মানবতাবিরোধী অপরাধের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এক অভিযানে রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকা থেকে মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ফখরুজ্জামানকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ফখরুজ্জামান নানা কৌশলে গ্রেপ্তার এড়িয়ে চলাচল করতেন।
বুধবার (১ মার্চ) অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এএসপি ওয়াহিদা এসব তথ্য জানিয়েছেন।
এএসপি ওয়াহিদা বলেন, ২০১৫ সালের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে ১৯৭১ সালের ২১ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন শান্তি কমিটির ময়মনসিংহ শহর শাখার আহ্বায়ক এমএ হান্নানের নির্দেশে পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা ত্রিশালের কালির বাজার ও কানিহারী এলাকায় শতাধিক গণহত্যা, কয়েক কোটি টাকার সম্পদ লুণ্ঠন, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগ করেন।
এ অভিযোগ এনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এম এ হান্নান, তার ছেলে ও মো. ফখরুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা করেন। বিচারক মামলার এজাহারটি গ্রহণ করে সেটি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানোর আদেশ দেন।
তিনি বলেন, ওই মামলায় ২০১৫ সালের ১০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হান্নানকে গুলশানের বাড়ি এবং ছেলে রফিক সাজ্জাদকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় অপর আসামি মো. ফখরুজ্জামান ও ছাব্বির পলাতক ছিল। সেই মামলায় ফখরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
আসামিকে কোতয়ালি মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান অ্যান্টি টেররিজম ইউনিটের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/
