লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের নৈশভোজে স্পিকার
লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
সম্প্রতি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
নৈশভোজে অংশ নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
স্পিকার ছাড়াও নৈশভোজে অংশ নেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি এবং লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপে যোগ দিতে গত ২৮ জুলাই সকাল ১০টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার ড. শিরীন শারমিন। আগামী ১৮ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার।
আরএ/