রবিবার বসছে সংসদ, নিয়োগ হবে ডেপুটি স্পিকার

একাদশ জাতীয় সংসদের আরও একটি অধিবেশন শুরু হতে যাচ্ছে। রবিবার (২৮ আগস্ট) বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। তার আগে বিকাল ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি চূড়ান্ত হবে।
অধিবেশনের শুরুতে ১৯তম অধিবেশনের জন্য পাঁচ জন প্যানেল সভাপতি মনোনয়ন দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর ডেপুটি স্পিকার নিয়োগের প্রক্রিয়া শুরু করবেন স্পিকার। ডেপুটি স্পিকার নিয়োগের পর প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নামে শোক প্রস্তাব উত্থাপন ও সেই প্রস্তাবের উপর আলোচনা করবেন তার সহকর্মীরা। এরপর সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করা হবে।
রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে তার উপর শোক প্রস্তাবের আলোচনা হয় এবং মুলতবি ঘোষণা করা হয়। এবারও তাই হবে। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশনের কার্যক্রম চলমান থাকে। এবারও অধিবেশন শুরুর আগে প্রত্যেক সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। করোনা নেগেটিভ সনদ নিয়েই সংসদে ঢুকতে হবে।
এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হতে পারে বলে জানা গেছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে ৫ সেপ্টেম্বরের আগেই শেষ হতে পারে ১৯তম অধিবেশন। এবারের অধিবেশনে ৫ থেকে ৬ কার্যদিবস চলতে পারে।
অধিবেশনের বিষয়ে হুইপ ইকবালুর রহিম ঢাকাপ্রকাশ-কে বলেন, এবার খুব সংক্ষিপ্ত অধিবেশন হবে। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেই সব চূড়ান্ত হবে। যেহেতু আগের কিছু বিল ছিল সেই বিলগুলোর মধ্যে কিছু বিল পাস হবে।
গত ১১ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ৩০ জুন সংসদের ১৮তম অধিবেশন শেষ হয়।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্য দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন শুরু করার বাধ্যবাধকতা রয়েছে।
এসএম/এমএমএ/
