'আমরা বিরোধী দল, সরকার উৎখাত করতে চাইবই'
আমরা আমাদের কথা বলবো বিরোধী দল থেকে। আমরা তো চাইবই সরকারকে উৎখাত করতে, কিন্তু আল্লাহ না চাইলে, আমি কিভাবে উৎখাত করবো এই সরকারকে। আল্লাহ না চাইলে আমার তো উৎখাত করার সুযোগ নাই সেখানে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা।
বুধবার (২৯ জুন) জাতীয় সংসদ অধিবেশন অর্থবিলের ওপর আনিত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষ ভোট না দিলে কি হবে, সারা পৃথিবী না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জিজেজ্ঞস করেন প্রত্যেকেই বলবে সর্বোচ্চ জনপ্রিয় প্রধানমন্ত্রী কেউ থাকে বাংলাদেশে সে হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাকে বলতেই হবে।
হারুনুর রশীদের উদ্দেশ্যে করে মশিউর রহমান রাঙ্গা বলেন, আপনি বিরোধী দলের একজন সদস্য, আপনাকে (স্পিকার) কটাক্ষ করে কথা বলেছেন আপনি সহ্য করেছেন। অন্য কোন স্পিকার হলে হয়তো উনার মাইক ই বন্ধ করে দিতো। আজ পদ্মা ব্রিজ নিয়ে কেনো তাদের এতো গাত্রোদাহ। এটা স্বাভাবিক শিশু ভুমিষ্ট হয়নি। অনেক কষ্ট করে হয়েছে। এটিকে অনেক কষ্ট লালন পালন করে প্রধানমন্ত্রীর ঘুম নিদ্রা আহার বন্ধ হয়ে গেছিল এটি করতে গিয়ে। আমি গত সংসদে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ছিলাম আমি জানি।
তিনি বলেন, আমরা চাই সংসদের পরিবেশটা একটা সুন্দর পরিবেশ থাক। আমরা আমাদের কথা বলবো বিরোধী দল থেকে। আমরা তো চাইবই সরকারকে উৎখাত করতে কিন্তু আল্লাহ না চাইলে আমি কিভাবে উৎখাত করবো এই সরকারকে। আল্লাহ না চাইলে আমার তো উৎখাত করার সুযোগ নাই সেখানে। হারুনকে উদ্দেশে করে বলেন, আপনি তারপরও সরকারকে অনেক কিছু বলেন। অনেক কথা বলার আছে। কাজ করলে ভুল হতে পারে কিন্তু এতো তীর্যক ভাষায় আক্রমণ করাটা ঠিক না। এই পদ্মা ব্রিজ নিয়ে এর থেকে খুব বেশি জনপ্রিয়তা আমাদের বাড়বে বলে মনে হয় না।
তিনি আরও বলেন, হারুন সাহেব বক্তব্যে ধর্মকে উদাহরণ দেন, এগুলো রাজনীতি না। এটা মানুষকে ধর্মের নামে ধোকা দেওয়া। এসময় পাশে থাকা হারুনুর রশীদ স্পিকারকে উদ্দেশ্যে করে বলেন, সময় বাড়িয়ে দেন। জবাবে রাঙ্গা বলেন, আপনাকে কি চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? এরডর উনি যদি কোন বক্তৃতা করতে চান আমি কথা বলবো উনাকে কথা বলতে দিবো না।
এসএম/এএজেড