শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

জগৎসভায় রবীন্দ্রনাথ ও রবীন্দ্রতীর্থ শিলাইদহ

২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ, ৭ মে ১৮৬১ (সোমবার) দিবাগত রাত ২টা ১০ মিনিটে কলকাতার দ্বারকানাথ ঠাকুর লেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ পিতার চতুর্দশ সন্তান, অষ্টম পুত্র। রবীন্দ্রনাথের চেতনায় নন্দনতত্ত্ব, বিশ্বমানবিকতা বা মানবধর্ম প্রধানত ছিল তাঁর গভীর আধ্যাত্মিক উপলব্ধিজাত ও সত্য। বৈজ্ঞানিক দৃষ্টিতে পৃথিবীর সৃষ্টি এবং বিবর্তনের লীলাকে গ্রহণ করেও তিনি মানুষ এবং পৃথিবীর সামগ্রিক পরিপূর্ণ পরিচয় পাবার জন্য দার্শনিক এবং আধ্যাত্মিক দৃষ্টি উন্মুক্ত রেখেছিলেন, এখানেই তাঁর অনন্যতা এবং বিশেষত্ব। ১৩ নভেম্বর ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ‘গীতাঞ্জলি’র অনেক কবিতাই শিলাইদহ কুঠিবাড়িতে বসেই তিনি রচনা করেছিলেন, এ মর্মে বেশ কিছু প্রমাণ রয়েছে। গীতাঞ্জলিই রবীন্দ্রনাথকে বিশ্বকবির পরিচয় এনে দিয়েছে।

১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে ‘স্যার’ উপাধি (নাইটহুড) দেয়। ১৩ এপ্রিল পাঞ্জাবের শিখ ধর্মতীর্থস্থান জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। প্রতিবাদে ব্রিটিশ বড়লাটকে কবি তাঁর ঐতিহাসিক পত্র দেন ও ইংরেজের দেওয়া ‘স্যার’ উপাধি বর্জন করেন। রবীন্দ্রনাথ তাঁর পরিণত বয়সে একাধিকবার কুষ্টিয়ার শিলাইদহ এসেছেন। শেষবার এসেছিলেন সস্ত্রীক। উপলক্ষ জমিদারির খাজনা আদায়। যতো না খাজনা আদায় হয়েছে, তার চেয়ে অনেক বেশি তিনি গ্রাম-বাংলার অজপাড়াগাঁয়ের সৌন্দর্যসুধা প্রাণ ভরে উপভোগ করেছেন। পদ্মা-গড়াই পলি বিধৌত শান্ত-সমাহিত গ্রাম ও মেঠো পথের ছবি যেমন বক্ষে ধারণ করেছেন, তেমনি তাঁর কাব্যিক দৃষ্টি দিয়ে অবলোকন করেছেন, খেয়া পারাপারের মাঝিটিকে পর্যন্ত। এসকলেরই ছাপ ‘সোনার তরী’, ‘মানসী’ কাব্যে পাওয়া যায়।

জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যে শিশুটি ভূমিষ্ট হয়েছিল, উত্তরকালে তিনিই যে বাংলা সাহিত্য শাসন করবেন, ছোটবেলা থেকে তার আলামত পাওয়া গিয়েছিল। সাত বছর বয়সে অপেক্ষাকৃত বয়োজ্যেষ্ঠ ভাগ্নে জ্যোতি প্রকাশ পয়ার ছন্দে পদ্য লেখার কৌশল শিখিয়ে দেন। তারপর একটি নীল কাগজের খাতা সংগ্রহ করে শুরু হয় তাঁর পদ্য রচনার কসরত। হরিণ শিশু যেমন নতুন শিং গজালে যেখানে সেখানে গুঁতো মারে, বালক কবিও নতুন কাব্যোদ্গমে সেরকম উৎপাত শুরু করলেন। পদ্যের পর পদ্যে অচিরেই খাতা ভরে উঠল বালকের, কবিখ্যাতি বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে অচিরেই স্কুলে পৌঁছে গেল। শিক্ষক সাতকড়ি দত্ত একদিন ডেকে জিজ্ঞেসা করলেন, ‘তুমি নাকি কবিতা লিখিয়া থাক।’ সঙ্গে সঙ্গেই পরীক্ষার ব্যবস্থা। তিনি দু’লাইন লিখে কবিকে পরবর্তী দু’লাইনের পদপূরণের নির্দেশ দিলেন।

তিনি লিখলেন,
রবিকরে জ্বালাতন আছিল সবাই, বরষা ভরসা দিন আর ভয় নাই।

রবীন্দ্রনাথ লিখলেন,
মীনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীয়া করে।

শিশুরাজ্যে প্রবেশের অধিকার ও সামর্থ্য সকলের থাকে না। সহজ সরল কোমলমতি শিশুদের জন্য কোন রচনা শিশুর মতই সহজ সরল হওয়া দরকার; নয়তো পণ্ডশ্রম হয়। আর সহজ কথা লেখা যে মোটেই সহজ নয়, তা রবীন্দ্রনাথ স্পষ্টই বলে গেছেন।

তাই কবিতার ভাষায় কবি বলেছেন,
সহজ কথায় লিখতে আমায় কহ যে, সহজ কথা যায় না লেখা সহজে।
লেখার কথা মাথায় যদি জোটে, তখন আমি লিখতে পারি হয়তো।
কঠিন লেখা নয়কো কঠিন মোটে, যা-তা লেখা তেমন সহজ নয় তো। (খাপছাড়া)

এমন কোনো বাঙালি নেই রবীন্দ্রনাথের ছড়া শুনতে শুনতে বেড়ে ওঠেননি। প্রত্যেক বাঙালি শিশুর অন্তঃকরণ অনুভব করতে পেরেছিলেন রবীন্দ্রনাথ। প্রতিটি বাঙালিরই মুখে বুলি ফুটেছে রবীন্দ্রনাথের ছড়া বলতে বলতে।

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।



কুষ্টিয়া জেলার শিলাইদহ গ্রাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিখ্যাত নামের সঙ্গে জড়িত হয়ে সারা বিশ্বে পরিচিত হয়েছে। সম্ভবত: খ্রিষ্টীয় নবম শতাব্দীর দিকে শিলাইদহে শীলাদেবীর মন্দির ও শিলাকুঞ্জ বা দহ ছিল। সেই থেকে এই শিলাইদহ নামের উৎপত্তি। ড. নীহাররঞ্জন রায়ের ‘বাংলার নদনদী’ গ্রন্থে এর সমর্থন পাওয়া যায়। ১৭৯১-১৮০৭ খ্রিস্টাব্দের মধ্যে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ রামলাচন ঠাকুর নাটোররাজ রামকৃষ্ণ রায়ের জমিদারী অঞ্চল বিরাহিমপুর পরগনা নিলামে ক্রয় করেন। ঠাকুরবাড়ির শিলাইদহ জমিদারি ছিল অবিভক্ত নদীয়া জেলার ৩৪৩০ সংখ্যক তৌজিভূক্ত। ১৮৩৩ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর নীলকর সাহেব মি. শেলীর নীলচাষের জমিজমা ও কুঠিবাড়ি ক্রয় করেন এবং ১৮৩৮ খ্রিস্টাব্দে তিনি শিলাইদহে চিনি কারখানা স্থাপন করেন। শিলাইদহে নীলকর সাহেবদের কুঠি নদীগর্ভে বিলীন হলে ১৮৯২ খ্রিস্টাব্দে কুঠিবাড়ি নির্মিত হয় যা ১৩ বিঘা জমির উপর অবস্থিত। শীলাদেবীর মন্দির, শিলাকুঞ্জসহ শিলাইদহ মৌজা এরও বহু পূর্বেই কীর্তিনাশা পদ্মা গ্রাস করে। এর ফলে শিলাইদহের বসতি খোরশেদপুর, কসবা ও হামিরহাট গ্রামে উঠে এসেছিল। রবীন্দ্রনাথের বর্তমান কুঠিবাড়ি, কাছারি, দাতব্য চিকিৎসালয়, পোস্ট অফিস প্রভৃতি তিনি ১৮৯২ সালে খোরশেদপুর মৌজায় তৈরি করেন। কিন্তু ডাকঘর, ইউনিয়ন প্রভৃতি এই সবের ডাকনাম শিলাইদহ নামে প্রচলিত রয়েছে।

শ্রীশচীন্দ্রনাথ অধিকারী তাঁর ‘রবীন্দ্রনাথ ও শিলাইদহ’ গ্রন্থে মাত্র ১৫ বছর বয়সে রবীন্দ্রনাথ ১৮৭৬ খ্রিস্টাব্দে অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথের সাথে শিলাইদহে প্রথম আসেন। এখানকার জঙ্গলে বিশ্বনাথ শিকারির সঙ্গে বাঘশিকারের কথা কবি তাঁর ‘ছেলেবেলা’ গ্রন্থে লিখেছেন। ২৭ বছর বয়সে ১৮৮৮ খ্রিস্টাব্দে কবিপত্নী মৃণালিনী দেবীর সঙ্গে কবি শিলাইদহে এসে নৌকাবাস করেন। ২৯ বছর বয়সে ১৮৯০ খ্রিস্টাব্দে কবি জমিদারি দেখাশোনার ভার পান এবং শিলাইদহে এসে কাছারির পুণ্যাহ উৎসবে যোগ দেন, প্রজাদের সাথে কবির পরিচয় হয়। কিন্তু কবি ঐ বইতে তার আরো ছেলেবেলার স্মৃতিচারণে শিলাইদহের আব্দুল মাঝির কথা এবং অন্য পাতায় শিলাইদহে ফুল বাগানের মালির সঙ্গে ঘুরে বেড়ানো বিষয়ে যা লিখেছেন তাতে সুস্পষ্ট ধারণা হয় তিনি ১৮৭৬ সালে অথবা তার আগেও শিলাইদহে এসেছিলেন।

পরবর্তীকালে ১৮৯১ সালে ‘ছিন্নপত্রে’ শিলাইদহ থেকে একখানা চিঠিতে যা লিখেছেন সেটাও ঐ ধারণার সহায়ক। এ ছাড়া এর আগে মাঝে কবি বাল্যকালে তাঁর দাদা দ্বিজেন্দ্রনাথের সঙ্গে রেলগাড়িতে চড়ার শখে কুষ্টিয়া এসে তার পরে নদীপথে শিলাইদহে গিয়েছিলেন বলেও জানা যায়। ১৮৯১ খ্রিস্টাব্দে এসে জমিদারি পরিদর্শন করেন এবং সমুদয় ভার গ্রহণ করেন। ১৮৯৫ খ্রিস্টাব্দে কবি কুষ্টিয়ায় পাট ব্যবসা শুরু করেন, আখমাড়াই কল সংগ্রহ করেন। শিলাইদহে তাঁত কারখানা, পান্টিতে সুতো-কাপড়ের হাট স্থাপন করেন। কবির উদ্যোগেই শিলাইদহে ‘বঙ্গলক্ষ্মী নাট্যসমাজ’ গঠিত হয়। ১৮৯৯ খ্রিস্টাব্দে কবি শিলাইদহে পল্লী সংগঠনের পরিকল্পনা রূপায়ণ করেন, কুঠিবাড়িতে পুত্রকন্যাদের শিক্ষাদানের জন্য গৃহ-বিদ্যালয় স্থাপন করেন। পল্লীপ্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের আদর্শে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের আদলেই পরবর্তীকালে (২২ ডিসেম্বর ১৯০১) কবি শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় স্থাপন করেন। ১৯০৪ খ্রিস্টাব্দে এই বিদ্যালয় অস্থায়ীভাবে শিলাইদহেও চলে।

সুদখোর মহাজনদের কবল থেকে কৃষকদের রক্ষার জন্য ১৯০৫ খ্রিস্টাব্দে কবি শিলাইদহে কৃষিব্যাংক ও তাঁতশিল্প বিদ্যালয় স্থাপন করে বহুমুখী গ্রামোন্নয়ন শুরু করেন। কৃষিবিদ্যা শিক্ষালাভের জন্য কবি পুত্র রথীন্দ্রনাথকে ১৯০৬ খ্রিস্টাব্দে আমেরিকায় পাঠান এবং ১৯০৯ খ্রিস্টাব্দে রথীন্দ্রনাথ আমেরিকা থেকে শিলাইদহে ফিরে বৈজ্ঞানিক প্রথায় চাষ প্রবর্তন করেন। প্রমথ চৌধুরী তাঁর ‘বায়তের কথা’ গ্রন্থে লিখেছেন, ‘রবীন্দ্রনাথ জমিদার হিসাবে মহাজনের কবল থেকে প্রজাকে রক্ষা করবার জন্য আজীবন কী করে এসেছেন, তা আমি সম্পূর্ণ জানি...রবীন্দ্রনাথ কবি হিসাবেও যেমন জমিদার হিসাবেও তেমন অনন্য।’

এই গ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ নিজেই লিখেছেন, ‘আমার জন্মগত পেশা জমিদারি। কিন্তু আমার স্বভাবগত পেশা আসমানদারি। এই কারণেই জমিদারির জমি আঁকড়ে থাকতে আমার অন্তরের প্রবৃত্তি নেই।... প্রজারা অন্ন জোগায়, আর আমলারা আমাদের মুখে অন্ন তুলে দেয়- এর মধ্যে পৌরুষও নেই, গৌরব নেই।’

রবীন্দ্রনাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ১৮৯০-১৯১০। রবীন্দ্রনাথ পল্লীবাসী, শুধু পল্লীবাসী নন পল্লীহৃদয়ের অন্তঃপুরের অধিবাসী। সর্বপ্রথম তিনি সকলের সঙ্গে সমান হবার ব্রতেব্রতী। শিলাইদহে পদ্মা ও গড়াই নদীকে ভালবেসে- বিমুগ্ধচিত্তে ও অন্তর দিয়ে কবির লেখায় এ সবের ছাপ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ১৮৮৯ সালে শিলাইদহ থেকে ‘ছিন্নপত্রের’ এক চিঠিতে তিনি লিখেছেন, ‘সন্ধ্যার সময়ই আমরা বেড়াতে বেরোই এবং সেই ছবিটাই মনে অঙ্কিত হয়ে আছে। পৃথিবী যে বাস্তবিক কী আশ্চর্য সুন্দর, কলকাতায় থাকলে ভুলে যেতে হয়।’ কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। শিলাইদহে রবীন্দ্রনাথ প্রথমে ‘চিত্রা’ বজরায় নদীভ্রমণ করতেন। পরে তিনি জাপানি কারিগর দিয়ে বহু অর্থব্যয়ে পুননির্মাণ করেন তাঁর সুবিখ্যাত বজরা ‘পদ্মা’ এবং জমিদার রবীন্দ্রনাথ এই একটি বিলাসবহুল পারিবারিক বজরায় চড়ে প্রজাবর্গের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে যেতেন। গ্রামবাসীরাও তাঁর সম্মানে ভোজসভার আয়োজন করত। এছাড়াও ‘চপলা’ ও ‘চঞ্চলা’ নামেও রবীন্দ্রনাথের দুটি বজরা ছিল।

পুত্র রথীন্দ্রনাথ বলেছেন, ‘বাবার গদ্য ও পদ্য দু’রকম লেখারই উৎস যেমন খুলে গিয়েছিল শিলাইদহে, এমন আর কোথাও হয়নি।’ কবির এখানে থাকার আন্তরিক ইচ্ছাকে আরো ঘনিষ্ট করে টেনে এনেছিল শিলাইদহ! অবশেষে ১৮৯২ সালে জমিদারির পূর্ণ ভারপ্রাপ্ত হয়ে এখানে থাকতে লাগলেন। জমিদারি পরিচালনার জন্য তিনশো টাকা মাসোহারা নির্ধারণ করা হয়। এরপর থেকেই সূচনা হল রবীন্দ্রনাথের কাব্য ও কর্মজীবনের এক অভূতপূর্ব যুগের বিকাশ। সাহিত্য সাধনা ও বিষয় সম্পত্তির তদারকীর অবসরে গ্রাম বাংলার প্রাকৃতিক শোভা সৌন্দর্যের সঙ্গে পল্লীর মানুষগুলোর কথা তিনি গভীরভাবে ভাবতেন। রবীন্দ্রনাথের শিলাইদহ যুগে তাঁর কাছে দেশ ও জাতি পেয়েছে অপরিমেয় দান। শিলাইদহ অবস্থানকালে বহু বিখ্যাত ব্যক্তি তাঁর সঙ্গে শিলাইদহে দেখা করেছেন আচার্য স্যার জগদীশচন্দ্র, কবি ও নাট্যকার ডি. এল. রায়, মানসী ও মর্মবাণী সম্পাদক মহারাজ জগদীন্দ্রনাথ রায়, দীনবন্ধু এন. ডব্লুজ, সিষ্টার নিবেদিতা, ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয়, শিল্পী নন্দলাল বসু, মুকুল দে, সুরেন্দ্রনাথ কর প্রমুখ সাহিত্যিক শিল্পীগণ।

১৯২২ সালে শিলাইদহের জমিদারি ভাইপো সুরেন্দ্রনাথ ঠাকুরের অংশে পড়ে। ঐ বছরেই কবিও শিলাইদহ ত্যাগ করেন। কিন্তু অল্প কয়েক দিন পরে যখন আবারো শিলাইদহে ফিরে আসেন তখন বিশ্বকবির বয়স ৬১! এটিই ছিল তাঁর শেষবার এবং শেষবারের ঐ একখানা চিঠিতে লিখেছেন, ‘শিলাইদহে ঘুরে এলুম। পদ্মা তাকে পরিত্যাগ করেছে, তাই মনে হল বীণা আছে তার নেই, তার না থাকুক অনেক কালের অনেক গানের স্মৃতি আছে। ভাল লাগলো, সেইসঙ্গে মন উদাস হলো।’ কবি পদ্মা নদীকে অত্যন্ত গভীরভাবে ভালবেসেছিলেন, তাঁর অসংখ্য রচনায় সে চিহ্ন সুপরিস্ফুটিত; তেমনি পদ্মাচুম্বিত শিলাইদহের প্রতিও নিবিড় টান, যার দরুণ আবারো বারবার শিলাইদহ ঘুরে যাবার আগ্রহ প্রকাশ করেছিলেন।

১৯৫১-১৯৫৩ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ সরকার এই জমিদারি অধিগ্রহণ করে। বাংলাদেশ হবার পর সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কুঠিবাড়িকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে স্বীকৃতি দেন ও সংরক্ষণের ব্যবস্থা করেন। বাংলাদেশের স্বাধীনতার পর সরকারি পর্যায়ে ঘোষিত হয়েছিল কবিতীর্থ শিলাইদহে গড়ে তোলা হবে দ্বিতীয় শান্তিনিকেতন। কবিতীর্থ শিলাইদহের এই গৌরবমণ্ডিত মর্যাদালাভের প্রত্যাশী দুই বাংলার মানুষ। রবীন্দ্রজীবনীকার শ্রীশচীন্দ্রনাথ অধিকারী ১৯৩৭ সালের একটি ঘটনার উল্লেখ করেছেন: ‘উত্তরায়ণের বারান্দায় কবি আত্মীয়স্বজন পরিবৃত হয়ে বসে আছেন। কবি কিন্তু অন্যমনস্ক হয়ে বসে রয়েছেন, দৃষ্টি যেন স্মৃতির রাজ্যে নিবন্ধ, একটি প্রশ্নেরও তিনি জবাব দিচ্ছেন না। কিছুক্ষণ পরে হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে আপনমনে বলে উঠলেন, ‘আর একবার শিলাইদহে গেলে বড়...।’ আর কথা শেষ করতে পারলেন না। জীবন সায়াহ্নের একখানি চিঠিতেও কবি হৃদয়ের অন্তহীন বেদনার রেখাচিত্র ফুটে উঠেছে, “সবই তেমনি আছে কেবল আমার চির পরিচিত পদ্মা শিলাইদহ ছেড়ে দুরে কোথায় চলে গেছে, তার আর নাগাল পাবার জো নেই।’ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘আমার যৌবন ও প্রৌঢ় বয়সের সাহিত্য-রস-সাধনার তীর্থস্থান ছিল পদ্মা প্রবাহ চুম্বিত শিলাইদহ পল্লীতে।”

লেখক: ইতিহাস গবেষক ও প্রাবন্ধিক

এসএ/

Header Ad
Header Ad

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে যাচ্ছে মিয়ানমার। শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া নিবন্ধিত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার জনকে ফেরত নেবে মিয়ানমার।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় দফায় রোহিঙ্গাদের মূল তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল। এখনো ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণ বাকি রয়েছে। মূল তালিকায় থাকা বাকি সাড়ে ৫ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে মিয়ানমার।

বৈঠকে ড. খলিলুর রহমান মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ।

Header Ad
Header Ad

বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ

বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে গঠিত এই জোট বর্তমানে ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বৃহত্তর সংহতকরণের চেষ্টা করছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইল্যান্ডের ব্যাংককে চলমান ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের শেষ ভাগে সভাপতিত্ব হস্তান্তর করা হয়। সাত সদস্যের আঞ্চলিক ব্লক—বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের নেতারা ‘সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমসটেক’ শীর্ষক আলোচনায় অংশ নেন। আয়োজক দেশ থাইল্যান্ড থেকে বাংলাদেশ নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে।

বিমসটেক সনদ অনুসারে, চেয়ারম্যানের পদ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বর্ণানুক্রমিকভাবে আবর্তিত হয়। শীর্ষ সম্মেলন শুরু হয় অংশগ্রহণকারী নেতাদের প্রতীকী গ্রুপ ছবি তোলার মাধ্যমে। এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, বিদায়ী বিমসটেক সভাপতি স্বাগত ভাষণ দেন। মিয়ানমার ও থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও অন্যান্য বিমসটেক নেতারা আঞ্চলিক সহযোগিতা বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এছাড়া, সকালে প্রধান উপদেষ্টা ইউনূস থাই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে উচ্চ পর্যায়ের প্রাতঃরাশ বৈঠকে যোগ দেন, যেখানে বিমসটেক কাঠামোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়।

Header Ad
Header Ad

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনকে পৃথক করেছে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। করিডোরের এক পাশে ভারতের মূল ভূখণ্ড থাকলেও অপর পাশে রয়েছে সাতটি রাজ্য, যেগুলোর সঙ্গে কোনো সমুদ্রবন্দর নেই। ফলে এই অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে ভারতের।

সম্প্রতি (২৮ মার্চ) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার প্রথম চীন সফরের সময় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল নিয়ে মন্তব্য করেন। এতে ভারতের উদ্বেগ বহুগুণে বেড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি করিডোরে ভারী যুদ্ধাস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে উল্লেখ করেছে। দেশটির সামরিক বাহিনী সেখানে রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এবং টি-৯০ ট্যাংক মোতায়েন করেছে। পাশাপাশি করিডোরের নিরাপত্তা বাড়াতে নিয়মিত সামরিক মহড়ার আয়োজন করছে।

পশ্চিমবঙ্গের এই সরু করিডোরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় ভারত সেখানে বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে উন্নত সামরিক সরঞ্জাম, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিয়মিত সামরিক প্রশিক্ষণ। এরই মধ্যে ভারতীয় সেনাপ্রধান করিডোরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং কৌশলগত প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক ও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে ভারত। এরই অংশ হিসেবে দেশটি করিডোর অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ