ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা জুবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। রাত ৩টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা। ছবি: সংগৃহীত
হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, আর ওয়ানডে ফরম্যাটে খেলবেন না। তার এই সিদ্ধান্তের পর থেকেই চলছে প্রশংসা, স্মৃতিচারণ ও আক্ষেপের সুর। বিদায়ী এই কিংবদন্তিকে সম্মান জানাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব দিয়েছে ‘গার্ড অব অনার’।
বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচেই মুশফিক পেয়েছেন বিশেষ সংবর্ধনা।
মোহামেডানের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে তার সতীর্থরা ম্যাচ শুরুর আগে মুশফিককে ‘গার্ড অব অনার’ দেন। দলে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজসহ অন্য খেলোয়াড়রা করতালি দিয়ে স্বাগত জানান টাইগার ক্রিকেটের অন্যতম সেরা এই তারকাকে। কিপিং গ্লাভস পরে মাঠে প্রবেশ করেন মুশফিক, আর সতীর্থরা তাকে শ্রদ্ধা জানানোর জন্য দাঁড়িয়ে অভিবাদন জানান।
এর আগে বুধবার রাতে মুশফিক তার অবসরের ঘোষণা দিয়ে লেখেন, "আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।"
১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে ওয়ানডেকে বিদায় বললেও টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন মুশফিক।
নায়িকা পরীমণি এবং সংগীতশিল্পী শেখ সাদী। ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন। সম্প্রতি, তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা গেছে একজন পুরুষের বাহুডোরে। ছবিটি দেখে তার ভক্তরা বিভিন্ন অনুমান করতে শুরু করেছেন। কিছুটা রহস্যময় এই ছবিটি প্রকাশ করে পরীমণি যেন নতুন প্রেমের ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে পরীমণি এই ছবিটি শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
যার ক্যাপশনে তারিখ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে।’ পরীর কথায়, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে...আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…।’
নায়িকা পরীমণি এবং সংগীতশিল্পী শেখ সাদী। ছবি: সংগৃহীত
তবে, ছবিতে তার সঙ্গে থাকা পুরুষটির পরিচয় পরীমণি প্রকাশ করেননি, শুধু তার হাত দেখা গেছে। তবে, ভক্তরা মনে করছেন যে এই পুরুষটি হচ্ছেন সংগীতশিল্পী শেখ সাদী। তাদের অনুমানটি শক্তিশালী করার জন্য, তারা লক্ষ্য করেছেন যে, এই দুইজনের হাতঘড়ি মিল রয়েছে।
সম্প্রতি পরীমণি ও শেখ সাদীর মধ্যে প্রেমের গুঞ্জন উঠেছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরকে ঘিরে বিভিন্ন পোস্ট ও ইঙ্গিত দেখা যাচ্ছে। এমনকি পরীমণি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, “সাদী আমার জীবনে একটা জাদুর মতন। আমি যে কোনো সময় তার সঙ্গে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে পারি। তিনি আমার জীবনের আশীর্বাদ।”
এরপর, ৬ মার্চ, বৃহস্পতিবার, পরীমণি ছবিটি ফেসবুক থেকে সরিয়ে দিলেও, নিজের অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিলো ভাইইই....!” এই পোস্টটি আরও রহস্য সৃষ্টি করেছে।
এদিকে, নেটিজেনরা মনে করছেন পরীমণি এবং শেখ সাদী লুকিয়ে প্রেম করছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা তুঙ্গে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ মোট ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার তালিকায় আতিউর রহমান ও আবুল বারাকাত ছাড়াও রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, সাবেক সহকারী পরিচালক ইসমত আরা বেগম, সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুছ ছালাম আজাদসহ অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া, এননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল, মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন ও পরিচালক মো. আবু তালহাসহ আরও কয়েকজন ব্যবসায়ীও রয়েছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ২৩ আসামির বিদেশ গমন নিষিদ্ধ করেন। দুদকের আবেদনে বলা হয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং গোপন সূত্রে জানা গেছে, আসামিরা বিদেশ পালানোর চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে তদন্ত ব্যাহত হতে পারে, তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
গত ২০ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন এ মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা রেকর্ড তৈরি করে ব্যাংকে বন্ধক দেওয়া জমিতে ভবন বা কারখানা না থাকা সত্ত্বেও সেখানে স্থাপনা দেখিয়ে অতিমূল্যায়ন করেন। এর মাধ্যমে তিন কোটি টাকার জমিকে ১৬০০ কোটি টাকার বেশি দেখিয়ে ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। এই প্রক্রিয়ায় জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাৎ করা হয়।
দুদক এই মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে চার্জশিট দিলে আদালত পরবর্তী ব্যবস্থা নেবে।