সংসদে রওশন এরশাদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে সংসদে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। গত সোমবার থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেন।
বুধবার (২৯ জুন) জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে যোগ দেন বিরোধী দলের নেতা। যোগ দিয়ে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন। তিনি বিরোধী দলের নেতা হিসেবে সমাপনী বক্তব্য রাখেন। শত বাধা বিপত্তি সত্বেও সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধন হওয়ায় ধন্যবাদ ও অভিনন্দন জানান।
তিনি তার বক্তব্যে বাজেটের নানা দিক তুলে ধরেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। এদিকে বিরোধী দলনেতার খোঁজখবর নিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই চলে যান নিজের আসন ছেড়ে বিরোধী নেতার আসনের সামনে। খোঁজ খবর নেন। কথা বলেন। সঙ্গে ছিলেন প্রবীন নেত্রী ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সরকার দলীয় চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়েও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ধন্যবাদ জানান সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য।
প্রধানমন্ত্রী বলেন, শারীরিক অসুস্থতা নিয়ে বিরোধী দলীয় নেতা সংসদে যোগ দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। শুধু যোগদানই নয়। বাজেট আলোচনাও অংশ নিয়েছেন। পরে অর্থ বিলের ওপর দেয়া সংশোধনীতে বক্তব্য দেওয়ার সময় বিরোধী দল জাতীয় পার্টি ও সরকারী দলের এমপিরা প্রধানমন্ত্রীর ভূয়শী প্রশংসা করেন।
তারা বলেন, সংসদ নেতা বিরোধী দলীয় নেতার আসনের পাশে এসে খোঁজখবর নিয়েছেন। এটাই হচ্ছে সংসদ ও গণতন্ত্রের সৌন্দর্য।
এসএম/এমএমএ/