স্মার্ট দেশের সবকিছু হবে স্মার্ট: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেন, স্মার্ট দেশের সবকিছু হবে স্মার্ট। শিক্ষাব্যবস্থা হবে স্মার্ট, প্রশাসন হবে স্মার্ট, কৃষক হবে স্মার্ট। একইসঙ্গে নাগরিকদেরও স্মার্ট হতে হবে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিয়ামতপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ‘৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের চিন্তা চেতনায় স্মার্ট হতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে বছরের শুরুতেই বিনা পয়সায় নতুন বই, অভিভাবকের কাছে মোবাইলে উপবৃত্তির টাকা পাঠানোর ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। আমাদের শিক্ষাব্যবস্থা এখন অনেক আধুনিক।
সোশ্যাল সেফটি নেটের আওতায় এখন অনেকেই সরকারি নানা সহায়তা পাচ্ছে। অসহায় মানুষের জন্য সরকারি সহায়তা দিন দিন বেড়েই চলেছে বলে জানান তিনি।
শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে।
এসময় তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত হয় মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মমতাজ হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, আওয়ামী লীগ নেতা আবেদ হোসেন মিলন ও শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ বক্তব্য দেন।
এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট নিয়ামতপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এসজি
