পাওনা টাকা না পেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা
জাতীয় প্রেসক্লাবের ব্যাডমিন্টন কোর্টে মো. কাজী আনিস নামে এক ব্যক্তি গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (৪ জুলাই) বিকাল ৫ টা ৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
মো. কাজী আনিস কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কুমারখালী উপজেলার পানতি গ্রামের বাসিন্দা।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনিস গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার পরপরই উপস্থিত লোকজন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তাকে সেখান থেকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হ্যানোলাক্স নামক একটি কোম্পানির মালিক ফাতেমা আমিনের কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনা ছিল কাজী আনিসের। তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ফাতেমার কাছ থেকে সেই টাকা উদ্ধার করতে পারেননি। এর আগে তিনি প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলেন। টাকা উদ্ধার করতে না পেরে হতাশায় আনিস নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, দগ্ধ আনিসকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এনএইচবি/কেএম/এএইচ/