শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস: পর্ব ২৯

দ্য ফার্স্ট ম্যান

লাঠিটা ছিল মোটা বেঁটে একটা কাঠের রুলার। কালি আর দাগদাগালি ভরা। এম বার্নার্ড কোনো এক ছাত্রের কাছ থেকে শাস্তিস্বরূপ কেড়ে নিয়েছিলেন। নিজের জায়গা থেকে উঠে বালক লাঠিটা তুলে দিত এম বার্নার্ডের হাতে। তিনি একটুখানি বিদ্রুপের হাসি ছড়িয়ে লাঠিটা হাতে নিতেন এবং দুপা ছড়িয়ে দাঁড়াতেন। বালকটা শিক্ষকের হাঁটুর মাঝখানে মাথা রাখত। আর তিনি তাকে আটকে রেখে পাছায় কষে বাড়ি মারতেন। আপরাধের মাত্রা বুঝে বাড়ির সংখ্যা নির্ধারিত হতো, দুপাশে সমান সমান। এই শাস্তির প্রতিক্রিয়া ছাত্রের স্বভাবের ওপর নির্ভর করত: কেউ কেউ গায়ে বাড়ি লাগার আগেই কেঁদে ফেলত। এম বার্নার্ড দেখতেন, ছাত্র শাস্তির স্বাদ আগেই পাওয়া শুরু করেছে।

কেউ কেউ হাত দিয়ে পাছা আড়াল করার চেষ্টা করত। তখন তিনি হালকা দুচারটে বাড়ি দিয়ে আগে হাত এক পাশে সরিয়ে দিতেন। কেউ কেউ তীব্র ব্যথায় বেপরোয়াভাবে পিঠ বাঁকিয়ে তুলত। আরেক রকম প্রতিক্রিয়া দেখা যেত অন্যদের বেলায়। এদের মধ্যে ছিল জ্যাক: শুধু ব্যথায় কাঁপতে থাকত, তবে মুখে কোনো রকম ব্যথার উচ্চারণ করত না। অশ্রুর বন্যা ঠেকানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যেত। এই শাস্তির সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল এর কোনো বিরূপ প্রতিক্রিয়ার প্রকাশ না ঘটা। প্রথমত এই শিশুরা প্রায় সবাই বাড়িতে আচ্ছামতো পিটুনি খেতে খেতে বড় হতো এবং তাদের সবার ধারণাই ছিল ছোটদের বড় করার জন্য মারের দরকার আছে। তাদের বড় করার এটাও একটা পদ্ধতি। আরেকটা কারণ হলো, শিক্ষক সবার প্রতি সমান নজর দিতেন। কাউকে আপন কাউকে পর মনে করতেন না। সবাই আগেই জানত, কোন আইনের বরখেলাপ হলে এরকম শাস্তি পেতে হবে। সাধারণত একই রকম অপরাধের জন্যই এরকম শাস্তি দেওয়া হতো। অর্জিত নম্বর থেকে বাদ দেওয়ার শাস্তি পাওয়ার মতো অপরাধের চেয়ে গুরুতর অপরাধ করলে এই শাস্তি পেতে হবে সেটাও সবাই জানত। সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখেই এমন শাস্তি দেওয়া হতো।

ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র থেকে শুরু করে সবচেয়ে খারাপ ছাত্র পর্যন্ত একই রকম শাস্তির বিধান করা হতো। জ্যাককে এম বার্নার্ড খুব ভালোবাসতেন। তবু গুরুতর কোনো অপরাধ করে থাকলে সেও এই শাস্তির শিকার হতো। দেখা যেত, আগের দিন এম বার্নার্ড তার খুব প্রশংসা করেছেন, আবার পরের দিনই তাকে এই শাস্তি পেতে হচ্ছে। একদিন জ্যাক ব্ল্যাকবোর্ডে সঠিক উত্তর লিখলে এম বার্নার্ড জ্যাকের গণ্ডদেশে আদর করে দিলেন। তখনই ক্লাসের ভেতর থেকে কে যেন ফিসফিস করে বলে উঠল, ‘স্যারের পোষা ছাত্র’। তিনি জ্যাককে আরো কাছে টেনে নিয়ে বললেন, হ্যাঁ, আমি করমারির প্রতি পক্ষপাতি। তোমাদের মধ্যে যারা যুদ্ধে বাবাকে হারিয়েছ তাদের সবার প্রতিই আমি সম মাত্রায় পক্ষপাতি। আমি তাদের বাবাদের সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছি, আমি বেঁচে এসেছি। কাজেই এখানে আমি আমার প্রয়াত বন্ধুদের জায়গায় নিজেকে দেখতে চেষ্টা করি। এরপর যদি কেউ বলতে চাও আমার ‘পোষা’ ছাত্র আছে তাহলে উঠে দাঁড়িয়ে কথা বলো। তার এই কথার উত্তরে শুধু নীরবতা ছাড়া আর কিছু শোনা গেল না। দিনের শেষে জ্যাক জিজ্ঞেস করেছিল, কে তাকে স্যারের পোষা বলে আখ্যা দিয়েছিল। এরকম অপমান নীরবে মেনে নেওয়া মানে সম্মানের হানি করা।

আমি বলেছিলাম, মুনোজ নামের একটা শ্বেতাঙ্গ থলথলে চেহারার বিরস মুখের ছেলে উত্তর দিল। সে অবশ্য সব সময় সবার সামনে নিজেকে জাহির করার মতো ছেলে নয়। তবু সব সময় জ্যাকের প্রতি বিদ্বেষ পোষণ করত।

জ্যাক বলল, ঠিক আছে। তাহলে তোর মা একজন বেশ্যা। কাউকে অপমান করার মতো বহুল প্রচলিত মন্তব্যের অন্যতম ছিল তার মা সম্পর্কে কিংবা মৃত কোনো আত্মীয় সম্পর্কে এরকম মন্তব্য। স্মরণাতীত কাল থেকে ভূমধ্যসাগরের তীরবর্তী এলাকায় প্রচলিত এরকম কটু মন্তব্য বিবাদী দুপক্ষের মধ্যে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সূচনা করে দিতে পারে। তবু মুনোজ যেন কিছুটা দ্বিধায় পড়ে রইল। কিন্তু প্রচলিত নিয়ম তো অন্য কিছুর সঙ্গে আপোষ করবে না। অন্যরা তার হয়ে কথা বলতে লাগল, ঠিক আছে, দেখা হবে সবুজ মাঠে। সবুজ মাঠ মানে একটা পড়ো জায়গা। তাদের স্কুল থেকে খুব দূরে নয়। ফেলে দেওয়া লোহার বলয়, টিনের কেনেস্তারা, মরচেপড়া পিপা বোঝাই এবং মামড়ি-পড়া রুগ্ন ঘাস গজানো একটা জায়গা। এখানেই ডোনাদগুলো সংঘটিত হতো। ডোনাদ মানে দ্বন্দ্বযুদ্ধ। এখানে তরবারির জায়গায় থাকে শুধু যোদ্ধার মুষ্টি। তবে তরবারি যুদ্ধের সঙ্গে অন্য সব দিক থেকে মিল আছে এই যুদ্ধের, বিশেষ করে যোদ্ধাদের আত্মিক অবস্থার দিকে থেকে। দুজনের একজনের হয়তো সম্মানে আঘাত লেগেছে। আর সেই আঘাতের ফলে সৃষ্ট ঝগড়ার মীমাংসা করার এটা একটা পদ্ধতি।

এরকম ঝগড়ার অবশ্য অনেক কারণ থাকতে পারে: হয়তো কেউ বাবা মা কিংবা মৃত কোনো আত্মীয়কে তুলে গালি দিয়েছে, জাতি তুলে কথা বলেছে, সরাসরি না হলেও অন্যের মাধ্যমে কারো দ্বারা এরকম কোনো কটুক্তির কথা শুনেছে, কোনো জিনিস চুরি গেছে, কিংবা চুরির অপবাদ দেওয়া হয়েছে, কিংবা আরও কত কী হতে পারে, বিশেষ করে অল্প বয়সীদের সমাজে যেসব হয়ে থাকে আর কী। যখন কারো দ্বারা সরাসরি কেউ অপমানিত হয় কিংবা অন্যের মুখে শুনে থাকে তৃতীয় কোনোজন তাকে এরকম অপমানের কথা বলেছে তখন সেটার একটা হেস্তনেস্ত হতেই হবে। আর মীমাংসার প্রচলিত চ্যালেঞ্জটা হলো, বিকেল চারটেয় সবুজ মাঠে। চ্যালেঞ্জ একবার ঘোষণা হয়ে গেলে মুখে মুখে ছড়ানো উসকানিমূলক কথাবার্তা আপাতত বন্ধ থাকে এবং সব ধরণের চাপা কানাঘুষাও থেমে যায়। প্রতিদ্বন্দ্বী দুজন একজন আরেকজনের থেকে দূরে দূরে থাকে এবং তাদের চারপাশে নিজ নিজ বন্ধু-সহচররা ঘুর ঘুর করতে থাকে।

পরবর্তীতে যেসব ক্লাস হয় সেখানে এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে প্রতিদ্বন্দ্বী দুজনের নাম দ্রুত ছড়াতে থাকে। অন্যরা তাদের দিকে আড় চোখে তাকাতে থাকে। তাদের কারণে পৌরুষ জাহির করার জন্য যে চাপা দৃঢ়তা প্রদর্শনের দরকার সেটা নষ্ট হয়ে যায়। তাদের এরকম মুখোমুখি হওয়ার মধ্যে আরেকটা লক্ষণীয় বিষয় হলো প্রতিপক্ষকে মোকাবেলার সময় যতই এগিয়ে আসে তাদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তিও নিজের কাজকর্মে মাঝে মাঝে বেখেয়াল হয়ে যায়। কারণ তখন তো তাকে সংঘর্ষের মুখোমুখি হতে হবে। তবে প্রতিপক্ষ শিবিরের কাউকে এমন সুযোগ দেওয়া যাবে না যাতে তারা তাচ্ছিল্যের ভাব দেখাতে পারে, কিংবা প্রতিদ্বন্দ্বী ব্যক্তি ঘোষিত সময়কে অসম্মান করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে। নইলে তারা ওকে ‘শালা কাপুরুষ’ বলে গালি দিতেও ছাড়বে না।

মুনোজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জ্যাক তার পৌরুষ জাহির করেছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে সে-ও শঙ্কিত বোধ করেছে। আগেও যখন এরকম সংঘর্ষপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়েছে তখনও শঙ্কিত বোধ করেছে। তবে সময় মতো আবার একাই পরিস্থিতি সামাল দিতে পেরেছে। কিন্তু সিদ্ধান্ত যা নেওয়ার সে নিয়ে ফেলেছে, এখন আর ফেরার প্রশ্নই ওঠে না। সে জানে, এরকম পরিস্থিতির বাস্তবতা; সত্যি সত্যি যখন যুদ্ধে অংশগ্রহণ করবে তখন আগেকার সব আশঙ্কা তার নিজের হিংস্রতার বাতাসেই উড়ে যাবে। আগেও সে দেখেছে, এই হিংস্রতাই তাকে জিতিয়ে দিয়েছে। তবে নিজের এরকম হিংস্রতার কারণেই মনের ভেতর খচখচ করেছে।

সেদিন বিকেলে মুনোজের সঙ্গে দ্বন্দ্বের সবকিছু প্রথা অনুযায়ীই ঘটল। যোদ্ধারা দুজনই তাদের সহযোগীদের সঙ্গে করে মাঠে হাজির হলো। তাদের দুজনের ব্যাগও তাদের সহযোগীরা নিয়ে এল। তাদের পিছে পিছে এসে হাজির হলো উৎসাহী দর্শকদের দল। যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের ঘিরে তারা সবাই গোল হয়ে দাঁড়াল। যোদ্ধারা তাদের হাফ প্যান্ট এবং প্রাবার খুলে তাদের সহযোগীদের হাতে দিল। জ্যাকের উত্তুঙ্গ ভাব তার অনুকূলে কাজে দিল: প্রথমেই সে আঘাত হানল এবং আঘাতে মুনোজ পিছু হটতে বাধ্য হলো।

মুনোজ কিছুটা দ্বিধান্বিত হয়ে জ্যাকের আঘাতটা ঠেকিয়ে দিয়ে তার চোয়াল বরাবর একটা ঘুষি মারল। তাতে জ্যাকের ভেতরের অন্ধ ক্রোধ আরো বেড়ে গেল এবং চারপাশের চিৎকার, হাসি আর দর্শকদের ভীড়ের ভেতর থেকে আসা অনুপ্রেরণায় তার ভেতরের শক্তি যেন ফুঁসে উঠল। সর্বশক্তি দিয়ে মুনোজের ওপরে ঝাঁপিয়ে পড়ে ঘুষির বৃষ্টি নামাতে লাগল সে। বিমূঢ় মুনোজের ওপরে জ্যাক কনুইয়ের একটা ভয়ঙ্কর রকমের আঘাত হানল। তারপর একটা দশাসই ঘুষি বসিয়ে দিল তার হতভাগা প্রতিপক্ষের ডান চোখের ওপরে। পুরোপুরি ভারসাম্যহীন অবস্থায় মুনোজ মাটির ওপরে পাছা ঠেকিয়ে পড়ে গেল। তার এক চোখ বেয়ে অশ্রু গড়াতে শুরু করল। আরেক চোখ সঙ্গে সঙ্গে ফুলে উঠল। জ্যাক এরকম একটা ঘুষি চালাতেই চেয়েছিল। কেননা মুনোজের ফোলা চোখ সামনের বেশ কয়েক দিন জ্যাকের বিজয়ের প্রমাণ বয়ে বেড়াবে। তার চোখের হাল দেখে দর্শকেরা গলা ফাটিয়ে একটা উল্লাসের চিৎকার ছুড়ে দিল। মুনোজ সহজে আর উঠে দাঁড়াতে পরল না। এই ফাঁকে জ্যাকের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু পিয়েরে মুষ্টিযুদ্ধের বৃত্তের ভেতর ঢুকে পড়ে কর্তৃত্বপূর্ণ কণ্ঠে জ্যাককে বিজয়ী ঘোষণা করে দিল। তারপর জ্যাককে জ্যাকেট পরতে এবং প্রাবার কাঁধে রাখতে হাত লাগাল। দেরি না করে পিয়েরে মাঠ ছেড়ে যেতে থাকলে একদল সমর্থক তাদের পিছে পিছে যেতে থাকল। ততক্ষণে মুনোজ উঠে দাঁড়াচ্ছে। তার চারপাশে অল্প কয়েকজন সমর্থক মাত্র; সবার মুখ বিষ্ন্ন। এত বড় বিজয় এত তাড়াতাড়ি আসবে জ্যাক কল্পনাও করতে পারেনি।

বিজয়ের দ্রুততায় তার মাথা যেন এলোমেলো হয়ে গেছে। চারপাশে বন্ধুদের অভিনন্দন এবং যুদ্ধের আলঙ্কারিক বর্ণনা তার কানে খুব একটা ঢোকে না। সে আনন্দিত হতে চেয়েছিল এবং হয়েছে। মনের কোন কোণায় যেন অহংকারের আকাক্সক্ষা যেন পূর্ণ হয়ে গেছে। তবু মাঠ ছাড়ার সময় পিছে ফিরে তাকিয়ে তার নিজের হাতে পরাজিত মুনোজের অন্ধকার মুখটা তার মনটাকে কেমন যেন মিইয়ে দেয়। তখন তার মনে হয়, যুদ্ধ জিনিসটা আসলে ভালো কিছু নয়: কাউকে পরাস্ত করার মধ্যে নিজে পরাস্ত হওয়ার কষ্টটাই থাকে।

চলবে...

এসএ/

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৮

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৭

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৬

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৫

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৪

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২৩

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২২

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২১

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২০

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৯

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৮

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৭

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৬

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৫

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৪

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১৩

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১২

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১১

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১০

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৯

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৮

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৭

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৬

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৫

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৪

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ৩

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ২

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১

Header Ad
Header Ad

লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯

লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপি সমর্থকের বসতবাড়ি। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর মান্দায় ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থকদের হামলা ও বাড়ি লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এক বিএনপি সমর্থকের বসতবাড়ি। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম আতাউর রহমান (৬০)। তিনি বিলউথরাইল গ্রামের মৃত ফজের আলীর ছেলে এবং ইউনিয়ন বিএনপির সমর্থক। বিবাদমান একটি জমি নিয়ে বিলউথরাইল পশ্চিমপাড়া গ্রামের আওয়ামী সমর্থকদের সঙ্গে ভুক্তভোগী আতাউর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সংবাদ পেয়ে ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাঁদেরকে নওগাঁ কারাগারে পাঠিয়েছে মান্দা থানা পুলিশ।

সংবাদ পেয়ে সেখানে ছুটে যান কেন্দ্রীয় ও উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দরা।

লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপি সমর্থকের বসতবাড়ি। ছবি: ঢাকাপ্রকাশ

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বিলউথরাইল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা তুহিন আলী (৪০), বুলবুল আহমেদ সুমন (৩২), মাইনুল ইসলাম (৪০), মারুফ হোসেন (১৯), পিয়াস আহমেদ (১৯), ফিরোজ হোসেন (২৬), আবু সাইদ মন্ডল (৪৫), বিদ্যুৎ হোসেন গাইন (৩৬) ও এমাজ উদ্দিন মন্ডল (৫৫)।

ভুক্তভোগী আতাউর রহমান বলেন, ‘আমার কবলাকৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছেন বিলউথরাইল পশ্চিমপাড়ার আওয়ামীলীগ সমর্থিত লোকজন। আদালতের রায়ের পরও ওই সম্পত্তিতে যেতে পারছি না। বিষয়টি নিষ্পত্তির জন্য একাধিকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে পুলিশ। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পশ্চিমপাড়ার আওয়ামীলীগ সমর্থকের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে হামলা করে। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট চালিয়ে আমাদের সপরিবারে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের দেওয়া আগুনে পুরো বাড়ির টিনের ছাউনি, দুটি মোটরসাইকেল, জমির দলিলসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সহায়তা আমরা কোনোভাবে প্রাণে বেঁচে যাই।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আতাউর রহমানের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনায় আতাউর রহমান বাদি হয়ে ২৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই যৌথ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদেরকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে এই বৈঠক শুরু হয়, যা উভয় নেতা মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এটি ছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা। এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের এক নৈশভোজে দুই নেতার কুশলাদি বিনিময় হয়। নৈশভোজে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।

এই নৈশভোজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেগুলোর অধিকাংশই পেছন থেকে তোলা হয়েছে।

এছাড়া, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে ওই নৈশভোজের কিছু ছবি পোস্ট করেছেন, যার ক্যাপশনে উল্লেখ করেন, “ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে।”

ড. ইউনূস বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন, যেখানে তিনি বিমসটেক সম্মেলনে যোগ দিয়েছেন। ২ এপ্রিল শুরু হওয়া এই সম্মেলন ৪ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

Header Ad
Header Ad

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবারের ঐতিহাসিক এই রায়ের মাধ্যমে ইউনের প্রেসিডেন্সি বাতিল করা হয়, যার ফলে দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এই সময় পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

আন্তর্বর্তীকালীন প্রধান বিচারপতি মুন হিউং-বে আদালতের রায়ে বলেন, প্রেসিডেন্ট ইউন সুক-ইওল তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং তার পদক্ষেপ ছিল গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি। তিনি আরও বলেন, ইউন জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন এবং সামরিক আইন জারি করে দেশের শান্তিশৃঙ্খলা ভঙ্গ করেছেন।

এই রায়ের পক্ষে আটজন বিচারপতি একমত হয়েছেন বলে জানানো হয়। আদালতের রায় ঘোষণার পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দে উল্লাস প্রকাশ করেন এবং "আমরা জিতেছি!" স্লোগান দিতে থাকেন, যা দক্ষিণ কোরিয়ার কয়েক মাস ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটানোর সংকেত।

এছাড়া, ৬৪ বছর বয়সী ইউন সুক-ইওল এখনও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফৌজদারি বিচারের সম্মুখীন হচ্ছেন। জানুয়ারিতে তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন, তবে পরে মার্চে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে তাকে মুক্তি দেয়।

এ সংকট শুরু হয়েছিল ৩ ডিসেম্বর, যখন ইউন সুক-ইওল সামরিক আইন জারি করেছিলেন, কিন্তু মাত্র ছয় ঘণ্টার মধ্যে সংসদ সদস্যরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে পার্লামেন্টে প্রবেশ করে এবং আইনটি নাকচ করে দেয়। পরবর্তীতে ইউন এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন এবং দাবি করেন, তার কখনও জরুরি সামরিক শাসন জারি করার ইচ্ছা ছিল না।

প্রতিবাদ চলতে থাকলেও আদালতের রায়ের ফলে দেশের রাজনৈতিক অস্থিরতার ওপর একটি প্রভাব পড়বে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা
অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান
শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা
পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছালেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের দাবি জয়শঙ্করের
ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ঘোষণার পরপরই স্বর্ণের দাম বৃদ্ধি