বুধবার, ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

নতুন বছর নতুন উদ্দীপনা নতুন কিছু প্রত্যাশা

নতুন বছর নতুন উদ্দীপনা নতুন কিছু প্রত্যাশা। যদিও আমরা এখনও কোভিড থেকে বেরুতে পারিনি। এখন নতুন এসেছে অমিক্রন । এটা যদিও খুব বিপজ্জনক নয়, তবুও ছড়াচ্ছে খুবই দ্রুতবেগে এবং ছড়ানো মানেই হচ্ছে অসুস্থতা বাড়া, মানুষের উপর চাপ বাড়া। সেজন্য কিছু চ্যালেঞ্জ আমাদের রয়ে গেছে। তারপরও আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলিও চলছে। সেভাবে যদি চলতে পারে তাহলে বলতে পারি আগামী বছর আমাদের জন্য সহনীয় হবে এবং বছর শেষে অতীতকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাবো।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৯৩.৫৮%। আমি মনে করি এটি একটি সুসংবাদ। কোভিডের সময় আমরা এত চুলচেড়া বিচার বিশ্লেষণ করতে পারিনি। শিক্ষার্থীরা যে পরীক্ষা দিয়েছে এবং তার যে ফল প্রকাশ হয়েছে,এটিই বর্তমান প্রেক্ষাপটে অনেক বড় একটি প্রাপ্তি বলে আমি মনে করি। অনেকে হয়তো এর সংখ্যা নিয়ে কথা বলবেন। অনেকগুলি স্কুলে শতভাগ পাশ করেছে সেটি নিয়েও প্রশ্ন তুলবেন, কিন্তু মনে রাখতে হবে গ্রাম পর্যায়ে যত শিক্ষার্থী সফল হবেন, তাদেরও সংকল্প দাঁড়াবে ভবিষ্যতে ভাল করার। আমি মনে করি প্রতিক্রিয়াটি এমন হওয়া উচিত যে, আমি খুবই আনন্দিত। বিশেষ করে এসএসসি’র ফলটা বেরিয়েছে এবং তাদের সাফল্য দেখে আমার খুব ভাল লেগেছে।

যদি স্বাভাবিক সময় থাকতো তাহলে হয়তো পাশের হার আরেকটু কম হতো বলেই মনে হয়। পাশ করে গেছে বলেই যে, তাদের অবহেলা করতে হবে তা নয়, বরং যত্ন করে তাদের এইচএসসি’র পড়াশোনার কাজটি শেষ করতে হবে যাতে এইচএসসি’তে আরও ভাল করতে পারে। আমাদের এই সন্তানেরা, তাদের যদি সামস্টিকভাবে যত্ন নেয়া হয়, তারা ভাল করবে। গ্রাম থেকে যেসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আসে, তাদের প্রথম বছরেই বড় বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। কারণ তাদের ইংরেজির জ্ঞ্যন খুব একটা থাকে না। কিন্তু দেখা যায়, দুই তিন বছরের মধ্যে তারা নিজেদের মানিয়ে নেয়। কলেজগুলি যেন সত্যিকার অর্থেই সচল হয় এবং যখন কলেজে যাবে শিক্ষার্থীরা, তারা যেন ভালভাবে শিক্ষটুকু পায়। আর এখন যেহেতু সরাসরি শিক্ষা কার্যক্রম চালু হয়ে গেছে সেই শিক্ষা যেন যত্ন করে দেয়া হয়। যারা ভাল করতে পারেনি বিশেষ করে মেয়েরা, তারা এমনিতেই সুযোগ সুবিধা কম পায় এবং পরীক্ষায় খারাপ রেজাল্ট করলেই বাবা মায়েরা বিয়ে দিয়ে দিতে চায়। তাদের পড়াশনার দিকেও বিশেষ নজর দেয়া উচিত সরকারের।

যে কথাটি না বললেই নয়, যতদিন পর্যন্ত আমাদের মুখস্ত বিদ্যার দিন শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষা নিয়ে আশা ভরসা আলোর মুখ দেখবে না। অনেক শিক্ষক শিক্ষার্থীদের কোচিং এ শিক্ষাদান করে থাকেন। যে শিক্ষার্থী পঞ্চম শেণিতে পরীক্ষা দিবে তাদের কোচিংএ ক্লাস করতে হবে বাধ্যতামূলকভাবেই। তারপর নোটবই গাইড বই কোচিং সিন্ডিকেট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের জাতীয় শিক্ষানীতিতে ছিল না। এ থেকে যদি মুক্তি না পায় শিক্ষার্থীরা, তাহলে নোটবই গাইড বইতো লাগবেই এবং যখন এই শিক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন তারা যাবে এবং পরবর্তীতে উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়ে যাবে, তাদের জ্ঞ্যনের কোন পরিপূর্ণতা থাকবে না বলাই বাহুল্য।

শিক্ষাক্ষেত্রে তিনটি পরিবর্তন খুবই জরুরি। প্রথমত, পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন । দ্বিতীয়ত, শিখন পদ্ধতির পরিবর্তন। বিদেশে আমি দেখেছি এমনকি এ বিষয়ে আমি প্রচুর লিখেছি। নাহিদ সাহেব যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন বাইশ পৃষ্ঠার একটি লেখা জমা দিয়েছিলাম । বিষয়গুলি আমাদের ভাবতে হবে।

আমাদের শিক্ষার্থীরা বিভিন্নরকম ক্লাবের সদস্য হবে । তিন থেকে চারটা ক্লাবের মেম্বার হবে তারা। লাইব্রেরি অর্থাৎ বই পাঠ ক্লাব, প্রকৃতি দর্শন ক্লাব, এডভেঞ্চার ক্লাব, খেলাধুলা বিষয়ক ক্লাব ইত্যাদি। তাদেরকে সেভাবে যদি প্রেজেন্টেশন দেয়া হয় ক্লাসে, সেক্ষেত্রে ছাত্র ছাত্রীরা তাদের মেধাবিকাশের সুযোগ সঠিকভাবে পাবে। কুইজের মাধ্যমে যদি তাদের পরীক্ষার মূল্যায়ন হয়, তাহলে কোচিং এর কোন প্রয়োজন পড়বে না। উদাহরণ স্বরূপ বলতে পারি, শিক্ষক যদি প্রজাপতি নিয়ে লিখতে বা ছবি আঁকতে বলেন, সে গুগল দেখে জেনে নিয়ে তারপর নিজেই সেটি করে ফেলতে পারবে। শিক্ষার্থীদের সঠিক পাঠদানের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সমাজকে বেঁধে রাখে যেমন প্রতিবন্ধকতা, যেমন দুর্নীতি ,অপশাসন ,সুশাসনের অভাব পিতাহীনতার সংস্কৃতি, এটা চালু হয়ে গেছে। একেবারে ঘুণ ধরে গেছে। তারপর বৈষম্য বাড়ছেই। আমাদের কোটিপতির সংখ্যা এক লাখ কিন্তু হতদরিদ্রর সংখ্যা কয়েক কোটি। বিশেষ করে গ্রাম অঞ্চলে শিক্ষা আমাদের স্কুলের শিশুদের শিক্ষা পাওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা। সেইগুলি যেন দূর হয় এই বিষয়ে ঢাকাপ্রকাশ একটি বলিষ্ঠ ভুমিকা পালন করবে বলে আমি মনে করি।

আমি ঢাকাপ্রকাশ পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভকামনা জানাই। প্রত্যেকের জন্য নতুন বছর সুন্দর হোক শুভ হোক। নতুন বছরের একটি স্লোগান হওয়া উচিত আমরা সবাই সবার জন্য। কেউ একা নই । বিপদে আমাদের প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকা উচিত। সেরকম আনন্দটিও ভাগ করে নেয়া উচিত। এভাবে সবাই যদি আমরা আমাদের আনন্দ এবং প্রাপ্তিটুকু ভাগ করে নিতে পারি, তাহলে বাংলাদেশ অবশ্যই সকল প্রতিকূলতা, সকল বাঁধা পেরিয়ে এগিয়ে যাবে।

ঢাকাপ্রকাশ পত্রিকাটি সফল হোক এবং এক্ সময় একটি বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে যেন দাঁড়ায় এবং পাঠকদের স্বস্তিদান করে একইসাথে দুর্নীতিবাজ অপরাধীদের জন্য যেন স্বস্তিহীন হয়ে দাঁড়ায়। আর এটা যদি হতে পারে তাহলে সবচেয়ে বড় অর্জন ঢাকাপ্রকাশ করায়ত্ত্ব করতে পারবে বলে আমার বিশ্বাস।

 

লেখক: শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক

 

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর, ভারত ও মোদিকে গালি!

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দিরে এই সপ্তাহে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। মন্দিরের দেয়ালে গ্রাফিতি করে লেখা হয় ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ঘৃণাত্মক বার্তা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার (৯ মার্চ) সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু মন্দিরে ভাঙচুরের এবং চরম বর্বরতার খবর পেয়েছি। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। নেপথ্যে এই ঘটনার সঙ্গে জড়িত যারা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে। এই মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার আবেদন জানাচ্ছি।’

এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এদিন বিএপিএস পাবলিক অ্যাফেয়ারস জানায়, ‘আরেকটি মন্দিরে অপবিত্রতা ছড়ানো হলো। ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ঘৃণা প্রদর্শনের চরম বিরোধিতা করছি। চিনো হিলস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মাটিতে হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ঘৃণাকে আমরা কখনোই শিকড়ে গাঁথতে দেব না।’

এতে আরও বলা হয়েছে, ‘আমাদের সাধারণ মানবিকতা, বিশ্বাস নিশ্চিত করবে যাতে শান্তি-করুণা বিরাজ করতে পারে সর্বত্র।’ যদিও এখনও পর্যন্ত চিনো হিলস পুলিশ প্রশাসন এই ঘটনার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি।

 

এর আগে, গত বছর সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার স্যাক্রেমেন্টোতেও একই ঘটনা ঘটেছিল। মন্দিরের গায়ে ঘৃণাসূচক মন্তব্য লিখে রাখা হয়েছিল। বার্তা লেখা ছিল, ‘হিন্দুজ গো ব্যাক’।

Header Ad
Header Ad

শুক্রবার এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস

শুক্রবার এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে করবেন ড. ইউনূস ও গুতেরেস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় তিনি বাংলাদেশে পৌঁছাবেন। শুক্রবার (১৪ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেবেন।

বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তার বক্তব্য অনুযায়ী, জাতিসংঘ মহাসচিব তিন দিনের এই সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।

১৪ মার্চ সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন গুতেরেস। পরে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। উভয়ে একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন।

কক্সবাজার সফরের সময় ড. মুহাম্মদ ইউনূস মডেল মসজিদ উদ্বোধন করবেন। এছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি আলোচনা করবেন গুতেরেস ও ইউনূস।

প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্বের সাথে তুলে ধরতে কাজ করছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। গুতেরেসের সফরের মাধ্যমে রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধির আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের সময়ও বাংলাদেশ সফর করেছিলেন আন্তোনিও গুতেরেস। এটি তার দ্বিতীয় সফর। সফরের অংশ হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক ও একটি প্রেস ব্রিফিংয়ের পরিকল্পনা রয়েছে।

Header Ad
Header Ad

কুবি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ইনসটে অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম)। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের ৩য় বর্ষ ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষার উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে বিভাগটির সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে আগামীকাল (১৩ মার্চ) অনুষ্ঠিতব্য উক্ত শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১২ মার্চ) রাতে একটি বেনামি মেইল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সাংবাদিককে মেইলটি করা হয়।

মেইলে উল্লেখ করা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫ ব্যাচের সেমিস্টার পরীক্ষা চলছে। এই সেমিস্টারের প্রতিটি কোর্সের প্রশ্ন ফাঁস হয়েছে। এই কোর্স না শুধু প্রতিটি কোর্সের পরীক্ষারই প্রশ্ন ফাঁস হয়েছে। বিভাগের শিক্ষক কাজী আনিছ এক নারী শিক্ষার্থীকে এগুলো দিয়েছেন। মেইলের সঙ্গে বিগত পরীক্ষার প্রশ্নের উত্তর সম্বলিত কিছু পিডিএফ সংযোজন করা হয়েছে। পাশাপাশি কয়েকটি পিডিএফের মেটাডাটা উল্লেখ করা হয়।

মেটাডেটা বিশ্লেষণে শিক্ষক কতৃক সরবরাহ করা পিডিএফ ফাইল তৈরির ডিভাইস, তারিখ উল্লেখ রয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক কাজী এম. আনিছুল ইসলাম বলেন, 'এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।'

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, 'আমরা উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় পরীক্ষা স্থগিত ঘোষণা করেছি। তবে এই বিষয়টি যেহেতু বেনামি মেইল থেকে আসা তাই আমরা সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারছি না যদি শিক্ষার্থীরা লিখিত অভিযোগ না দেয়।'

২০২০-২১ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির সভাপতি ও প্রভাষক জাকিয়া জাহান মুক্তা বলেন, 'প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে, এ বিষয়ে তদন্ত চলছে। আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করবো। অভিযোগটি ভিত্তিহীন নাকি সত্য, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।'

পরীক্ষা স্থগিতের বিষয়ে তিনি বলেন, 'প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর আমরা শিক্ষকরা মিলে এই ব্যাচের পরীক্ষা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।'

পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, 'প্রশ্নফাঁসের বিষয়ে এ সংক্রান্ত একটি মেইল পেয়েছি। আমরা ঐ বিভাগের চেয়ারম্যানসহ কথা বলেছি। আগে বিভাগের একাডেমিক কমিটি বিষয়টি দেখবে। তারপর এই বিষয়ে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।'

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, 'আমাদের কাছে এখনো লিখিত অভিযোগ আসেনি। বিভাগ বা শিক্ষার্থীরা আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়ে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব।'

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর, ভারত ও মোদিকে গালি!
শুক্রবার এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস
কুবি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত
লাকিকে গ্রেফতারসহ পাঁচ দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল
সারাদেশে বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
আম্মার ভয়ে প্রেম করিনি, এখন আম্মাই বলে, তুমি খুঁজে আনো
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: ১ লাখ টাকায় সালিশের রায়, অভিযুক্ত গ্রেফতার
শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন
ধর্ষণচেষ্টার কারণে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন: পুলিশ
বাম্পার ফলনেও লোকসানের মুখে আলুচাষীরা
জাতীয় নাগরিক পার্টি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে: জয়নুল আবদিন ফারুক
যমুনায় যাওয়ার চেষ্টা, শিক্ষকদের ওপর পুলিশের জলকামান-লাঠিচার্জ
পাঁচ দফা দাবিতে দেশজুড়ে ধর্মঘটে চিকিৎসকরা, রোগীদের ভোগান্তি
৩ দিন পর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ
নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আতিকুল-মহিবুল
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর অনেক এলাকায়
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে 'ডাক্তার' লেখা যাবে না: হাইকোর্ট
মাগুরার শিশুটির অবস্থার আবারও অবনতি, দুবার বন্ধ হয়েছে হৃৎস্পন্দন