সদরঘাটে নেই যাত্রীর চাপ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

দেশে করোনার চতুর্থ ঢেউ চলছে। এ ঢেউ মোকাবিলায় সবার মাস্ক পরার কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এদিকে গত রবিবার থেকে পদ্মা সেতুতে শুরু হয়েছেন যানচলাচল। সেতু চালু হলেও সদরঘাটে যাত্রীর চাপ কমবে এমন ধারণা করেছিলো সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর প্রভাবে যাত্রীর চাপ কমেছে সদরঘাটে তবে রয়েছে স্বাভাবিক যাত্রী চলাচল। এদিকে অধিকাংশ যাত্রী এবং লঞ্চ সংশ্লিষ্টরা মানছেন না স্বাস্থ্যবিধি, পড়ছেন না মাস্ক।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায় গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা কম বেশ আসলেও অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। যাত্রীদের বেশিরভাগের মুখেই নেই মাস্ক। হাতে গোনা কয়েকজন মাস্ক পড়লেও বাকিরা মানছেন না স্বাস্থ্যবিধি।
করোনার শুরুর দিকে লঞ্চে যাত্রী পরিবহনে লঞ্চে দূরত্ব বজায়ে ডেকে যাত্রী বসানো, মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ এবং যাত্রীদের স্যানিটাইজার ব্যবস্থা রাখা হলেও বর্তমানে সেসব বিষয় লক্ষ করা যায়নি। মাস্ক না পড়ার ব্যাপারে বরিশালগামী রহিমা খাতুন বলেন, এখন এত করোনা নাই, তাই মাস্ক পড়িনি। মাস্ক পড়লে অনেক গরম লাগে।
এ ব্যাপারে পটুয়াখালীগামী জসিম আহমেদ বলেন, মাস্ক তো অনেক পড়ছি, তবুও অসুখ-বিসুখ হয়। অহন সাথে মাস্ক নেই, পড়ে পড়ুম। লঞ্চে স্বাস্থ্যবিধি কেন মানা হচ্ছে না এই ব্যাপারে বেশ কয়েকটি লঞ্চের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে এই বিষয় নিয়ে কেউ কথা বলতে রাজি হয়নি।
এএজেড
