর কার্যকারিতা কেমন হবে, তা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি, একজন ব্যক্তি যেন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, এমন একটি বিধিনিষেধ আরোপের বিষয়েও বিএনপি প্রথম থেকেই প্রস্তাবনা দিয়েছে, যা স্বৈরাচারী প্রবণতা রোধে কার্যকর হতে পারে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সাংবিধানিক সংস্কারের বিভিন্ন দিক নিয়ে বিএনপি কাজ করছে। ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে এসব সংস্কার বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

তারেক রহমান বলেন, "আমরা রাজনীতি করি জনগণের জন্য, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। দেশের কল্যাণে যেকোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং হওয়া উচিত।"

Header Ad
Header Ad

বঙ্গবন্ধু হলের নাম বদল নিয়ে পোস্ট করায় ইবি শিক্ষককে শিক্ষার্থীদের ধাওয়া  

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শহীদুল ইসলামকে ক্যাম্পাসে ধাওয়া দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এ ঘটনায় খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে তাকে একটি গাড়িতে করে নিরাপদে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়।

ধাওয়াকারী শিক্ষার্থীদের অভিযোগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন নিয়েও সমালোচনা করে সম্প্রতি শহীদুল ইসলাম প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেসবুকে পোস্ট দেন।

এদিন বেলা ১২টায় প্রশাসন ভবনে ভর্তিসংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন সব বিভাগীয় সভাপতি। এতে আওয়ামীপন্থি শিক্ষকরা অংশ নিয়েছেন জানতে পেরে একদল শিক্ষার্থী সভাস্থলের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে আওয়ামীপন্থি অন্য শিক্ষকরা সভাকক্ষ থেকে বের হয়ে যান।

তবে মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শহীদুল ইসলাম প্রশাসন ভবন থেকে বের হয়ে ভ্যানে করে বিভাগের উদ্দেশে রওনা হন। এ সময় তাকে পেছন থেকে কিছু শিক্ষার্থী ধাওয়া দিলে দ্রুত তিনি নিজের অফিস রুমে চলে যান। ধাওয়াকারীরা বিভাগীয় সভাপতির কক্ষের সামনে গিয়েও বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান বলেন, ‘তার (শহীদুল ইসলাম) বিরুদ্ধে বিতর্কিত কাজে জড়িয়ে পড়ার অভিযোগ শিক্ষার্থীদের। তার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আপাতত কিছুদিন তিনি ক্যাম্পাসের বাইরে নিরাপদ থাকবেন বলে মনে করছি। তাই তাকে বাইরে পৌঁছে দিলাম।’

ধাওয়াকারীদের অভিযোগ, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদুল ইসলাম প্রকাশ্যে বিরোধিতা করেন। ওই সময় শাপলা ফোরামের ব্যানারে করা মিছিলে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি এখনও আওয়ামী লীগের পক্ষে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চলিয়ে যাচ্ছেন। নতুন করে গত ৭ মার্চেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট করেন তিনি।

এ বিষয়ে মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শহীদুল ইসলামকে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে প্রতিষ্ঠিত ছয়টি আবাসিক হল ও স্থাপনার নাম ৫ মার্চ পরিবর্তন করে প্রজ্ঞাপন করা হয়। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয় সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের নামে। মুসলিম লীগ নেতা শাহ আজিজুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধবিরোধী ছিলেন। পরে জিয়াউর রহমানের আমলে তিনি প্রধানমন্ত্রী হন।

Header Ad
Header Ad

বাংলাদেশ ফুটবল দলে হামজা ছাড়াও আরেক চমক ইতালিয়ান প্রবাসী ফাহামিদুল

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। আসন্ন এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার্স ম্যাচে লাল-সবুজের হয়ে মাঠে নামবেন ব্রিটেনে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এই ফুটবলার।

২৫ মার্চ, ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য কোয়ালিফায়ার ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ (৯ ফেব্রুয়ারি) ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। তবে শুধু হামজাই নয়, আরও এক চমক হিসেবে দলে জায়গা পেয়েছেন তরুণ মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম।

ফেনীর ছেলে ফাহামিদুল ইতালিতে জন্ম ও বেড়ে ওঠা এক তরুণ প্রতিভা। ইতালির নাগরিকত্ব পাওয়া এই ফুটবলার ইউসি সাম্পদোরিয়ার যুব দলের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন দীর্ঘদিন। এরপর লিগোরনা ও লিভোরনোর মতো ক্লাবে খেললেও সাম্প্রতিক সময়ে তিনি ক্লাবহীন ছিলেন। তবে বাংলাদেশ দলে ডাক পাওয়ার মাত্র ৪ দিন আগেই ওলবিয়া কালসিওতে যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

বাফুফের ঘোষিত ৩৮ সদস্যের প্রাথমিক দলে সর্বোচ্চ ১৪ জন ফুটবলারই বসুন্ধরা কিংসের, যেখানে আবাহনী লিমিটেড থেকে আছেন ৮ জন। এছাড়া, দলের অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়াও জায়গা পেয়েছেন। ক্লাব চুক্তির জটিলতায় তিনি লিগের প্রথম পর্বে খেলতে পারেননি, তবে দ্বিতীয় পর্বে ব্রাদার্স ইউনিয়নের হয়ে মাঠে নামার কথা রয়েছে।

রহমতগঞ্জের হয়ে এবার দুর্দান্ত পারফরম্যান্স করলেও দলে জায়গা হয়নি নবীব নেওয়াজ জীবনের। অন্যদিকে, পায়ের অস্ত্রোপচারের কারণে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে রাখা হয়নি প্রাথমিক স্কোয়াডে।

জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা বর্তমানে ঢাকার বাইরে থাকায় খেলোয়াড় নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে ক্যাম্প শুরুর আগে তিনি স্কোয়াড নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারত ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামজা চৌধুরী ও ফাহামিদুল ইসলামের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে কি না, সেটিই এখন দেখার বিষয়!

Header Ad
Header Ad

একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসদেরকে প্রশ্রয় দিচ্ছে: আযম খান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। ছবিঃ ঢাকাপ্রকাশ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসদেরকে প্রশ্রয় দিচ্ছে। যেখানে আওয়ামী ফ্যাসিবাদ এবং তার দোসদেরকে আপনারা-আমরা সারা বাংলাদেশ প্রত্যাখ্যান করছি। সেখানে দেখলাম একটি রাজনৈতিক দল তারা সকালে বলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, আবার পরের দিন সকালে বলে গণহত্যাকারীদের বিচার করব।

তিনি বলেন- আরেক দিন বলে ভারতের সাথে সুসম্পর্ক চাই। একেক দিন ওই রাজনৈতিক দলের নেতারা একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্তি করছে। আর সেদিন দেখলাম ফ্যাসিবাদের দোসর যে ফ্যাসিবাদের সাথে ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে ছিল, তাকে নিয়ে তারা ইফতার মাহফিলে শরিক হয়েছে। ওই ধরণের দলকে আপনারা চিহৃিত করে আগামী ভোটে প্রত্যাখ্যান করবেন।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদরাসা মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন- ফ্যাসিবাদ বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। ব্যাংকিং ব্যবস্থা ও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। সংবিধানিং প্রতিষ্ঠান ও আদালত ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংস স্তূপ থেকে বাংলাদেশকে গড়ে তুলার জন্য বিএনপিসহ সকল গণতান্তিক দলগুলো মিলে আমরা ড. ইউনুসকে ক্ষমতায় বসিয়েছি।আমরা স্পষ্ট বলেছি গণতন্ত্রের অগ্রযাত্রায় আপনি নির্বাচন দিন। ভোটের অধিকার ফিরিয়ে দিন।

এ সময় কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুল আলম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধু হলের নাম বদল নিয়ে পোস্ট করায় ইবি শিক্ষককে শিক্ষার্থীদের ধাওয়া  
বাংলাদেশ ফুটবল দলে হামজা ছাড়াও আরেক চমক ইতালিয়ান প্রবাসী ফাহামিদুল
একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসদেরকে প্রশ্রয় দিচ্ছে: আযম খান
গুম, খুন, আয়নাঘরের বৈধতা দিয়েছিল শাহবাগ : হাসনাত আব্দুল্লাহ  
ফিতরা হিসাব করবেন কিভাবে?    
স্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার ১০ উপায়  
জেমস লাইভ ইন ডালাস; যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়তে যাচ্ছেন জেমস  
এসিস্টের পর ইফতার, এসেই গোল, রোজা রেখে দুর্দান্ত লামিন ইয়ামাল  
পাকিস্তানে ট্রেনে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার, ১৬ জঙ্গি নিহত  
গণজাগরণ মঞ্চের লাকিকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা  
শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা  
ট্রাম্পের কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন জেলেনস্কি
বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত
প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে কোচিং-প্রাইভেট নিষিদ্ধ  
হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষের হত্যার ঘটনায় গ্রেপ্তার ২    
দেশের ভালোর জন্য যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে: তারেক রহমান  
একটি বিশেষ দল সম্পর্কে সাংবাদিকরা লিখছে না : মির্জা আব্বাস  
যে কারণে এমএজি ওসমানীকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাচ্ছে না  
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মাদকাসক্ত!
ভৈরবে মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ও কারাদণ্ড