আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না: আদালতে তুরিন আফরোজ

ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ দাবি করেছেন, তিনি কখনোই ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলেন না। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শুনানির সময় তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা আদালতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের সামনে এই শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ড শুনানি চলাকালে তুরিন আফরোজকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এই শুনানিতে তুরিন আফরোজ বলেন, "আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না। আমি ছয় বছর চাকরি থেকে বঞ্চিত ছিলাম। তবে আমি আইনের সঙ্গে সহযোগিতা করব এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছি।"
এ সময় তিনি আরও বলেন, "৪ আগস্ট আমার টিউমার অপারেশন হয়েছিল এবং আমি এ ব্যাপারে ডাক্তারি রিপোর্ট প্রদান করতে পারব। আমি গত চার বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি।"
তুরিন আফরোজের পক্ষে কোনো আইনজীবী না থাকায়, তিনি নিজেই শুনানি করেন এবং বলেন, "আমি যদি ১০ দিন নয়, ২০ দিন রিমান্ডে থাকি, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব।"
শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, সোমবার রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এই মামলায়, ২০১৫ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের শেষ দিনে ৫ আগস্ট, আ. জব্বার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন, এবং পরবর্তীতে ২৭ মার্চ তিনি তুরিন আফরোজসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তুরিন আফরোজকে এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
