পেট্রাপোল দিয়ে ভারতে ঢুকতে না দেওয়ার খবর ভিত্তিহীন: হাইকমিশন
মাল্টিপোল এন্ট্রি ভিসা আছে এমন বাংলাদেশি নাগরিকদের বেনাপোল-পেট্রাপোল দিয়ে তিন মাসের মধ্যে ভারতে পুনরায় প্রবেশ করা যাবে না বলে যে খবর বেরিয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
রবিবার (৩ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে, মাল্টিপোল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদের পূর্ববর্তী ভারত সফর তাদের বর্তমান ভ্রমণের আগের তিন মাসের মধ্যে হওয়ায় এমন করা হচ্ছে।
ভারতীয় হাইকমিশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাল্টিপোল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি।
বাংলাদেশি বন্ধুদের এ ধরনের খবর এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
আরইউ/এসএন