শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিশ্বসেরা ছাত্র

হাল্ট প্রাইজে জয় লাভ করেছেন। এটি ছাত্র, ছাত্রীদের নোবেল। জয় করেছেন জুনিয়র নোবেল দি গ্লোবাল আন্ডারগ্রাজুয়েট অ্যাওয়াড। বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি সম্মাননা দেওয়া হয়েছে তাকে। ভারতের অত্যন্ত মেধাবী ছাত্র শিভাং সিংয়ের গল্প

গেল বছর হাল্ট প্রাইজের আঞ্চলিক পবগুলোতে জয়ী হয়েছেন ‘শিভাং সিং’। বিশ্বসেরা এই পুরস্কার বিজয়ী পড়তেন বিবিএতে। তার বিষয় আইবিজিএম বা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড গ্লোবাল ম্যানেজমেন্ট। তিনি হংকং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পুরস্কারটি লাভের সময় ফাইনাল ইয়ার বা চূড়ান্ত বর্ষে পড়েন। তার দলটির নাম ‘এডিলারি’। ইংরেজিতে পুরো মানে ই-ডেলিভারি। ম্যানিলার তারা ইমপ্র্যাক্ট বা প্রভাব বিস্তারের সামিটটিতে জয়লাভ করেছেন। তাদের এই হাল্ট প্রাইজকে গর্বভরে আয়োজক ও অংশগ্রহণকারীরা বলেন, ‘ছাত্র, ছাত্রীদের জন্য নোবেল পুরস্কার’। এটি বিশ্বের সবচেয়ে বড় ও সেরা সামাজিক উদ্যোক্তা ভাবনা তৈরির প্রতিযোগিতা। আয়োজন করে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল ও জাতিসংঘ ফাউন্ডেশন। দি হাল্ট বিজনেস স্কুল একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। তাদের নানা দেশে ক্যাম্পাস আছে। দেশগুলো হলো ব্রিটেনের কেমব্রিজ, লন্ডন, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, নিউ ইয়ক শহর, চীনের সাংহাই ও আরব আমিরাতের দুবাই। গেল বছরের সামাজিক ব্যবসা ধারণাটির আইডিয়াগুলো জমা দিতে হয়েছে, ‘মানুষের ভালোর জন্য খাদ্য-খাবারকে একটি বাহনে রূপান্তর করতে হবে পরিবর্তনের মাধ্যমে।’ এই আইডিয়াতে ছাত্র, ছাত্রীদের দলগুলোকে একটি করে জরুরী সামাজিক সমস্যার সমাধান করতে অনুরোধ করা হয়েছে। তাদের বিস্তারিত ধারণাগুলো সামাজিক বিনিয়োগ হতে হবে, সেটি টেকসই ও পরিমাপযোগ্য হতে হবে। তার মানে তাদের আইডিয়াগুলোকে সামাজিক বিভিন্ন খাদ্য সমস্যার সমাধানে টেকসই হতে হবে। সেগুলো কেমনভাবে পরিমাপ করা যাবে ও পরিবর্তন আনবে সেগুলো জানা সম্ভব হবে। আয়োজকরা আরো বলে দিয়েছেন, সেগুলোর প্রতিটি ১ কোটি মানুষের মধ্যে ২০৩০ সালে ধীরে, ধীরে পৌঁছে যাবে। তাদের সমাজগুলোতে পৌঁছাবে, রোজগার বাড়াবে, ক্ষুধার্তদের খাবার প্রদান করবে ও রোজগারের ব্যবস্থা করতে পারবে। বিরাট প্রতিযোগিতাতে বিজয়ী এডেলারি এমন একটি আইডিয়া নিয়ে এলো, যেটি উচ্চাকাংখী পরিকল্পনা ছিল। সেটি জলবায়ুর পরিতনের সঙ্গে যুদ্ধ করা মানুষগুলোর মধ্যে টেকসই উন্নয়ন প্রভাব বিস্তার করতে পারে, অপুষ্টির শিকার মানুষগুলোকে পুষ্টিকর খাবার প্রদান করে ও লিঙ্গঅসমতা দূর করে। তারা খাবারের কাটা চামচগুলোকে বাহন হিসেবে ভেবেছেন, সমাজগুলোকে সাহায্য করতে তাদের জীবিকার ব্যবস্থা করেছেন, বিশ্বখাদ্য ও পানীয় শিল্প থেকে প্লাস্টিকের ব্যবহার নির্মূল করার পরিকল্পনা জমা দিয়েছেন। নিয়মিত খাদ্য তালিকা তৈরি করে গ্রহণের মাধ্যমে পুষ্টিকর খাবার প্রদানের ব্যবস্থা করেছেন। বিজয়ী দল হিসেবে তাদের হাল্ট প্রাইজের বাষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। জাঁকজমকের আয়োজনটি হয়েছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে গেল বছরের সেপ্টেম্বরে। পরিকল্পনা ও নিজেদের উদ্যোগী করতে বিজয়ী দল হিসেবে তারা ব্রিটেনে প্রশিক্ষণ লাভ করেছেন। এরপর পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগের সুযোগগুলো প্রদান করা হয়েছে। তারা ‘হাল্ট প্রাইজ লেকচার’ প্রদান করেছেন। আমাদের টাকায় ৮ কোটি ৬২ লাখ টাকা পেয়েছেন পরিকল্পনা বাস্তবায়নে। শিভাং সিং এছাড়াও লাভ করেছেন ‘দি গ্লোবাল আন্ডারস্টান্ডিং অ্যাওয়ার্ডস’। পুরস্কারটি লাভ করেছেন তিনি, ‘মোটর সাইকেল যাত্রী পরিবহনকারী কম্পানিগুলোর ব্যবসা নৈতিকগুলো অনুসন্ধান’র জন্য। পুরস্কারটি প্রদান করা হয়েছে মোট ২৫টি বিভাগের সেরা হিসেবে। প্রতিযোগিতায় অংশ নেবার শত হলো-সেই ছাত্র বা ছাত্রীটি সে বছর অনার্স পাশ করতে হবে। শিভাংয়ের পরিকল্পনাটি ব্যবসায়িক খাতের পুরস্কার জয় করেছে। তার গবেষণা তুলে ধরেছে একের পর এক দলগুলোর উন্নয়নের মাধ্যমে তাদের পরিবতন ঘটানো হবে। নৈতিকতার মানদন্ডে মোটর সাইকেলে যাত্রী পরিবহন করা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসার কথা বলেছেন তিনি। পুরস্কারটি লাভ করে শিভাং জানিয়েছেন, ‘আমি আমার জ্ঞানকে ব্যবসা নৈতিকতার ক্ষেত্রে বাড়ানোর জন্য গভীরভাবে ডেভিড বিশপের কাছে কৃতজ্ঞ। এছাড়াও আমাকে শিখিয়েছেন বহুজাতিক অনুশাসন ও তাদের সামাজিক দায়দায়িত্বগুলো। আরেকবার পর্যালোচনা করে এই ব্যবসাপত্রটিকে আমি একটি গবেষণা জার্নালে প্রকাশ করবো।’ ‘জুনিয়র নোবেল প্রাইজ’ নামে পরিচিত এই দি গ্লোবাল আন্ডারগ্রাজুয়েট অ্যাওয়ার্ডগুলো আয়ারল্যান্ডের সাবেক রাষ্ট্রপতি মাইকেল ডি. হেগেন্স’র পক্ষে একটি অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়। এটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দেওয়া বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার। অ্যাকাডেমিক পুরস্কারগুলো বিশ্বের সেরা অনার্স পযায়ের কাজ। লাভ করে তারা তাদের কাজ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে জানাতে পেরেছেন। নানা বিভাগের সেরা ছাত্র, ছাত্রীদের কাছে পৌঁছেছেন।
শিভাং সিং পড়ালেখা করেছেন যে ‘দি ইউনিভাসিটি অব হংকং’ (এইচকেইউ)-এ, সেখানে তিনি লাভ করেছেন ‘রাষ্ট্রপতি সম্মাননা’। সম্প্রতি আন্তর্জাতিক ব্যবসা ও বৈশ্বিক ব্যবস্থাপনা বিভাগ থেকে তার অনার্স ডিগ্রি লাভ করেছেন। বলেছেন, তার বিশ্ববিদ্যালয় ছিল উপকারী, মনের মতো ও স্মৃতিময়। তার ভাষায়, ‘আমাদের এইচকেইউ প্রতিধ্বনিময় উন্নয়নের সুযোগগুলো ছাত্র, ছাত্রীদের মধ্যে তৈরি করে। তাদের শিল্পময়ভাবে বেড়ে ওঠার জন্য সম্পদরাজিগুলো প্রদান করে এমনকি স্বপ্নগুলো পূরণের জন্য আর্থিক সাহায্য প্রদান করে। অ্যাকাডেমিক ও সহশিক্ষাক্রমিক কাযক্রমগুলোর মধ্যে সমতা আছে। উন্নত পেশাজীবনের দিকে তারা আমাদের ধাবিত করেন। সারাবিশ্বে কর্মসুযোগ থাকায় আমি এখানে পড়তে আগ্রহী হয়েছি। চারটি বছর এই বিশ্ববিদ্যালয়ে কাটানোর পর আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এখানে পড়তে ভর্তি হওয়াই আমার জীবনে নেওয়া সবচেয়ে সেরা সিদ্ধান্ত। লেখাপড়া শেষ হলো। এর মধ্যে অনার্স ফাইনাল ইয়ারে অষ্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাসহায়তা কাযক্রমের মাধ্যমে ভর্তি হয়েছি ২০২০ সালের ফেব্রুয়ারিতে। অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন নিয়ে পড়ালেখা করেছি। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বন্ধু তৈরি করেছি ও কয়েকটি নতুন জায়গায় ঘুরেছি। যখন ইউরোপে যাওয়ার জন্য তৈরি হলাম, পরিকল্পনায় বাঁধ সাধল কভিড-১৯ মহামারি রোগ। তারপরও এই শিক্ষাবিনিময় কার্যক্রমই আমার বিশ্ববিদ্যালয় জীবনের সেরা অংশ।’
শিভাং তাদের আইবিজিএম (ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড গ্লোবাল ম্যানেজমেন্ট) বিভাগের আন্তর্জাতিক ফিল্ড ট্রিপে স্পেন গিয়েছেন। সেখানেও তার খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে। বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক ব্যবসায় সেখানকার খামারগুলো পরিদশন করে হাতে-কলমে শিখেছি। ব্যবস্থাপকরা আমাদের প্রেজেন্টেশন করে আরো অনেক কিছু জানিয়েছেন। তাদের উপকারভোগীদের বাড়িগুলোতে গিয়ে ভাবনা, জানা, বিশ্লেষণ ও অবদান রাখার সুযোগ হয়েছে। তার বাদেও প্রামাণ্যচিত্র, কুইজ, রচনা লেখার আয়োজনগুলোর মাধ্যমে আমাদের মধ্যে জ্ঞানের মিশ্রণ হয়েছে। আমাদের কোর্সের কাজও করতে হয়েছে। ফলে শিক্ষা কেবল তৃণমূলে হয়নি, হাতে-কলমে শেখার দিকে আমাদের মনোযোগ নিয়ে যাওয়া হয়েছে।’
এখন তিনি অবদান রাখা যাবে ও ভালো পরিবর্তন ঘটবে এমন কাজের দিকে যেতে সংকল্পবদ্ধ। বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে বিনিয়োগ ব্যাংকগুলোর একটিতে চাকরির প্রস্তাব ছিল। তবে জন্মভূমি ভারতে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে সরকারী চাকরি করব ও মূলধারার রাজনীতিতে যোগ দেব। দি হংকং বিশ্ববিদ্যালয়ে যে সুযোগগুলো লাভ করেছি, আমার কাজের মাধ্যমে দেশের প্রতিটি শিশু যেন তেমন লাভ করতে পারে, সেজন্য কাজ করব। তাদের পরিবার, অবস্থার দিকে তাকাব না। অসমতাগুলোর বিপক্ষে লড়ব। বৈষম্যগুলোও দূর করার আশা আছে কাজের মাধ্যমে নিজের দেশে ও বিশ্বে।’

Header Ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

Header Ad

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশের জনগণের দুর্ভোগের মধ্যে উপদেষ্টাদের অযাচিত কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই।

তিনি বলেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উসকানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত ১৫ বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কারাগারের সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন। সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে।

এ সময় আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরণপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Header Ad

ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ

ছবি: সংগৃহীত

ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ জানিয়েছেন, ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করে দিবে, তা ভারতের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে সরকারের কোনো বক্তব্য দেয়ার কিছু নেই।

শুক্রবার (২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দানকৃত জমিতে গড়ে তোলা হবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজে অবস্থার কারণে বিভিন্নভাবে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করেছে। ওয়ামী তাদের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান,ওয়ামী সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু, ওয়ামী কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার দিল আফরোজ।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, ১টি ক্যাডেট মাদ্রাসা, ১টি নুরানী ও হিফজ মাদরাসা, ১টি লাইব্রেরি হল, ১টি হলরুম ও কনফারেন্স রুম, তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিং জন্য একটি আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল। এ ছাড়াও কমপ্লেক্স এর অবশিষ্ট পরিকল্পনার মধ্যে একটি হাসপাতাল, স্কুল, ভোকেশনাল সেন্টার, প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি ও প্লে গ্রাউন্ড নির্মাণের বিষয় তিনি উল্লেখ করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ