১৬তম টরেন্টো বাংলা বইমেলা অনুষ্ঠিত
কানাডায় বাংলা ভাষা, বাংলা বই এবং সাহিত্যের মূলস্রোতকে অম্লান রাখার দৃপ্ত অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো '১৬তম টরেন্টো বাংলা বই মেলা'।
দুই দিনব্যাপী এ বইমেলায় ১ হাজারের বেশি দর্শনার্থী আসেন। দীর্ঘপথ পরিক্রমায় টরেন্টো বাংলা বইমেলা একটি অন্যতম সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। দুই দিনব্যাপী এ মেলা উদযাপনে বাংলা লেখক ও বই পরিচিতির পাশাপাশি বর্ণিল শোভাযাত্রা, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক বিশেষ আলোচনা, কবিতা উৎসব, নৃত্যসহ পরিবেশিত হয় বহুমাত্রিক বাংলা কৃষ্টি নির্ভর সাংস্কৃতিক আয়োজন।
উৎসবে কানাডার বিভিন্ন শহর থেকে বাংলা ভাষার লেখক, চিন্তাবিদ, সাহিত্যিকরা যোগ দেন। অনুষ্ঠানের প্রথম দিন বাংলা সাহিত্যের বরেণ্য কথা সাহিত্যিক কবি আসাদ চৌধুরীসহ আরও কয়েকজন কথা সাহিত্যিক, লেখকদের সমন্বয়ে একটি বিশেষ উদ্বোধনী শোভাযাত্রার মাধ্যমে টরেন্টোর ডেন্টোনিয়া পার্কে বাংলাদেশের শহীদ মিনারের আদলে স্হাপিত মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ও বইমেলার আবহ সংগীত পরিবেশন করেন।
বই মেলার প্রথম দিন কানাডার মূলধারার জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান এমপিপি ডলি বেগম।
বিশেষ অথিতি আলোচনা পর্বে বক্তব্য রাখেন বাংলা সাহিত্যের অন্যতম কবি আসাদ চৌধুরী, টরেন্টোর বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল লুৎফর রহমান, এমপিপি ডলি বেগম, চয়নিকা দত্ত, সুলতানা হায়দার, সাদী আহমেদ।
'অভিবাসী বাঙালির সাহিত্য ও সংস্কৃতি চর্চা' শীর্ষক আলোচনায় বক্তব্য দেন সালমা বাণী, হাসান মাহমুদ, জসিম মল্লিক, আশরাফ আলী, নাজমুন নেসা পিয়ারী, ফরিদা রহমান, সিরাজুল ইসলাম মুনির, শাম্মি আখতার হ্যাপি ও আশরাফ আলী।
বাংলা বই মেলার দ্বিতীয় দিন লেখক, লেখা ও নুতন বই বিষয়ক উপস্থাপনা ও আলোচনা অনুষ্ঠান হয়। ঔপন্যাসিক জসিম মল্লিকের পরিচালনায় "নতুন বই" শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন মোস্তফা চৌধুরী, জিন্নাহ চৌধুরী, মেহরাব রহমান এবং সিরাজুল ইসলাম মুনির।
এসএন