দেশে এগ্রো প্রসেসিং প্রযুক্তিতে ঘাটতি আছে: পররাষ্ট্রমন্ত্রী

দেশে এগ্রো প্রসেসিং প্রযুক্তিতে ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, কৃষির গবেষণার উন্নতি হয়েছে তাই উন্নতমানের শষ্য উৎপাদন হচ্ছে। তবে দেশে এগ্রো প্রসেসিং প্রযুক্তিতে ঘাটতি আছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে 'এলডিসি হতে উত্তরণে বাংলাদেশের কৃষি: অর্জন চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক নাগরিক সংলাপে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
বাংলাদেশে কৃষি ক্ষেত্রে যুগান্তকারী অবস্থানে রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় দুর্ভিক্ষের দেশ বলা হলেও বর্তমানে আর তা নেই। মুক্তিযুদ্ধ পরবর্তী ৭ কোটি মানুষের ১১ লাখ টন খাদ্য উৎপাদন হতো, এখন কিন্তু খাদ্য উৎপাদন হয় প্রায় ৪০ লাখ টন; যা আগের চেয়ে ৪ গুণ, এটা বিরাট সাফল্য।
সারের দাম ছিল ৮৫ টাকা সেখানে বাংলাদেশে সরকার ২০ টাকায় সার দিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ঋণ নিয়ে ভর্তুকি দিয়ে কৃষি ক্ষেত্রের ব্যাপক সাফল্য এনেছে। কৃষিতে এতটাই সাফল্য অর্জন হয়েছে, দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
আরইউ/এসএন
