কার্ডের মাধ্যমে ওএমএস কার্যক্রম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রমের ব্যবস্থাপনা নিয়ে অসেন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিয়ম রোধে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২৭ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমস্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন সরকার প্রধান।
বৈঠকে শেষে বিকালে সচিবালয়ে নিয়মিত সংবাদ বিফ্রিংয়ে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওএমএস কার্যক্রম নিয়ে ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। এই ঘাটতি যাতে না হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে শেখ হাসিনা টিসিবির মতো এখন থেকে ওএমএস কার্যক্রমও কার্ডের মাধ্যমে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব জানান, ওএমএস এর কার্যক্রমে কার্ড করার ব্যাপারে ডিসিদের নির্দেশনা দিয়ে চিঠি দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।
এনএইচবি/এমএমএ/
