এডিপিতে বরাদ্দ কমল সাড়ে ১৮ হাজার কোটি টাকা

সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) চলতি অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংশোধন করে ৫৮টি বিভাগও মন্ত্রণালয়ে বরাদ্দ ১৮ হাজার ৫০০ কোটি টাকা বা সাত দশমিক ৫১ শতাংশ কমিয়েছে।
এর ফলে এডিপির বর্তমান আকার দাঁড়াল ২ লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা। এডিপির মুল আকার ছিল ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা।
বুধবার (১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনাসচিব সত্যজিৎ কর্মকারসহ অন্য সচিবরা।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছরই মার্চের দিকে সার্বিক দিকে বিবেচনা করে এডিপি সংশোধন করা হয়। এবারও তা করা হয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে তিন ক্যাটাগরিতে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদা প্রেক্ষিতে ১৮ হাজার ৫০০ কোটি টাকা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কমানো হয়েছে।
অর্থনৈতিক গতি এবং প্রবৃদ্ধি ধরে রাখার জন্য এবিসি ক্যাটাগরিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংশোধিত এডিপিতে ২১টি মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ কমেছে। একইসঙ্গে ৩৭টি মন্ত্রণালয়ে কমেছে অর্থ বরাদ্দ।
সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন, ‘তাদের চাহিদার প্রেক্ষিতেই এভাবে অর্থ বাড়ানো-কমানো হয়েছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক ঋণের ব্যাপারেও সরকার খুবই সতর্ক। তাই প্রকল্পের গতি বাড়াতে ১৮ হাজার ৫০০ কোটি টাকা বিদেশ ঋণ হতে বিভিন্ন মন্ত্রণালয়ে বরাদ্দ কমানো হয়েছে।
মূল এডিপিতে বৈদেশিক ঋণ ধরা হয়েছিল ৯৩ হাজার কোটি টাকা। তাতে কমিয়ে সংশোধিত এডিপিতে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৫০০ কোটি টাকা। মূল এডিপিতে অভ্যন্তরীণ উৎস বা স্থানীয় মুদ্রায় বরাদ্দ ছিল ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা। এ ছাড়া, বিভিন্ন সংস্থা থেকে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
জেডএ/এমএমএ/
