যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই মস্কোয় গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত

ছবি: সংগৃহীত
ইউক্রেইন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার সময়েই ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন রাশিয়ার একজন শীর্ষ সামরিক জেনারেল। এই হামলার ঘটনায় রাশিয়াজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইউক্রেইন সংকট সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। ঠিক তার সফরের দিনেই মস্কোর বালাশিখা শহরে ঘটে এই প্রাণঘাতী বিস্ফোরণ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপ-প্রধান জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক। বিস্ফোরণের সময় তিনি নিজের বাড়ির কাছে গাড়ির দিকে এগোচ্ছিলেন বলে জানা গেছে।
রাশিয়ার সরকারি ও স্বতন্ত্র মিডিয়াগুলো জানাচ্ছে, এই হামলার পেছনে ইউক্রেইনপন্থি কোনো গোষ্ঠীর হাত থাকতে পারে। নিহত জেনারেল ক্রেমলিনপন্থি হিসেবে পরিচিত ছিলেন, যার কারণে তিনি হামলার টার্গেট হয়েছেন বলে ধারণা।
এ ঘটনার মাত্র একদিন আগেই রাশিয়া ইউক্রেইনের রাজধানী কিইভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়াতেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।
এদিকে, স্টিভ উইটকফের এই সফরকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুতিনের সঙ্গে তার বৈঠক নির্ধারিত রয়েছে, যা চলতি বছরে তাদের মধ্যে চতুর্থ সাক্ষাৎ হতে যাচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইউক্রেইন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তি চুক্তির ব্যাপারে রাশিয়া ইতিবাচক মনোভাব পোষণ করছে, যদিও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে।
ট্রাম্প নিজেও আশাবাদী। তিনি বলেছেন, শান্তি আলোচনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে এবং আগামী কয়েকটি দিন হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
