পুলিশ পরিদর্শক পদে ৩৯ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ পুলিশের পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ৩৯ জন কর্মকর্তা। তাদের মধ্যে উপপরিদর্শক (নিরস্ত্র) থেকে পরিদর্শক (নিরস্ত্র) পদে ১৭ জন, উপপরিদর্শক (সশস্ত্র) থেকে পরিদর্শক (সশস্ত্র) পদে ১৭ জন এবং সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পাঁচজন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের আরঅ্যান্ডসিপি-২ শাখা থেকে পদোন্নতি সংক্রান্তে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
কেএম/আরএ/
