বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

যে কারণে কেনা যাচ্ছে না রাশিয়ার ‘সস্তার তেল’

সস্তায় বাংলাদেশকে জ্বালানি তেল দিতে চায় রাশিয়া। দেশটি এ সংক্রান্ত একটি প্রস্তাবও দিয়েছে বাংলাদেশকে। রাশিয়ার তেল কীভাবে নেওয়া যায় সে সম্পর্কে নয়াদিল্লির কারছে ‘বুদ্ধি’ও চেয়েছিল ঢাকা।

বর্তমানে তেল-গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লোডশেডিংয়ের শিডিউল তৈরি করতে যাতে মানুষের কষ্ট কম হয়। তার মানে লোডশেডিং আপাতত বন্ধ হচ্ছে না।

এই সংকট মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে। স্বাভাবিকভাবেই অনেকেই প্রশ্ন করছেন, এই সংকটকালে রাশিয়া থেকে সস্তায় তেল কেন নিচ্ছে না বাংলাদেশ।

এক্ষেত্রে মার্কিন চাপের কথা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, রাশিয়া থেকে তেল কিনলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হবে। এ কারণেই মূলত রাশিয়া থেকে বাংলাদেশ সস্তায় পেলেও তেল নিচ্ছে না।

এই বিষয়টি নিয়েই সম্প্রতি ভারত সফর শেষে দেশে ফিরলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কাছে বুদ্ধি চেয়েছি যে কীভাবে আমরা রাশিয়ার তেল নিতে পারি।

ভারতের বিখ্যাত আউটলুক পত্রিকার সম্পাদক প্রণয় শর্মা আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে এ সম্পর্কে বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র একে অপরের উপর নির্ভরশীল। আবার রাশিয়াকেও ভারতের ত্যাগ করা সম্ভব নয়। এটা যুক্তরাষ্ট্রও বোঝে।

অন্যদিকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো। আবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও এখন ভালো সম্পর্ক। কিন্তু যুক্তরাষ্ট্র ভারতের ক্ষেত্রে যে নীতি নিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সেই নীতি মনে চলবে না। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তারা বলছেন, রাশিয়ার অপরিশোধিত তেল বাংলাদেশ নিলেও লাভ নাই। কারণ এই তেল পরিশোধন করার মতো রিফাইনারি বাংলাদেশে নাই। বাংলাদেশ মূলত তেল কেনে মধ্যপ্রাচ্য থেকে।

জ্বালানি বিশেষজ্ঞরা আরও বলেন, রাশিয়া দূরের দেশ। তাই খরচ বেশি পড়বে সেজন্য স্বাভাবিক সময়েও রাশিয়া থেকে তেল কিনেনি বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের তেল রাশিয়ার তেলের মতো নয়। মধ্যপ্রাচ্যের তেল পরিশোধন যত সহজ রাশিয়ার তেল পরিশোধন বেশ জটিল।

সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়া প্রস্তাব দিয়েছে। ফলে কম দামে তেল নেওয়ার জন্য রিফাইনারি স্থাপন করতেও দুই থেকে আড়াই বছর সময় লাগবে। কিন্তু রাশিয়া যদি পরিস্থিতি স্বাভাবিক হলেও সস্তায় তেল দেওয়া বন্ধ করে দেয়? এ কারণে রিফাইনারি স্থাপন করার বিষয়টিও সরকারের চিন্তায় নেই।

এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেন, রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমাদের দেশের পরিশোধনাগারে ব্যবহারের উপযোগী নয়। তাই রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা যাচ্ছে না।

তবে পররাষ্ট্রমন্ত্রী যে তেল কেনার ব্যাপারে ভারতের ‘বুদ্ধি’ চেয়েছেন সে প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উনি আসলে পরিশোধিত তেল কেনার কথা বলেছেন।

আরইউ/এনএইচবি/এসআইএইচ

Header Ad
Header Ad

অনেক কো-আর্টিস্ট, ডিরেক্টর তখন আমার সঙ্গে কাজ করতে চাইতেন না: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করে আসছেন সাদিয়া জাহান প্রভা। একসময় তার রূপ ও অভিনয় নৈপুণ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের একটি অপ্রত্যাশিত ঘটনায় তার ক্যারিয়ারে বড় ধস নেমে আসে।

সেই ধাক্কা সামলে আবারো ক্যারিয়ার পুনর্নির্মাণে চেষ্টা করছেন প্রভা, এবং তিনি অভিনয়ে নিয়মিত হচ্ছেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রভা, যেখানে তিনি নিজের অভিনয় জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাসহ শোবিজের সিন্ডিকেট নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।

প্রভা জানান, "সিন্ডিকেট কখনো গেছে, কখনো এসেছে— সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছিল। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।"

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

প্রভা ১১-১২ সালের দিকে ক্যারিয়ারে এক বড় গ্যাপের কথা তুলে ধরে বলেন, "এ সময় আড়াই বছরের মতো বিরতি ছিল। তারপর যখন আবার কাজ করতে ফিরলাম, তখন অনেক ডিরেক্টর ও কো-আর্টিস্টরা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। এমনকি এখনো অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।"

তবে অভিনেত্রী উল্লেখ করেন, কখনোই সরাসরি তার মুখের ওপর 'না' বলা হয়নি। তিনি জানান, "সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দিয়ে বোঝানো হতো যে হয়তো আর কো-অপারেট করা হবে না।"

প্রভা আরো বলেন, "এমন পরিস্থিতির মধ্যে আমি কখনো বুঝতে পারিনি সিন্ডিকেট গেছে কিনা, আদৌ শুরু হয়েছে কি না। কারণ আমি অনেক আগেই এই বিষয়গুলো সামলেছি।"

বর্তমানে প্রভা মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং সেখানে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশ্ববিখ্যাত মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শো’য়ের সঙ্গে যুক্ত থাকা এ প্রতিষ্ঠানেই কাজ করছেন তিনি। সম্প্রতি দেশে ফিরে আবারও শোবিজে নিজের জায়গা তৈরির জন্য কাজ শুরু করেছেন প্রভা।

Header Ad
Header Ad

ভয়াবহ দাবানলের কবলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ২০ স্থানে ছড়িয়েছে আগুন (ভিডিও)

ভয়াবহ দাবানলের কবলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। দেশটির লাতাকিয়া অঞ্চলে ছড়িয়ে পড়া আগুন নিয়ে দীর্ঘ সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে স্বেচ্ছাসেবী সংস্থা ‘হোয়াইট হেলমেটস’। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় তেমন বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বুধবার (৫ মার্চ) মিডল ইস্ট মনিটর নামক সংবাদমাধ্যমে এই দাবানলের খবরটি প্রকাশিত হয়।

সিরিয়ার লাতাকিয়া অঞ্চলের পাহাড়ি এলাকায় আগুনের ভয়াবহ শিখা এবং ধোঁয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। দাবানল নিয়ন্ত্রণে আসতে স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটস দিনরাত এক করে কাজ করেছে। টানা সাত ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই প্রচেষ্টায়, একটি দল পাহাড়ের নিচ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, অন্য একটি দল আগুনের ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করার কাজ চালায়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০টি পৃথক স্থানে ছড়িয়ে পড়া আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে হোয়াইট হেলমেটস। তবে দাবানলের প্রকৃত কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এমন পরিস্থিতিতে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো রাতভর ফ্ল্যাশিং লাইট জ্বালিয়ে পাহাড়ি পথে টহল দিয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, জরুরি পরিস্থিতির মধ্যে কাজ করলেও পাহাড়ি পথ, তীব্র বাতাস এবং পানি সরবরাহের অভাব তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ ছিল।

স্থানীয়দের মতে, দাবানল যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যেত, তবে তা আশপাশের বসতিগুলোর দিকে ছড়িয়ে পড়তে পারত, যা একটি বড় বিপর্যয়ের সৃষ্টি করত।

Header Ad
Header Ad

নাগরিক পার্টি ছাড়লেন আবু হানিফ, ফিরে গেলেন গণ অধিকার পরিষদে

আবু হানিফ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন আবু হানিফ। দল ছাড়ার পর তিনি তার আগের রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদে ফিরে গেছেন, যেখানে তিনি উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ বৃহস্পতিবার এনসিপির শীর্ষ নেতার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন আবু হানিফ। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, "আমি এনসিপি থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের স্বপদে ফিরে এসেছি।"

আবু হানিফের ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, "গণ অধিকার পরিষদ যার হৃদয়ে, তারা কখনোই গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না।"

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক টকশোতে দাবি করেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিতে চান।

তবে, এ দাবি সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছেন নুরুল হক নুর ও তার দলের অন্যান্য নেতারা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অনেক কো-আর্টিস্ট, ডিরেক্টর তখন আমার সঙ্গে কাজ করতে চাইতেন না: প্রভা
ভয়াবহ দাবানলের কবলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ২০ স্থানে ছড়িয়েছে আগুন (ভিডিও)
নাগরিক পার্টি ছাড়লেন আবু হানিফ, ফিরে গেলেন গণ অধিকার পরিষদে
প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা
রোজায় বেড়েছে আনারসের চাহিদা, দ্রুত পাকাতে রাসায়নিক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি
সন্তানের জন্য ‘ডন থ্রি’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন কিয়ারা
অস্থিরতার কারণে এ বছর নির্বাচন কঠিন হবে: রয়টার্সকে নাহিদ ইসলাম
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
বিয়ে বাড়িতে প্রবেশের আগমুহূর্তে বরের মৃত্যু
মুশফিক অযু ছাড়া ব্যাট-বল স্পর্শ করতেন না: মুশফিকের স্ত্রী
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো উন্নতি বাংলাদেশের
ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্রান্সে মুসলিম খেলোয়াড়দের রোজায় নিষেধাজ্ঞা
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদসহ ৯ বিশিষ্ট ব্যক্তি
রাবিতে সভাপতি নিয়োগ নিয়ে দুই পক্ষের ধস্তাধস্তি
মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব
‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে পরীমণি, আলোচনায় শেখ সাদী
আতিউর, বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কিশোরগঞ্জ বার নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়জয়কার
এনআইডি নির্বাচন কমিশনেই রাখা হোক: সিইসি