পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত

ছবি: সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে ‘ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি’র (এফসি) চার সদস্য প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে কোয়েটার মারগেট এলাকায়। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
পুলিশ জানায়, নিরাপত্তার দায়িত্বে থাকা এফসির একটি যান লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়। বোমা নিষ্ক্রিয়করণ দল পরে ঘটনাস্থলে পৌঁছে আরও বিস্ফোরকের খোঁজ করে।
নিহতদের মধ্যে রয়েছেন সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সিপাহী খলিল ও সিপাহী জাহিদ। আহতদের মধ্যে আছেন ল্যান্স নায়েক জাফর, ল্যান্স নায়েক ফারুক ও সিপাহী খুররম সেলিম—তাদের সবাইকে তাৎক্ষণিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
পুলিশ এবং নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং সন্দেহভাজনদের ধরতে জোর তল্লাশি অভিযান শুরু করেছে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের প্রেক্ষাপটে এই হামলাকে প্রতিশোধমূলক বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
এদিকে হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। প্রেসিডেন্ট হাউস থেকে দেওয়া বিবৃতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, “পুরো জাতি শহীদদের স্যালুট জানায়, এবং তাদের আত্মত্যাগ দেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।”
উল্লেখ্য, গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫-এর সর্বশেষ প্রতিবেদনে পাকিস্তান সন্ত্রাসপ্রবণ দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। সেখানে জানানো হয়, ২০২৪ সালে সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।
