বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে ৩ চুক্তি-সমঝোতা সই

বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব চুক্তি-সমঝোতা স্মারক সই হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো এসব চুক্তি-সমঝোতা স্মারকে সই করেন।
দুদেশের মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি ও ফুটবল সহযোগিতা চুক্তি সই হয়েছে। এ ছাড়া দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির সমঝোতা স্মারক সই হয়েছে।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো তিন দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন। একইদিন তিনি বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করেন।
আরইউ/এসজি
