কানাডার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (২৭ ফ্রেবুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জনের কাছে এ আমন্ত্রণ জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ট্রুডোকে ঢাকায় আমন্ত্রণের তথ্য জানিয়ে ড. মোমেন বলেন, আমরা বিশেষ করে দাওয়াত দিয়েছি ওনাদের প্রধানমন্ত্রীকে (জাস্টিন ট্রুডো)। ওনাকে দাওয়াত দিয়েছি বাংলাদেশে আসার আসার জন্য।
কানাডার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়ে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী সজ্জন জানান, আমি প্রধানমন্ত্রীকে দেওয়া আমন্ত্রণপত্র পৌঁছে দেব।
চলতি বছরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রুডোর।
আরইউ/এমএমএ/
