হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে: উপদেষ্টা ফারুকী

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নববর্ষের আনন্দ শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে নির্মিত 'ফ্যাসিবাদের মুখাবয়ব' ও 'শান্তির পায়রা' আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।
শনিবার (১২ এপ্রিল) ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে—সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক—তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।
তিনি বলেন, এবারের শোভাযাত্রা থামানোর চেষ্টা যারা করছে, তারা যে পক্ষেই থাকুক না কেন, তাদের শুধু আইনের আওতায় আনা হবে না, শোভাযাত্রাটি আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলার প্রত্যয়ও প্রকাশ করা হয়েছে।
স্ট্যাটাসে ফারুকী আরও লেখেন, হাসিনার দোসররা কালকে রাতের ঘটনার মাধ্যমে জানিয়ে দিয়ে গেলো—বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ, এবং আরও বেশি সংখ্যায় অংশ নেব।
চারুকলার এবারের শোভাযাত্রা নিয়ে বিভিন্নমতের কথা তুলে ধরে তিনি বলেন, 'গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ওই বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরো অবশ্যাম্ভাবী হয়ে উঠল।'
স্ট্যাটাসের শেষে ফারুকী লেখেন, 'জুলাই চলমান।'
