জিয়াউর রহমানের মরনোত্তর বিচার ও মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের দাবি
বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবি জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। একইসঙ্গে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলেরও দাবি জানানো হয়।
স্থানীয় সময় শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের কমফোর্ট হোটেল বলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে দাবি করা হয়। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ এ আয়োজন করে।
অনুষ্ঠানের প্রথম পর্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। দ্বিতীয় পর্বে ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদ এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আমিন নুরু ও যুগ্ম সম্পাদক কামাল হোসেন।
ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদ ও দলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল আমীনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরেই জাতির পিতা, তার পরিবারের অন্য শহীদ সদস্য, শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং একুশে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর হত্যার মূলহোতা আখ্যা দিয়ে জিয়াউর রহমানের মরনোত্তর বিচার দাবি করেন।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালিরই নন বরং তিনি বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের প্রেরণার উৎস হয়ে সবার হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহসভাপতি আনোয়ার হোসাইন, নাজমুল হাসান, সদস্য শোয়েব রহমান, জনি হোসেন, নুরুল আলম, মোহাম্মদ কবীর, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল শিকদার, সহ-সভাপতি সিরাজুল হক, বৃহত্তর বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক আবু সরকার, হাসনাত সানি প্রমুখ।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত দলের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদের লেখা দুটি গান ‘শ্রেষ্ঠ সন্তান’ এবং ‘বজ্রকণ্ঠে স্বাধীনতা’ ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
এসএন