কৃত্রিম হার্ট প্রতিস্থাপনে খরচ হবে সোয়া কোটি টাকা
বাংলাদেশে কৃত্রিম হার্ট প্রতিস্থাপনে সোয়া কোটি টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন প্রখ্যাত সার্জন ডা. জাহাঙ্গীর কবির।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে দেশের প্রথম মেকানিক্যাল কৃত্রিম হার্ট প্রতিস্থাপনের বিষয়ে বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
ডা. জাহাঙ্গীর বলেন, ‘কৃত্রিম হার্টটির দাম এক কোটি টাকা। এটি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে। হাসপাতালে ভর্তি ও অপরেশনের সময় অনেক খরচ রয়েছে। সব কিছু মিলিয়ে প্রায় সোয়া কোটি টাকার মতো ব্যয় হতে পারে।
১৪ বছরের প্রচেষ্টায় কৃত্রিম হার্ট প্রতিস্থাপন সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে ডা. জাহাঙ্গীর বলেন, আমরা সফল হয়েছি। আমরা সর্বাধুনিক প্রক্রিয়া ও মেশিনের মাধ্যমে মেকানিক্যাল কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করেছি। প্রখ্যাত এই হার্ট সার্জন বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমাদের এই সাফল্যের পেছনে দীর্ঘদিনের প্রচেষ্টা, প্র্যাকটিস ছিল। আমরা গতকাল সফলভাবে ৪২ বছর বয়সী একজন নারীর দেহে মেকানিক্যাল কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করেছি। তিনি দীর্ঘদিন তীব্র হার্ট ফেইলিওরে ভুগছিলেন। তিনি সিঙ্গাপুর, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা গ্রহণ করেছেন। দীর্ঘ চিকিৎসার পরও তার হৃদপিণ্ড বা হার্ট প্রায় অকার্যকর হয়ে পড়ছিলো। এ অবস্থায় তার হার্টে এলভ্যাড (Left Ventricular Assist Device-LVAD) স্থাপন করা হয়েছে।
'অস্ত্রোপচারের কারণ ব্যাখ্যা করে এই সার্জন বলেন, হার্ট ফেইলিউরের একমাত্র চিকিৎসা আরেকটি সুস্থ হার্ট দিয়ে প্রায় অকার্যকর হার্টটি প্রতিস্থাপন। তবে যদি সুস্থ হার্ট না পাওয়া যায় কিংবা পেতে দেরি হচ্ছে এবং হার্টের অবস্থা যদি দ্রুত অবনতি ঘটতে থাকে তবে মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট বা (LVAD) এল্ভ্যাড স্থাপন করা হয়। এতে রোগীর হার্ট কিছুটা বিশ্রাম পায় এবং সমস্ত শরীরের রক্ত চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে আসে। ফলে শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, লিভার ইত্যাদি সেরে ওঠার সুযোগ পায়। তীব্র হার্ট ফেইলিওরে আক্রান্ত কিছু রোগী হার্ট ট্রান্সপ্লান্ট এর উপযুক্ত না হলে তাদের জন্য একমাত্র বিকল্প LVAD (এল্ভ্যাড), যা স্থাপনের মাধ্যমে বাকি জীবন সুস্থভাবে অতিবাহিত করতে পারেন। এই রোগীর ক্ষেত্রেও তাই করা হয়েছে।'রোগীর বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরে ডা. জাহাঙ্গীর বলেন, 'সকাল নয়টায় অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু হয়। সাড়ে ১১টা থেকে কার্যক্রম শুরু করি। আমরা লক্ষ সহকর্মীদের সহযোগিতায় প্রায় চার ঘণ্টা প্রচেষ্টায় আমরা সফল হই। সাড়ে চারটায় রোগীকে অপরেশন থিয়েটার থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। এখন পর্যন্ত তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। এখন রোগী ইনশাআল্লাহ অনেক ভালো থাকবে। হার্টের পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় রোগী এখন আর্টিফিশিয়াল পাম্পের মাধ্যমে সুস্থ অবস্থায় ১০-১৫ বছর বেচে থাকবেন। পরবর্তীতে যদি উনার আবার সমস্যা হয় তখন তিনি হার্ট ট্রান্সপ্লান্ট করতে পারবেন।'
বুধবার (২মার্চ) দেশে প্রথমবারের মতো সফলভাবে মানুষের দেহে কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করা হয়েছে। ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী এক নারীর দেহে সফল ভাবে হার্ট প্রতিস্থাপন করেন প্রখ্যাত হার্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির। এর মাধ্যমে দেশে মেকানিক্যাল কৃত্রিম হার্ট প্রতিস্থাপন স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।
দেশে হার্ট ফেইলিউরে আক্রান্ত রোগীদের চিকিৎসার নতুন দ্বার খুলেছে বলে উল্লেখ করে অস্ত্রোপচারে অংশগ্রহণ করা চিকিৎসকরা। এটি ব্যয়বহুল জানিয়ে ডা. জাহাঙ্গীর বলেন, 'আমাদের সদিচ্ছা আছে এবং সরকারসহ সকলের সহযোগিতায় খরচ জনগণের আওতায়ই আসবে বলে আমাদের বিশ্বাস।'
এএইচ/এএস