গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিলেন হামজা

গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিলেন হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন সদস্য হামজা চৌধুরী। যার এখনও লাল-সবুজের জার্সিতে এখনও অভিষেক হয়নি, কিন্তু তার আগেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) বিকেলে তিনি তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্বানঘাটে পৌঁছালে সেখানে এক বিশাল উৎসবের আয়োজন হয়।
হামজার আগমনকে ঘিরে গ্রামের বাড়ি হয়ে ওঠে আনন্দের কেন্দ্রবিন্দু। গ্রামের বিভিন্ন স্থান থেকে মানুষ তার বাড়িতে আসতে শুরু করেন। অনেকটা যেন বিয়ে বাড়ির মতো পরিবেশ তৈরি হয়। সেখানে হামজা চৌধুরী ব্যক্তিগতভাবে ঈদ উপহার বিতরণ করেন, বিশেষত দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে। হলুদ খামে ভরা ঈদ উপহার নিজ হাতে তুলে দেন তিনি।
এদিন সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। তাকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় উপচেপড়া ভিড় ছিল। পরে বিকালে তিনি হবিগঞ্জ জেলার স্নানঘাটে পৌঁছালে হাজার হাজার মানুষ ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
হামজার আগমনে তার বাড়ি সাজানো হয়েছে বেশ বর্ণিলভাবে, এবং পুরো এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। বাড়ির প্রবেশপথসহ বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়, যেন তিনি যে পরিমাণ ভালোবাসা পেয়েছেন, সেটি প্রতিফলিত হয়। হামজার বাড়ির পাশেই একটি ছোট মঞ্চ তৈরি করা হয়, যেখানে তিনি অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
এ বিষয়ে হামজার চাচা দেওয়ান মাসুদ জানান, ২০১৪ সালে হামজা সর্বশেষ দেশে এসেছিলেন। ২০২২ সালে তার বিয়ে হলেও এরপর আর দেশে আসেননি। তবে এই সফরে তাদের আগমন ঘিরে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ বলেন, অনেকেই তাকে সংবর্ধনা দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা বারণ করেছেন। রমজান মাসে দীর্ঘ সফর শেষে পরিবারের সদস্যদের জন্য ছোট একটি ইফতার আয়োজন করেছেন। এছাড়া তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসায় সকলের সম্মানে এই আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবে। এই ম্যাচ দিয়েই হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটাবেন।
