‘বিস্ফোরণের ঘটনা মানবাধিকারের জন্য হুমকি’

চট্টগ্রামের সীতাকুণ্ড ও ঢাকার সায়েন্সল্যাবে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে মানবাধিকারের জন্য হুমকি বলে উল্লেখ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
জাতীয় মানবাধিকার কমিশন মনে করে, একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি মানুষের জীবনের অধিকারের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
রবিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে মানবাধিকার কমিশন এসব কথা উল্লেখ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন মনে করে এসব ঘটনায় কোম্পানিগুলোর যেমন দায় রয়েছে একইসঙ্গে সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠাগুলোও এর দায়ভার এড়াতে পারে না।
কমিশন মনে করে, এসব ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের দিয়ে কমিটি গঠন করে কমিটির সুপারিশ মোতাবেক কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।
এ অবস্থায় বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করাসহ তাদের শাস্তির ব্যবস্থা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে বলা হয়েছে।
শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই রবিবার ঢাকায় সায়েন্সল্যাবে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সায়েন্সল্যাবের বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। সীতাকুণ্ডের বিস্ফোরণে মারা গেছেন ছয়জন। আহত আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
কেএম/এমএমএ/
