বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়া বাংলাদেশ থেকে আবার কর্মী নেবে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক সই হবে।
শুক্রবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
দেশটির মানবসম্পদমন্ত্রী বলেন, শুক্রবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে কর্মী নেওয়ার বিষয়ে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এটি স্বাক্ষরের পরপরই কর্মী নেওয়া শুরু হবে।
গত অক্টোবরে শুধু বৃক্ষরোপণ খাতে বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃক্ষরোপণ ছাড়াও কৃষি, প্রক্রিয়াজাতকরণ, সেবা, খনি, খনি অনুসন্ধান, নির্মাণ ও গৃহকর্মী সব খাতে বিদেশি শ্রমিক নেওয়া হবে।
করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাাকার পর গত ২২ অক্টোবর আবার বিদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার।
আরইউ/এএন