বিআরটিসির স্পেশাল বাসের টিকিট মিলবে শুক্রবার থেকে
আগামীকাল (১ জুলাই) থেকে ঈদযাত্রার আগাম টিকিট বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আসন্ন ঈদ উপলক্ষে বিআরটিসি এই ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করছে।
বৃহস্পতিবার (৩০ জুন) বিআরটিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ উপলক্ষে আগামী ৪ জুলাই থেকে দেশের বিভিন্ন জেলায় বিশেষ সার্ভিস চালাবে বিআরটিসি। ১২ জুলাই পর্যন্ত এই সেবা চালু থাকবে।
বিশেষ বাস সার্ভসের টিকেট পাওয়া যাবে মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে।
মতিঝিল বাস ডিপো থেকে পাওয়া যাবে খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোণা রুটের টিকিট।
কল্যাণপুর বাস ডিপো থেকে বিক্রি হবে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটের টিকিট পাওয়া যাবে।
গাবতলী ডিপো থেকে মিলবে আরিচা, রংপুর, দিনাজপুর, পাটুরিয়া, যশোর রুটের টিকিট।
জোয়ারসাহারা বাস ডিপো থেকে পাওয়া যাবে পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের টিকিট।
মিরপুর বাস ডিপো থেকে বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের টিকিট পাওয়া যাবে।
মোহাম্মদপুর বাস ডিপোতে পাওয়া যাবে শরিয়তপুর ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের টিকিট ।
গাজীপুর বাস ডিপোতে মিলবে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের টিকিট।
যাত্রাবাড়ি বাস ডিপো থেকে পাওয়া যাবে ঢাকা-রংপুর, শরিয়তপুর, রুটের টিকিট।
নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের টিকিট দেওয়া হবে।
কুমিল্লা বাস ডিপো থেকে বিক্রি হবে ঢাকা-রংপুর রুটের টিকেট।
নরসিংদী বাস ডিপো থেকে মিলবে নরসিংদী-মাদারিপুর, চরমুগুরিয়া, রংপুর রুটের টিকেট।
এনএইচবি/এমএমএ/