পার্লামেন্ট থেকে নিজের ব্যবহৃত চেয়ার নিয়ে বের হলেন ট্রুডো

জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত
কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি রাজধানী অটোয়ার পার্লামেন্ট হিলের হাউস অব কমন্স থেকে নিজের ব্যবহৃত চেয়ার সরিয়ে নিয়েছেন।
সোমবার (১০ মার্চ) তাকে হাস্যরসে চেয়ার হাতে হাউস অব কমন্স থেকে বের হতে দেখা যায়, যা কিছুটা প্রতীকী ছিল তার বিদায় নেওয়ার মুহূর্তের জন্য। খবরটি প্রকাশ করেছে রয়টার্স।
এ সময়, তিনি নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করে, দ্রুত ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দেন। সাবেক কেন্দ্রীয় ব্যাংকার এবং লিবারেল পার্টির নতুন নেতা মার্ক কার্নি নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছেন এবং এখন তিনি কানাডার নতুন প্রধানমন্ত্রী হবেন।
লম্বা সময় ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ট্রুডো আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ছেন, যা লিবারেল পার্টির নেতৃত্ব পরিবর্তনের পর নিশ্চিত হলো।
এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে একাধিক হুমকি দিয়েছিলেন, যা দেশের জন্য নতুন প্রধানমন্ত্রীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কখনো তিনি কানাডার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর হুমকি দিয়েছেন, আবার কখনো কানাডিয়ান পণ্যের উপর ২৫ শতাংশ বাড়তি কর আরোপের কথা বলেছিলেন। যদিও এ সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে, তবুও ট্রাম্পের এই হুমকির বিষয়টি কানাডার পরবর্তী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে থাকবে।
