বিআরটি প্রকল্পের ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিআরটি প্রকল্পের কাজ করতে গিয়ে উত্তরায় যে দুর্ঘটনা ঘটেছে তাতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কীভাবে ঠিকাদার ও প্রকল্প পরিচালক এভাবে কাজ করছে? এটা গ্রহণযোগ্য নয়। তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। দায়িত্বে অবহেলার কারণে ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করতে বলেছেন তিনি।
মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সভায় সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সোমবার (১৫ আগস্ট) উত্তরার জসিম উদ্দিন রোডে নির্মাণাধীন প্রকল্পের একটি গার্ডার প্রাইভেট কারের উপর পড়ে ৫ জন নিহত হন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সবকিছু নিয়ম মেনে প্রকল্পের কাজ করার কথা। কিন্তু বিআরটি প্রকল্পে এটা হয়নি কেন। তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা।
জেডএ/এসজি/
