হজে গিয়ে মারা গেছেন ৬ পুরুষ, ৩ নারী
সৌদি আরবে হজের উদ্দেশ্যে গিয়ে এই পর্যন্ত ৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী। শুক্রবার (১ জুলাই) আশকোনা হাজী ক্যাম্পে অবস্থিত সৌদি আরবের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, হজ করতে গিয়ে সৌদি আরবে এই ২ দিনে আরও ৩ বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন-রফিকুল ইসলাম (৪৭), ফাতেমা বেগম (৬০) ও আব্দুল গফুর মিয়া (৬২)।
বুলেটিনে জানানো হয়, এর মধ্যে রফিকুল ও ফাতেমা গতকাল (৩০ জুন) মারা যান এবং গফুর গত (২৮ জুন) মারা যান। বাকি ৬ জন আগেই মারা গেছেন। এখন পর্যন্ত ১৩৩টি ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছে। এর মধ্যে ৭৫টি ফ্লাইট বিমান বাংলাদেশের, ৫০টি সৌদি এয়ার লাইনসের ও ৮টি ফ্লাইনাসের।
বুলেটিনে বলা হয়, সিরাজগঞ্জ জেলার কামারখান্দার বাসিন্দা রফিকুল ইসলামের হজ আইডি নম্বর- ০৫৭৬০৯৯ ও পাসপোর্ট নম্বর বিটি-০৪৮৫৪৩৩, রাজধানীর বাড্ডার সাতারকুলের বাসিন্দা ফাতেমা বেগমের হজ আইডি নম্বর-০৭৭৩০৫১ ও পাসপোর্ট নম্বর ইই-০৩৮২৮৪৩ এবং টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা আব্দুল গফুর মিয়ার হজ আইডি নম্বর ০৭৭৩০৮০ ও পাসপোর্ট নম্বর বিওয়াই-০০৬২২০২।
জানা গেছে, এ পর্যন্ত ৪৮ হাজার ১৭১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৭৮৬ জন গিয়েছেন। চলতি বছর প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজে যাবেন।
এএজেড