ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে এবং পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন যে, ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতে ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ছাত্ররা জুলাই বিপ্লব এবং ফ্যাসিস্ট সরকার পতনের জন্য যে ভূমিকা পালন করেছে, সেই সম্ভাবনাকে তারা বাস্তবায়ন করতে চায়।
মঙ্গলবার (১৮ মার্চ) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী আরও বলেন, রাজনৈতিক দলগুলো সরকারে থাকা অবস্থায় অনেক প্রতিশ্রুতি দেয়, আবার সরকারে যাওয়ার আগেও দেয়। কিন্তু ক্ষমতায় বসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে না। ছাত্ররা এই অতীত ইতিহাস খুব ভালোভাবেই মনে রেখেছে এবং এজন্যই তারা সরকার কিংবা যেকোনো রাজনৈতিক দলের কথায় আস্থা রাখতে পারছে না। সম্ভবত তাদের দাবির বাস্তবায়নের লক্ষ্যে তারা নতুন দল গঠন করেছে।
তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলাম একটি সুসংগঠিত দল, যেখানে কোনো বিবাদ, মতভেদ বা চেয়ার ভাঙাভাঙি নেই। সংগঠনটি যাকে যোগ্য মনে করে তাকে মনোনয়ন দেয় এবং সবাই তা মেনে নেয়। দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলটি পরিবারতন্ত্রের কোনো সুযোগ দেয় না এবং ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না।
সভায় পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক সোহরাব হোসেন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।
মতবিনিময় সভায় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
