পর্তুগীজ ভাষায় অনুবাদ হবে বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'

বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' এবার পর্তুগীজ ভাষায় অনুবাদ করা হবে। সোমবার (১৫ আগস্ট) ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসের শোক দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা।
মঙ্গলবার (১৬ আগস্ট) ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূতের নিরলস প্রচেষ্টা ও দূতাবাসের সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ব্রাজিলের পর্তুগীজ ভাষায় অনুবাদের উদ্দেশ্যে অনুবাদক হিসেবে ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলেসান্দ্রা রামোসের নাম ঘোষণা করা হয়।
অধ্যাপক ড. আলেসান্দ্রা রামোস তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন কালজয়ী নেতার আত্মজীবনী অনুবাদের সুযোগ পেয়ে আমি গর্বিত। এটি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ এক অর্জন হয়ে থাকবে।
এ সময় ড. আলেসান্দ্রা রামোস অসমাপ্ত আত্মজীবনীর পর্তুগীজ অনুবাদ থেকে এক পৃষ্ঠা পাঠ করেন।
ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেক্রেটারি ড. ভার্জিলিও আলমেইদা বলেন, শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নন, তিনি সব শোষিত মানুষের নেতা। একই সঙ্গে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ব্রাজিলীয় পর্তুগীজ ভাষায় অনুবাদের মাধ্যমে বঙ্গবন্ধুর সংগ্রামী ও ক্ষুরধার জীবনী ব্রাজিলের জনগণ সম্যক অনুধাবন করতে পারবে বলে আমি আশাবাদী।
টিটি/
