ইন্টারন্যাশনাল আইকন হলেন কাজী তাইফ সাদাত
বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘বাংলাদেশ ইউনিভার্সিটি’। এই বিশ্ববিদ্যালয়ের নামটি খুব সুন্দর। আছে ঢাকার মোহাম্মদপুর ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়টির পরিচালক প্রকৌশলী কাজী তাইফ সাদাত। তিনি একজন অনন্য মানুষ, শিক্ষানুরাগী ও উদ্যোক্তা। ‘স্মাইল ইন্টারন্যাশনাল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা। নিজে পরিচালনা করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ)’র পরিচালক, ‘জাহান ইন্টারন্যাশনাল স্কুল’টিও পরিচালনা করেন তিনি। বাংলাদেশ ইউনিভাসিটিতে অনেক কাজ আছে তার। ‘ইনোভেশন ল্যাবরেটরি’, ‘স্টার্ট আপ', ‘এন্টারপ্রেনিউরশিপ প্রগ্রাম’ চালু করেছেন তরুণ এই উদ্যোক্তা। কেন? উত্তরে বলেছেন প্রকৌশলী কাজী তাইফ সাদাত, ‘লেখাপড়ায় ভালো হলেই হবে না, উদ্যোক্তাও হতে হবে। কর্মসংস্থান থাকতে হবে।’ আরো বলেছেন তিনি, ‘আমি একটি আত্মনির্ভরশীল প্রজন্ম তৈরি করতে শিক্ষা বিনিয়োগে কাজ করছি।’ এত পরিশ্রম ও নানা ধরণের খুব ভালো, উন্নত কাজের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ ইউনিভাসিটির এই উদ্যোক্তা পরিচালক। ২৭ ফেব্রুয়ারি শনিবার, ২০২২ সালের দিনটি ছিল তার ও বিশ্ববিদ্যালয় এবং অন্যসব প্রতিষ্ঠানের জন্য খুবই খুশির দিন। ভারতের আইআইএ শিক্ষাখাতে তরুণ উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের এই কৃতি নাগরিককে প্রদান করেছে ‘ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়াড ২০২২’। পুরস্কারটি লাভ করে খুব খুশি হয়েছেন তিনি। আরো অনেক কাজ করার প্রেরণা পেলেন বলে জানালেন।
ওএস।