হজ ফ্লাইট শেষ হচ্ছে রবিবার
আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এ বছর হজের শেষ ফ্লাইট যাচ্ছে রবিবার (৩ জুলাই) রাত পযর্ন্ত। উত্তরা হাজি ক্যাম্পে অবস্থিত সৌদি আরবের এক বুলেটিনে ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত দেশের ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে এবার রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার হজযাত্রী কোটায় গেছেন।
মোট ১৬৭ ফ্লাইটে তারা সৌদি গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি, সৌদি এয়ারলাইনসের ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে গত ৫ জুন।
হজ সম্পর্কিত প্রতিদিনের এ বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত ১১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। এর মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৪জন। এদের মধ্যে মক্কায় ৯ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেন।
প্রসঙ্গত, হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে বলা হয় হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।
কেএম/এমএমএ/