ভোটারদের আস্থা পুনরুদ্ধারে উদ্যোগ নিতে বলেছে ইইউ: ইসি সচিব

ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভোটারদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ ও ইইউ প্রতিনিধি মাইকেল লিডর।
ইসি সচিব জানান, ইইউ প্রতিনিধি দল গত দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছে। তাদের পর্যবেক্ষণের ভিত্তিতে তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে এসেছেন। বৈঠকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতি সকল মহলের প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরা হয়।
এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। ইসি সচিব বলেন, "আমরা তাদের কাছে জানতে চেয়েছি, এ বিষয়ে কোনো কার্যকর পরামর্শ বা মডেল থাকলে তা আমাদের সঙ্গে শেয়ার করতে। যদিও এটি একটি জটিল প্রক্রিয়া, তবে তারা বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।"
ভোটারদের আস্থা পুনরুদ্ধারের বিষয়ে ইইউ প্রতিনিধি দল বিশেষ গুরুত্ব দিয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, "তারা বিশেষভাবে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচন-সম্পর্কিত যোগাযোগব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন।"
সফররত ইইউ প্রতিনিধি দল তাদের সার্বিক পর্যবেক্ষণ নিয়ে আগামী সপ্তাহে বাংলাদেশ ত্যাগ করবে বলে জানা গেছে।
