টিকিট বিক্রি শেষ, প্রথম দিনেই শিডিউল বিপর্যয়
ঈদের অগ্রীম টিকিট বিক্রি শেষ হয়েছে। আজ ছিল ঈদযাত্রার প্রথম দিন। তবে প্রথম দিনে রাজধানী থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে শিডিউল বিপর্যয় দেখা গেছে। দুপুর ১টায় কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, কাউন্টারগুলো প্রায় ফাঁকা। যে কাউন্টার ছিল গত ৫ দিন লোকে লোকারণ্য।
প্রথম দিনেই শিডিউল বিপর্যয়: ঈদযাত্রার প্রথম দিন মঙ্গলবার (৫ জুলাই) ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছাড়ে। সঙ্গে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস সকাল ৭টায় ছাড়ার কথা থাকলেও ৮টায় ছেড়ে যায়। তবে সিলেটগামী পারাবত এক্সপ্রেস টনির্ধারিত সময়ে ছেড়ে গেছে।
কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার সাংবাদিকদের জানান, ট্রেন লেট হয়েছে মূলত অপারেশনাল কার্যক্রমের জন্য। এটিকে শিডিউল বিপর্যয় বলা যাবে না।
সবকিছু চেক করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কিছুটা দেরি হয়েছে দাবি করে স্টেশন ম্যানেজার বলেন, তবে অতীতের মতো সকালের ট্রেন বিকেলে আসার ঘটনা ঘটবে না।
ঈদের ফিরতি টিকিট
ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত। এসময় পর্যায়ক্রমে ৭ জুলাই ১১ জুলাইয়ের, ৮ জুলাই ১২ জুলাইয়ের, ৯ জুলাই ১৩ জুলাইয়ের এবং ১১ জুলাই ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।
আগামী ৬ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকামুখী একতা, দ্রুতযান,পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। আগামী ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭ থেকে ১৪ জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সেগুলো হলো দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল ১, ২, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল, শোলাকিয়া স্পেশাল ১, ২।
আরইউ/