'ওসি সালাউদ্দিনের অভাব আমাদের কোনো দিন পূরণ হবে না'
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আটির্জানে জঙ্গিদের হামলার ঘটনায় তৎকালীন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ও এসি রবিউল নিহত হন। ওসি সালাউদ্দিনের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষ্যে দীপ্ত শপথ ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সালাউদ্দিনের স্ত্রী রেমকিম সাংবাদিকদের বলেন, শত চেষ্টা করেও কেউ ওসি সালাউদ্দিনের অভাব পূরণ করতে পারবে না।
হলি আর্টিজান হামলায় ওসি সালাউদ্দিন ছাড়াও নিহত হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল। তাদের স্মরণে গুলশান মডেল থানার সামনে দীপ্ত শপথ নামে এই দুই অফিসারের ভাষ্কর্য বানানো হয়। প্রতি বছর হলি আর্টিজানের হামলার বার্ষিকীতে দীপ্ত শপথ ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয় তাদের স্মরণে।
ওসি সালাউদ্দিনের পরিবার জানায়, ২০১৬ সালে হলি আর্টিজানে জঙ্গি হামলায় ওসি সালাউদ্দিন মারা যাওয়ার সময় তার মেয়ে পড়তো সপ্তম শ্রেণিতে, আর ছেলে কেজি টু পাস করেছিল। ছয় বছর পর মেয়ে এখন দেশের বাইরে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আর ছেলে রাজধানীর একটি স্কুলে পড়ছে ষষ্ঠ শ্রেণীতে।
ওসি সালাউদ্দিনকে তার সন্তানরা সব সময় মিস করে জানিয়ে রেমকিম বলেন, দুই ছেলে মেয়ে প্রতিমুহূর্তে তাদের বাবাকে মিস করছে। বাবার জায়গাটা আমি মা হয়ে শত চেষ্টা করেও ফিলাপ করতে পারি না। বাবাকে মিস করে না এমন কোনো দিন নেই তাদের।
কেএম