শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জগৎসভায় রবীন্দ্রনাথ ও রবীন্দ্রতীর্থ শিলাইদহ

২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ, ৭ মে ১৮৬১ (সোমবার) দিবাগত রাত ২টা ১০ মিনিটে কলকাতার দ্বারকানাথ ঠাকুর লেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ পিতার চতুর্দশ সন্তান, অষ্টম পুত্র। রবীন্দ্রনাথের চেতনায় নন্দনতত্ত্ব, বিশ্বমানবিকতা বা মানবধর্ম প্রধানত ছিল তাঁর গভীর আধ্যাত্মিক উপলব্ধিজাত ও সত্য। বৈজ্ঞানিক দৃষ্টিতে পৃথিবীর সৃষ্টি এবং বিবর্তনের লীলাকে গ্রহণ করেও তিনি মানুষ এবং পৃথিবীর সামগ্রিক পরিপূর্ণ পরিচয় পাবার জন্য দার্শনিক এবং আধ্যাত্মিক দৃষ্টি উন্মুক্ত রেখেছিলেন, এখানেই তাঁর অনন্যতা এবং বিশেষত্ব। ১৩ নভেম্বর ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ‘গীতাঞ্জলি’র অনেক কবিতাই শিলাইদহ কুঠিবাড়িতে বসেই তিনি রচনা করেছিলেন, এ মর্মে বেশ কিছু প্রমাণ রয়েছে। গীতাঞ্জলিই রবীন্দ্রনাথকে বিশ্বকবির পরিচয় এনে দিয়েছে।

১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে ‘স্যার’ উপাধি (নাইটহুড) দেয়। ১৩ এপ্রিল পাঞ্জাবের শিখ ধর্মতীর্থস্থান জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। প্রতিবাদে ব্রিটিশ বড়লাটকে কবি তাঁর ঐতিহাসিক পত্র দেন ও ইংরেজের দেওয়া ‘স্যার’ উপাধি বর্জন করেন। রবীন্দ্রনাথ তাঁর পরিণত বয়সে একাধিকবার কুষ্টিয়ার শিলাইদহ এসেছেন। শেষবার এসেছিলেন সস্ত্রীক। উপলক্ষ জমিদারির খাজনা আদায়। যতো না খাজনা আদায় হয়েছে, তার চেয়ে অনেক বেশি তিনি গ্রাম-বাংলার অজপাড়াগাঁয়ের সৌন্দর্যসুধা প্রাণ ভরে উপভোগ করেছেন। পদ্মা-গড়াই পলি বিধৌত শান্ত-সমাহিত গ্রাম ও মেঠো পথের ছবি যেমন বক্ষে ধারণ করেছেন, তেমনি তাঁর কাব্যিক দৃষ্টি দিয়ে অবলোকন করেছেন, খেয়া পারাপারের মাঝিটিকে পর্যন্ত। এসকলেরই ছাপ ‘সোনার তরী’, ‘মানসী’ কাব্যে পাওয়া যায়।

জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যে শিশুটি ভূমিষ্ট হয়েছিল, উত্তরকালে তিনিই যে বাংলা সাহিত্য শাসন করবেন, ছোটবেলা থেকে তার আলামত পাওয়া গিয়েছিল। সাত বছর বয়সে অপেক্ষাকৃত বয়োজ্যেষ্ঠ ভাগ্নে জ্যোতি প্রকাশ পয়ার ছন্দে পদ্য লেখার কৌশল শিখিয়ে দেন। তারপর একটি নীল কাগজের খাতা সংগ্রহ করে শুরু হয় তাঁর পদ্য রচনার কসরত। হরিণ শিশু যেমন নতুন শিং গজালে যেখানে সেখানে গুঁতো মারে, বালক কবিও নতুন কাব্যোদ্গমে সেরকম উৎপাত শুরু করলেন। পদ্যের পর পদ্যে অচিরেই খাতা ভরে উঠল বালকের, কবিখ্যাতি বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে অচিরেই স্কুলে পৌঁছে গেল। শিক্ষক সাতকড়ি দত্ত একদিন ডেকে জিজ্ঞেসা করলেন, ‘তুমি নাকি কবিতা লিখিয়া থাক।’ সঙ্গে সঙ্গেই পরীক্ষার ব্যবস্থা। তিনি দু’লাইন লিখে কবিকে পরবর্তী দু’লাইনের পদপূরণের নির্দেশ দিলেন।

তিনি লিখলেন,
রবিকরে জ্বালাতন আছিল সবাই, বরষা ভরসা দিন আর ভয় নাই।

রবীন্দ্রনাথ লিখলেন,
মীনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীয়া করে।

শিশুরাজ্যে প্রবেশের অধিকার ও সামর্থ্য সকলের থাকে না। সহজ সরল কোমলমতি শিশুদের জন্য কোন রচনা শিশুর মতই সহজ সরল হওয়া দরকার; নয়তো পণ্ডশ্রম হয়। আর সহজ কথা লেখা যে মোটেই সহজ নয়, তা রবীন্দ্রনাথ স্পষ্টই বলে গেছেন।

তাই কবিতার ভাষায় কবি বলেছেন,
সহজ কথায় লিখতে আমায় কহ যে, সহজ কথা যায় না লেখা সহজে।
লেখার কথা মাথায় যদি জোটে, তখন আমি লিখতে পারি হয়তো।
কঠিন লেখা নয়কো কঠিন মোটে, যা-তা লেখা তেমন সহজ নয় তো। (খাপছাড়া)

এমন কোনো বাঙালি নেই রবীন্দ্রনাথের ছড়া শুনতে শুনতে বেড়ে ওঠেননি। প্রত্যেক বাঙালি শিশুর অন্তঃকরণ অনুভব করতে পেরেছিলেন রবীন্দ্রনাথ। প্রতিটি বাঙালিরই মুখে বুলি ফুটেছে রবীন্দ্রনাথের ছড়া বলতে বলতে।

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।



কুষ্টিয়া জেলার শিলাইদহ গ্রাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিখ্যাত নামের সঙ্গে জড়িত হয়ে সারা বিশ্বে পরিচিত হয়েছে। সম্ভবত: খ্রিষ্টীয় নবম শতাব্দীর দিকে শিলাইদহে শীলাদেবীর মন্দির ও শিলাকুঞ্জ বা দহ ছিল। সেই থেকে এই শিলাইদহ নামের উৎপত্তি। ড. নীহাররঞ্জন রায়ের ‘বাংলার নদনদী’ গ্রন্থে এর সমর্থন পাওয়া যায়। ১৭৯১-১৮০৭ খ্রিস্টাব্দের মধ্যে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ রামলাচন ঠাকুর নাটোররাজ রামকৃষ্ণ রায়ের জমিদারী অঞ্চল বিরাহিমপুর পরগনা নিলামে ক্রয় করেন। ঠাকুরবাড়ির শিলাইদহ জমিদারি ছিল অবিভক্ত নদীয়া জেলার ৩৪৩০ সংখ্যক তৌজিভূক্ত। ১৮৩৩ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর নীলকর সাহেব মি. শেলীর নীলচাষের জমিজমা ও কুঠিবাড়ি ক্রয় করেন এবং ১৮৩৮ খ্রিস্টাব্দে তিনি শিলাইদহে চিনি কারখানা স্থাপন করেন। শিলাইদহে নীলকর সাহেবদের কুঠি নদীগর্ভে বিলীন হলে ১৮৯২ খ্রিস্টাব্দে কুঠিবাড়ি নির্মিত হয় যা ১৩ বিঘা জমির উপর অবস্থিত। শীলাদেবীর মন্দির, শিলাকুঞ্জসহ শিলাইদহ মৌজা এরও বহু পূর্বেই কীর্তিনাশা পদ্মা গ্রাস করে। এর ফলে শিলাইদহের বসতি খোরশেদপুর, কসবা ও হামিরহাট গ্রামে উঠে এসেছিল। রবীন্দ্রনাথের বর্তমান কুঠিবাড়ি, কাছারি, দাতব্য চিকিৎসালয়, পোস্ট অফিস প্রভৃতি তিনি ১৮৯২ সালে খোরশেদপুর মৌজায় তৈরি করেন। কিন্তু ডাকঘর, ইউনিয়ন প্রভৃতি এই সবের ডাকনাম শিলাইদহ নামে প্রচলিত রয়েছে।

শ্রীশচীন্দ্রনাথ অধিকারী তাঁর ‘রবীন্দ্রনাথ ও শিলাইদহ’ গ্রন্থে মাত্র ১৫ বছর বয়সে রবীন্দ্রনাথ ১৮৭৬ খ্রিস্টাব্দে অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথের সাথে শিলাইদহে প্রথম আসেন। এখানকার জঙ্গলে বিশ্বনাথ শিকারির সঙ্গে বাঘশিকারের কথা কবি তাঁর ‘ছেলেবেলা’ গ্রন্থে লিখেছেন। ২৭ বছর বয়সে ১৮৮৮ খ্রিস্টাব্দে কবিপত্নী মৃণালিনী দেবীর সঙ্গে কবি শিলাইদহে এসে নৌকাবাস করেন। ২৯ বছর বয়সে ১৮৯০ খ্রিস্টাব্দে কবি জমিদারি দেখাশোনার ভার পান এবং শিলাইদহে এসে কাছারির পুণ্যাহ উৎসবে যোগ দেন, প্রজাদের সাথে কবির পরিচয় হয়। কিন্তু কবি ঐ বইতে তার আরো ছেলেবেলার স্মৃতিচারণে শিলাইদহের আব্দুল মাঝির কথা এবং অন্য পাতায় শিলাইদহে ফুল বাগানের মালির সঙ্গে ঘুরে বেড়ানো বিষয়ে যা লিখেছেন তাতে সুস্পষ্ট ধারণা হয় তিনি ১৮৭৬ সালে অথবা তার আগেও শিলাইদহে এসেছিলেন।

পরবর্তীকালে ১৮৯১ সালে ‘ছিন্নপত্রে’ শিলাইদহ থেকে একখানা চিঠিতে যা লিখেছেন সেটাও ঐ ধারণার সহায়ক। এ ছাড়া এর আগে মাঝে কবি বাল্যকালে তাঁর দাদা দ্বিজেন্দ্রনাথের সঙ্গে রেলগাড়িতে চড়ার শখে কুষ্টিয়া এসে তার পরে নদীপথে শিলাইদহে গিয়েছিলেন বলেও জানা যায়। ১৮৯১ খ্রিস্টাব্দে এসে জমিদারি পরিদর্শন করেন এবং সমুদয় ভার গ্রহণ করেন। ১৮৯৫ খ্রিস্টাব্দে কবি কুষ্টিয়ায় পাট ব্যবসা শুরু করেন, আখমাড়াই কল সংগ্রহ করেন। শিলাইদহে তাঁত কারখানা, পান্টিতে সুতো-কাপড়ের হাট স্থাপন করেন। কবির উদ্যোগেই শিলাইদহে ‘বঙ্গলক্ষ্মী নাট্যসমাজ’ গঠিত হয়। ১৮৯৯ খ্রিস্টাব্দে কবি শিলাইদহে পল্লী সংগঠনের পরিকল্পনা রূপায়ণ করেন, কুঠিবাড়িতে পুত্রকন্যাদের শিক্ষাদানের জন্য গৃহ-বিদ্যালয় স্থাপন করেন। পল্লীপ্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের আদর্শে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের আদলেই পরবর্তীকালে (২২ ডিসেম্বর ১৯০১) কবি শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় স্থাপন করেন। ১৯০৪ খ্রিস্টাব্দে এই বিদ্যালয় অস্থায়ীভাবে শিলাইদহেও চলে।

সুদখোর মহাজনদের কবল থেকে কৃষকদের রক্ষার জন্য ১৯০৫ খ্রিস্টাব্দে কবি শিলাইদহে কৃষিব্যাংক ও তাঁতশিল্প বিদ্যালয় স্থাপন করে বহুমুখী গ্রামোন্নয়ন শুরু করেন। কৃষিবিদ্যা শিক্ষালাভের জন্য কবি পুত্র রথীন্দ্রনাথকে ১৯০৬ খ্রিস্টাব্দে আমেরিকায় পাঠান এবং ১৯০৯ খ্রিস্টাব্দে রথীন্দ্রনাথ আমেরিকা থেকে শিলাইদহে ফিরে বৈজ্ঞানিক প্রথায় চাষ প্রবর্তন করেন। প্রমথ চৌধুরী তাঁর ‘বায়তের কথা’ গ্রন্থে লিখেছেন, ‘রবীন্দ্রনাথ জমিদার হিসাবে মহাজনের কবল থেকে প্রজাকে রক্ষা করবার জন্য আজীবন কী করে এসেছেন, তা আমি সম্পূর্ণ জানি...রবীন্দ্রনাথ কবি হিসাবেও যেমন জমিদার হিসাবেও তেমন অনন্য।’

এই গ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ নিজেই লিখেছেন, ‘আমার জন্মগত পেশা জমিদারি। কিন্তু আমার স্বভাবগত পেশা আসমানদারি। এই কারণেই জমিদারির জমি আঁকড়ে থাকতে আমার অন্তরের প্রবৃত্তি নেই।... প্রজারা অন্ন জোগায়, আর আমলারা আমাদের মুখে অন্ন তুলে দেয়- এর মধ্যে পৌরুষও নেই, গৌরব নেই।’

রবীন্দ্রনাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ১৮৯০-১৯১০। রবীন্দ্রনাথ পল্লীবাসী, শুধু পল্লীবাসী নন পল্লীহৃদয়ের অন্তঃপুরের অধিবাসী। সর্বপ্রথম তিনি সকলের সঙ্গে সমান হবার ব্রতেব্রতী। শিলাইদহে পদ্মা ও গড়াই নদীকে ভালবেসে- বিমুগ্ধচিত্তে ও অন্তর দিয়ে কবির লেখায় এ সবের ছাপ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ১৮৮৯ সালে শিলাইদহ থেকে ‘ছিন্নপত্রের’ এক চিঠিতে তিনি লিখেছেন, ‘সন্ধ্যার সময়ই আমরা বেড়াতে বেরোই এবং সেই ছবিটাই মনে অঙ্কিত হয়ে আছে। পৃথিবী যে বাস্তবিক কী আশ্চর্য সুন্দর, কলকাতায় থাকলে ভুলে যেতে হয়।’ কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। শিলাইদহে রবীন্দ্রনাথ প্রথমে ‘চিত্রা’ বজরায় নদীভ্রমণ করতেন। পরে তিনি জাপানি কারিগর দিয়ে বহু অর্থব্যয়ে পুননির্মাণ করেন তাঁর সুবিখ্যাত বজরা ‘পদ্মা’ এবং জমিদার রবীন্দ্রনাথ এই একটি বিলাসবহুল পারিবারিক বজরায় চড়ে প্রজাবর্গের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে যেতেন। গ্রামবাসীরাও তাঁর সম্মানে ভোজসভার আয়োজন করত। এছাড়াও ‘চপলা’ ও ‘চঞ্চলা’ নামেও রবীন্দ্রনাথের দুটি বজরা ছিল।

পুত্র রথীন্দ্রনাথ বলেছেন, ‘বাবার গদ্য ও পদ্য দু’রকম লেখারই উৎস যেমন খুলে গিয়েছিল শিলাইদহে, এমন আর কোথাও হয়নি।’ কবির এখানে থাকার আন্তরিক ইচ্ছাকে আরো ঘনিষ্ট করে টেনে এনেছিল শিলাইদহ! অবশেষে ১৮৯২ সালে জমিদারির পূর্ণ ভারপ্রাপ্ত হয়ে এখানে থাকতে লাগলেন। জমিদারি পরিচালনার জন্য তিনশো টাকা মাসোহারা নির্ধারণ করা হয়। এরপর থেকেই সূচনা হল রবীন্দ্রনাথের কাব্য ও কর্মজীবনের এক অভূতপূর্ব যুগের বিকাশ। সাহিত্য সাধনা ও বিষয় সম্পত্তির তদারকীর অবসরে গ্রাম বাংলার প্রাকৃতিক শোভা সৌন্দর্যের সঙ্গে পল্লীর মানুষগুলোর কথা তিনি গভীরভাবে ভাবতেন। রবীন্দ্রনাথের শিলাইদহ যুগে তাঁর কাছে দেশ ও জাতি পেয়েছে অপরিমেয় দান। শিলাইদহ অবস্থানকালে বহু বিখ্যাত ব্যক্তি তাঁর সঙ্গে শিলাইদহে দেখা করেছেন আচার্য স্যার জগদীশচন্দ্র, কবি ও নাট্যকার ডি. এল. রায়, মানসী ও মর্মবাণী সম্পাদক মহারাজ জগদীন্দ্রনাথ রায়, দীনবন্ধু এন. ডব্লুজ, সিষ্টার নিবেদিতা, ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয়, শিল্পী নন্দলাল বসু, মুকুল দে, সুরেন্দ্রনাথ কর প্রমুখ সাহিত্যিক শিল্পীগণ।

১৯২২ সালে শিলাইদহের জমিদারি ভাইপো সুরেন্দ্রনাথ ঠাকুরের অংশে পড়ে। ঐ বছরেই কবিও শিলাইদহ ত্যাগ করেন। কিন্তু অল্প কয়েক দিন পরে যখন আবারো শিলাইদহে ফিরে আসেন তখন বিশ্বকবির বয়স ৬১! এটিই ছিল তাঁর শেষবার এবং শেষবারের ঐ একখানা চিঠিতে লিখেছেন, ‘শিলাইদহে ঘুরে এলুম। পদ্মা তাকে পরিত্যাগ করেছে, তাই মনে হল বীণা আছে তার নেই, তার না থাকুক অনেক কালের অনেক গানের স্মৃতি আছে। ভাল লাগলো, সেইসঙ্গে মন উদাস হলো।’ কবি পদ্মা নদীকে অত্যন্ত গভীরভাবে ভালবেসেছিলেন, তাঁর অসংখ্য রচনায় সে চিহ্ন সুপরিস্ফুটিত; তেমনি পদ্মাচুম্বিত শিলাইদহের প্রতিও নিবিড় টান, যার দরুণ আবারো বারবার শিলাইদহ ঘুরে যাবার আগ্রহ প্রকাশ করেছিলেন।

১৯৫১-১৯৫৩ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ সরকার এই জমিদারি অধিগ্রহণ করে। বাংলাদেশ হবার পর সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কুঠিবাড়িকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে স্বীকৃতি দেন ও সংরক্ষণের ব্যবস্থা করেন। বাংলাদেশের স্বাধীনতার পর সরকারি পর্যায়ে ঘোষিত হয়েছিল কবিতীর্থ শিলাইদহে গড়ে তোলা হবে দ্বিতীয় শান্তিনিকেতন। কবিতীর্থ শিলাইদহের এই গৌরবমণ্ডিত মর্যাদালাভের প্রত্যাশী দুই বাংলার মানুষ। রবীন্দ্রজীবনীকার শ্রীশচীন্দ্রনাথ অধিকারী ১৯৩৭ সালের একটি ঘটনার উল্লেখ করেছেন: ‘উত্তরায়ণের বারান্দায় কবি আত্মীয়স্বজন পরিবৃত হয়ে বসে আছেন। কবি কিন্তু অন্যমনস্ক হয়ে বসে রয়েছেন, দৃষ্টি যেন স্মৃতির রাজ্যে নিবন্ধ, একটি প্রশ্নেরও তিনি জবাব দিচ্ছেন না। কিছুক্ষণ পরে হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে আপনমনে বলে উঠলেন, ‘আর একবার শিলাইদহে গেলে বড়...।’ আর কথা শেষ করতে পারলেন না। জীবন সায়াহ্নের একখানি চিঠিতেও কবি হৃদয়ের অন্তহীন বেদনার রেখাচিত্র ফুটে উঠেছে, “সবই তেমনি আছে কেবল আমার চির পরিচিত পদ্মা শিলাইদহ ছেড়ে দুরে কোথায় চলে গেছে, তার আর নাগাল পাবার জো নেই।’ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘আমার যৌবন ও প্রৌঢ় বয়সের সাহিত্য-রস-সাধনার তীর্থস্থান ছিল পদ্মা প্রবাহ চুম্বিত শিলাইদহ পল্লীতে।”

লেখক: ইতিহাস গবেষক ও প্রাবন্ধিক

এসএ/

Header Ad
Header Ad

রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫

প্রতীকী ছবি

রাঙামাটির কাউখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাবারবাগান এলাকায় একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কার্যক্রম চলছে। দুর্ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।

বিস্তারিত আসছে...

Header Ad
Header Ad

রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রিয়াল, ফাইনাল ম্যাচ বয়কটের হুমকি

ছবি: সংগৃহীত

কোপা দেল রে ফাইনালের আগে মাঠের লড়াইয়ের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে স্প্যানিশ ফুটবল অঙ্গন। হাইভোল্টেজ এই ম্যাচের রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ম্যাচ-পূর্ব সকল আনুষ্ঠানিকতা বর্জনের ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ভাষ্য, রেফারিদের সাম্প্রতিক বক্তব্যে "স্পষ্ট বিদ্বেষ ও অসম্মান" ফুটে উঠেছে, যা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।

শুক্রবার এক বিবৃতিতে রিয়াল জানায়, তারা ফাইনালের আগে প্রচলিত সকল প্রটোকল—ম্যাচ-পূর্ব প্রেস কনফারেন্স, মিডিয়ায় উন্মুক্ত অনুশীলন, প্রেসিডেন্টদের ডিনার এবং ঐতিহ্যবাহী ফটোসেশন—বর্জন করবে।

উত্তেজনার সূত্রপাত ক্লাবটির নিজস্ব চ্যানেল রিয়াল মাদ্রিদ টিভি-তে সম্প্রচারিত এক ভিডিও ঘিরে। সেখানে ফাইনালের রেফারি রিকার্দো দে বুরগোস বেংগোয়েচিয়ার প্রতি তীব্র সমালোচনা করা হয়। পরে এক সাংবাদিক সম্মেলনে আবেগপ্রবণ রেফারি জানান, এসব সমালোচনার প্রভাব তার ব্যক্তিগত জীবনেও পড়েছে। “যখন আপনার সন্তান স্কুলে গিয়ে শুনে—তার বাবা একজন চোর—তখন সেটা সত্যিই ভয়াবহ অভিজ্ঞতা,” বলেন তিনি, চোখের পানি মুছতে মুছতে।

তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পাবলো গনসালেস ফুয়ের্তেসের এক মন্তব্যে আরও জ্বালানি পড়ে আগুনে। তিনি বলেন, “রেফারিরা এক হচ্ছেন এবং রিয়াল মাদ্রিদ টিভির চাপ মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।” এই বক্তব্যকেও হুমকি হিসেবে দেখছে রিয়াল।

স্প্যানিশ মিডিয়ায় জল্পনা ছিল—রিয়াল হয়তো ফাইনালেই অংশ নেবে না। তবে ক্লাবের পক্ষ থেকে পরে দ্বিতীয় বিবৃতিতে জানানো হয়, ম্যাচ বর্জনের কোনো পরিকল্পনা নেই। “রিয়াল মাদ্রিদ কখনও ফাইনালে না খেলার কথা বিবেচনা করেনি,” জানানো হয় স্পষ্ট ভাষায়।

এদিকে, লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস ক্লাবটির এই অবস্থানকে 'ক্ষমতার খেলা' বলে আখ্যায়িত করেছেন। রেফারিরাও ইঙ্গিত দিয়েছেন, রিয়াল মাদ্রিদ টিভির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

উল্লেখ্য, এ ধরনের বর্জন রিয়ালের জন্য নতুন নয়। গত অক্টোবরে ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস জুনিয়রকে যথাযথ সম্মান না জানানোর প্রতিবাদে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্জন করেছিল ক্লাবটি। তাদের ভাষায়, “যেখানে সম্মান নেই, সেখানে রিয়াল মাদ্রিদ যায় না।”

Header Ad
Header Ad

আইন উপদেষ্টাকে জড়িয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, মন্ত্রণালয়ের বিবৃতি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ভারতের একটি অনলাইন পোর্টালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এ ধরনের প্রতিবেদন সাংবাদিকতার নৈতিকতা ও সত্যের পরিপন্থী বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ওই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিউজ অ্যারেনা ইন্ডিয়া অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে একাধিক মিথ্যা, মানহানিকর ও দায়িত্বজ্ঞানহীন অভিযোগ উত্থাপন করেছে। প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘বাংলাদেশ লিগ্যাল অ্যাডভাইজার মিটস টপ লস্কর–ই–তাইয়েবার অপারেটিভ পোস্ট জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাটাক’।

প্রতিবেদনে অভিযোগ করা হয়, কাশ্মীরের পেহেলগামে সংঘটিত হত্যাকাণ্ডের পর লস্কর-ই-তাইয়েবার একজন শীর্ষ নেতার সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল সাক্ষাৎ করেছেন, যা পুরোপুরি ভিত্তিহীন এবং কাল্পনিক।

প্রতিবেদনে হেফাজতে ইসলামের নেতাদের ভুল পরিচয়ে তুলে ধরা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশে বৈধভাবে পরিচালিত আলেম ও  ইসলামি সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম। প্রতিবেদনে যাদের কথা উল্লেখ করা হয়েছে, তারা হেফাজতে ইসলামের নেতা, কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তারা যুক্ত নন। শেখ হাসিনার স্বৈরশাসনামলে হাজার হাজার হেফাজত সদস্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও সাজানো মামলার শিকার হন। অন্তর্বর্তী সরকারের বিচার ও আইনি সংস্কারের অঙ্গীকারের অংশ হিসেবে আসিফ নজরুল তার দায়িত্বপূর্ণ পদে থেকে হেফাজতের এই ভুক্তভোগীদের ন্যায়বিচারের আবেদন শুনতে হেফাজতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

হেফাজতের নেতাদের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক যেদিন হয়েছে বলে নিউজ অ্যারেনা ইন্ডিয়া উল্লেখ করেছে, তার অন্তত তিন দিন আগেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল শুধু আইনি প্রক্রিয়া ও মামলার তালিকা হস্তান্তর। বৈঠকের শেষে প্রতিনিধিদলের অনুরোধে একটি ছবি তোলা হয়, যা এমন সভায় প্রচলিত ও স্বাভাবিক রীতি।

হেফাজতের বর্তমান নেতৃত্ব বাংলাদেশের জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক সংলাপে অংশগ্রহণ করে। হেফাজতের নেতারা ঢাকায় পশ্চিমা দেশগুলোর দূতাবাসগুলোর সঙ্গেও নিয়মিত বৈঠক করে থাকেন, যা তাদের রাজনৈতিক বৈধতা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার বিষয়টিকে প্রতিফলিত করে।

হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ স্বাধীন মানবাধিকার সংগঠনগুলো পূর্ববর্তী সরকারের দমনমূলক কর্মকাণ্ড ও হেফাজতসহ বিরোধীদলীয় কর্মীদের ওপর নিপীড়নের ঘটনাগুলো নথিবদ্ধ করেছে, সমালোচনাও করেছে। মানবাধিকার সংগঠনগুলোর সেই প্রতিবেদনগুলো প্রমাণ করে যে হেফাজতের নেতা–কর্মীদের বিরুদ্ধে এসব মামলার রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, যা বর্তমান সরকারের ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করে।

ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পেজে ভারতের নেতাদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেছেন। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, আসলে বিষয়টি হলো ওই পোস্ট ছিল একজন ভারতীয়র লেখা, যিনি নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে সমালোচনা করেন। সেই পোস্টটি শেয়ার করে পেহেলগামে হামলার নিন্দা জানান আসিফ নজরুল। পরে সম্ভাব্য বিভ্রান্তির আশঙ্কা করে তিনি স্বেচ্ছায় পোস্টটি কয়েক ঘণ্টার মধ্যেই মুছে ফেলেন।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা সকল গণমাধ্যমকে অনুরোধ করছি, যেন তারা সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই করে এবং দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ করে।’

বিবৃতিতে আরও বলা হয়, পেহেলগাম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে, নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে পেহেলগামের হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫
রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রিয়াল, ফাইনাল ম্যাচ বয়কটের হুমকি
আইন উপদেষ্টাকে জড়িয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, মন্ত্রণালয়ের বিবৃতি
নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত, ‘অসাবধানতা’ বলছে বিমান বাহিনী
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আইনি নোটিশ প্রসঙ্গে যা বললেন ডা. তাসনিম জারা
ভারত-পাকিস্তান বিরোধে উত্তেজনা, শান্তির বার্তা নিয়ে এগিয়ে এলো ইরান
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি
মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারে সবাইকে উদ্যোগী হতে হবে: প্রধান উপদেষ্টা
বেনাপোলে ৬ নারী ছিনতাইকারী গ্রেফতার
‘সংস্কার না নির্বাচন’ এই খেলা বাদ দিয়ে বিচার করুন: সারজিস আলম
যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই মস্কোয় গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
শিগগিরই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেস সচিব
টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন