গাজায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৪০০ ছাড়াল, আহতের সংখ্যা ৬৬০

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় গতকাল রাতে দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, হামলায় ৪১৩ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৬৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) এই তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টার দিকে ইসরায়েল আকস্মিকভাবে গাজায় বোমা হামলা চালানো শুরু করে। কয়েক ঘণ্টার তাণ্ডবে মুহূর্তের মধ্যেই ঝরে যায় শত শত মানুষের প্রাণ। হামলায় বহু ভবন ধসে পড়ে এবং সেগুলোর নিচে আটকে পড়েন আরও অনেকে, যাদের নাম এখনো আহত বা নিহতের তালিকায় যুক্ত করা হয়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতের সংখ্যা এত বেশি যে সেখানকার সব হাসপাতালে সাধারণ মানুষকে রক্তদানের অনুরোধ জানানো হয়েছে। রক্তের সংকটের পাশাপাশি চিকিৎসকরা পেইনকিলার ও ব্যান্ডেজের সংকটেও ভুগছেন।
গত ১৭ দিন ধরে গাজায় সবধরনের ত্রাণ ও সহায়তা প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি দখলদাররা। সেখানকার মানুষকে সকল ধরনের সহায়তা থেকে বঞ্চিত করে নির্মম ও কাপুরুষোচিত এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হামাস তাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তারা তাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে হামাস জানায়, পূর্বের চুক্তি অনুযায়ী ইসরায়েল যদি গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করে, তাহলে তারা সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেবে। তবে ইসরায়েল এই চুক্তিতে সম্মত হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যমতে, গাজায় নতুন করে নির্বিচার হামলা চালানোর পরিকল্পনা কয়েক সপ্তাহ আগেই ঠিক করা হয়েছিল। তাই ইসরায়েলের দাবি যে, হামাস জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে হামলা চালানো হয়েছে, সেটি সত্য নয়।
গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
