ফেসবুকে ভাইরাল হতে বিএনপির হারুন অনেক কথা বলেন
সংসদে একজন নেতা ফেসবুকে ভাইরাল হকে কুরআন এর উদ্দৃতি দিয়ে কথা বলেন বলে উল্লেখ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির মহিলা আসনের সংসদ সদস্য বেগম রওশন আরা মান্নান। তিনি বলেন, আমাদের একজন সংসদ সদস্য আছেন তিনি প্রতিদিন কুরআন এর উদ্দৃতি দিয়ে কথা বলেন। এটা তিনি ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য করে থাকেন। বুধবার (২৯ জুন) জাতীয় সংসদ অধিবেশন অর্থবিলের ওপর আনিত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির সংসদ সদস্যদের মধ্যে পাল্টা পাল্টি বক্তব্য চলে।
বিরোধী দলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন, হারুন সাহেব বক্তব্যে ধর্মকে উদাহরণ দেন, এগুলো রাজনীতি না। এটা মানুষকে ধর্মের নামে ধোকা দেওয়া। এসময় পাশে থাকা হারুনুর রশীদ স্পিকারকে উদ্দেশ্যে করে বলেন, সময় বাড়িয়ে দেন। জবাবে রাঙ্গা বলেন, আপনাকে কি চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? এরডর উনি যদি কোন বক্তৃতা করতে চান আমি কথা বলবো উনাকে কথা বলতে দিবো না।
আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, প্রধানমন্ত্রী এমন দলকে বিরোধী দলের চেয়ারে বসিয়েছেন। আমি জীবনেও এরকম আলোচনা শুনি নাই। যে ধরণের হুমকি ধামকি দেওয়া হচ্ছে আমি সত্যি আতঙ্কিত। এখানে সাড়ে ৩০০ জনের মধ্যে আমরা মাত্র কয়েকজন সদস্য এতো যদি হুমকি ধামকি দেন আমরা চ্যাপটা না ভর্তা হয়ে যাবো। এই অবস্থা থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন স্পিকার।
তিনি বলেন, পার্লামেন্ট এক কেন্দ্রিক হয়ে গেছে। এখানে জবাবদিহিতা থাকতে হবে, যুক্তি সঙ্গত আলোচনা থাকতে হবে। এখানে যুক্তি সঙ্গত আলোচনার পরিবর্ততে এই ধরণের বক্তব্য দিলে সংসদ প্রশ্নবিদ্ধ করবে। বিএনপির অপর মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, এই বাজেট অধিবেশনে যদি দশ শতাংশ সময় বাজেটে নিয়ে ব্যয় করা হয় বাকি ৯০ শতাংশ ব্যয় করা হয়েছে পদ্মা সেতু নিয়ে আলোচনা ও খালেদা জিয়া নিয়ে আলোচনা এবং বিএনপি সমালোচনা। এই অধিবেশনকে বাজেট অধিবেশন না বলে পদ্মা অধিবেশন বা বিএনপি অধিবেশনও বলতে পারি। রওশন আরা মান্না বলেন, কিছু সংসদ সদস্য সস্তা জনপ্রিয়তা নিতে এবং ফেসবুকে ভাইরাল হতে অনেক কথা বলেন।
এসএম/এএজেড