নতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল, জানা গেল দাম

ছবি: সংগৃহীত
আইফোন ১৬ সিরিজের নতুন মডেল ‘আইফোন ১৬ই’ উন্মোচন করেছে অ্যাপল। শক্তিশালী এ১৮ প্রসেসর চালিত এই মডেলের নকশা অনেকটাই আইফোন ১৪-এর মতো, তবে এতে ডায়নামিক আইল্যান্ড ও টাচ আইডি সুবিধা নেই। পরিবর্তে ফেস আইডি সুবিধা যোগ করা হয়েছে, যা নচের মধ্যে বসানো সামনের ক্যামেরার মাধ্যমে কাজ করবে।
অ্যাপল জানিয়েছে, আইফোন ১৬ই মডেলের দাম ৫৯৯ মার্কিন ডলার (প্রায় ৭২,০০০ টাকা, প্রতি ডলার ১২০ টাকা ধরে)। আগাম ফরমাশ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে, আর ২৮ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হবে।
নতুন মডেলটিতে ৬.৬ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে রয়েছে, যা সিরিজের অন্যান্য মডেলের তুলনায় কিছুটা ছোট এবং সরু। এতে কাস্টমাইজেবল অ্যাকশন বাটন রাখা হলেও ‘ক্যামেরা কন্ট্রোল’ ফিচার যুক্ত করা হয়নি। ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম অনুযায়ী লাইটনিং পোর্ট বাদ দিয়ে ইউএসবি-সি পোর্ট সংযুক্ত করা হয়েছে। তবে নতুন মডেলে ম্যাগসেফ প্রযুক্তি ও দ্রুতগতির ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই, ফলে এটি শুধুমাত্র ৭.৫ ওয়াট কিউই ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।

ক্যামেরার ক্ষেত্রে, আইফোন ১৬ই মডেলে রয়েছে একটি মাত্র ৪৮ মেগাপিক্সেলের ‘টু ইন ওয়ান ক্যামেরা সিস্টেম’। অতিরিক্ত ক্যামেরা না থাকলেও উন্নত ওয়্যারলেস চার্জিং সুবিধা এবং বেশি পানি প্রতিরোধী আইপি রেটিং রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, আইফোন ১৬ই মডেলে প্রথমবারের মতো অ্যাপলের নিজস্ব তৈরি মডেম ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন ধরে কোয়ালকমের তৈরি মডেম থেকে সরে আসার পরিকল্পনা করছিল অ্যাপল, যা এবার সফলভাবে বাস্তবায়ন হলো।
অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ইন্টেলিজেন্স প্রযুক্তি চালানোর জন্য কমপক্ষে ৮ গিগাবাইট র্যাম প্রয়োজন। তাই ধারণা করা হচ্ছে, আইফোন ১৬ই মডেলে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে।
তবে নতুন মডেলটিতে কিছু গুরুত্বপূর্ণ ফিচার নেই। যেমন, ডায়নামিক আইল্যান্ড, ম্যাগসেফ প্রযুক্তি, টাচ আইডি ও দ্রুতগতির ওয়্যারলেস চার্জিং সুবিধা বাদ দেওয়া হয়েছে। অ্যাপল বলছে, স্টোরেজ ব্যবস্থাপনা ও নতুন প্রযুক্তির সুবিধা দিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। বাজেট-বান্ধব হলেও কিছু ফিচারের অনুপস্থিতি নিয়ে প্রযুক্তিপ্রেমীরা কী প্রতিক্রিয়া দেখাবেন, সেটাই এখন দেখার বিষয়।
