জি টোয়েন্টির সদস্য না হয়েও আমন্ত্রণ পাওয়া সম্মানের: পররাষ্ট্রমন্ত্রী

জি টোয়েন্টির সদস্য না হয়েও আমন্ত্রণ পাওয়া বাংলাদেশের জন্য সম্মানের বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে ভারত সফর করবেন বলেও জানান তিনি।
জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে ফ্রান্স, সুইডেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাইডলাইন বৈঠক হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কিছু পরামর্শ আছে। যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দেওয়া হবে। সুযোগ পেলেই, দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলাপ হবে।
নির্বাচন নিয়ে অত মাথা ব্যাথার কারণ নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছ ও সুন্দর নির্বাচনের সব আয়োজন সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ব্যালেট বাক্স, একটি স্বাধীন নির্বাচন কমিশন সব কিছুই আছে এদেশে। সব দল নির্বাচনে আন্তরিকতা নিয়ে আসলে কোনো সংঘাত হবে না।
আরইউ/এসএন
