প্রধানমন্ত্রীকে সশরীরে দেখতে চান যুক্তরাষ্ট্র প্রবাসীরা
জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন। ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের ভাষণ দেবেন।
আগামী ১৩ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে। জাতিসংঘের উচ্চ স্তরের সাধারণ বিতর্ক শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে নিউ ইয়র্কে পৌঁছাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আগামী ১৭ অথবা ১৮ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সাম্প্রতি ঢাকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের আশ্বস্ত করেছেন যে, গত বছরের মতো এবারও তিনি নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল নাগরিক সংবর্ধনায় ২৪ সেপ্টেম্বর প্রবাসীদের উদ্দেশে ভাষণ দেবেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলেন, ভার্চুয়াল নাগরিক সংবর্ধনার খবর শোনার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। তারা সশরীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন। গত ২ বছর ধরে প্রধানমন্ত্রীকে সশরীরে না দেখায় কিছুটা হতাশ হয়েছেন নেতা-কর্মীরা। তাই এবারের নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশরীরে দেখার জন্য দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
এসএন