বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘দি লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড’

কীভাবে তার জীবনের ছবিটি এগিয়েছে? লতা মঙ্গেশকরের বছরওয়ারি উল্লেখযোগ্য

১৯২৯ থেকে ২০২২ : সারাজীবন ধরে সংগ্রামটি করে গিয়েছেন লতা মঙ্গেশকর। একটি মহৎ জীবনের খোঁজে, একটি ভালো ক্যারিয়ার গড়ে তোলার আশায়, কাজ করে গিয়েছেন। সেটি করেছেন তিনি হাসপাতালে জীবনপ্রদীপ বাঁচানোর যুদ্ধেও। নিজেকে একজন যোদ্ধা হিসেবে প্রমাণ করেছেন ভারতের এই সুরসম্রাজ্ঞী। গতকাল রবিবার বিরাট দেশ ভারতের গণমাধ্যমগুলোর প্রতিটির সংবাদ শিরোনাম হলেন-‘লতাজী’। কী তার জীবনের বছরওয়ারি উল্লেখযোগ্য?

২৮ সেপ্টেম্বর, ১৯২৯ : ভারত ‘কুইন অব মেলোডি’ বা সুমিষ্ট কণ্ঠ স্বরগুলোর রাণীকে পাওয়ার আর্শীবাদে ধন্য হলো। তিনি মাটির পৃথিবীতে এলেন।

১৯৩৫ : বাবা মাঙ্গেশি নামের ভারতের পশ্চিমের প্রদেশ গোয়ার জন্মশহরের নামটি নিজের নামের সঙ্গে গ্রহণ করেছিলেন; ফলে হয়েছেন দীননাথ মঙ্গেশকর। তিনিই তাকে মোটে ছয় বছর বয়সে গানের প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন। তারও একটি বছর আগে লতা মারাঠি গীতনাট্যগুলোতে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন।

১৯৪১ : মোটে ১২ বছর বয়সে পেশাদার সঙ্গীত জীবনের শুরু করলেন। সে বছরের ১৬ ডিসেম্বর রেডিওর জন্য স্টুডিওতে দুটি গান গেয়েছেন তিনি। ব্রিটিশ রাজের হাত থেকে ভারত স্বাধীনতা লাভের অনেক আগে তিনি তার যাত্রাটি শুরু করেছেন।

১৯৪২ : হৃদযন্ত্রের দুর্বলতায় তার বাবা দীননাথ মঙ্গেশকর মারা যাবার পর মঙ্গেশকরদের কাছের বন্ধু সিনেমা কম্পানি নাভিয়ুগ চিত্রপটের মালিক বিনায়ক দামোদর কার্নাটকি ১৩ বছরের মেয়েটিকে সঠিক পথে গাওয়া ও অভিনয়ের ক্যারিয়ার শুরু করতে সাহায্য করলেন। তার প্রথম ব্রেক বা সুযোগটি এলো কম্পানিটির মারাঠি সিনেমা ‘পাহিলি মানগালা-গাউর’ ছবিতে; তাতে গাইলেন তার প্রথম গান ‘নাটালি চিত্রাটি নভোলাইয়ি’।

১৯৪৩ : প্রথম হিন্দি গান হলো সিনেমাতে-মারাঠি ছবি ‘গজাভাই’; গানটি ছিল হিন্দি ভাষার-‘মাতা এক শপথ কি দুনিয়া বদল দে তু’।

১৯৪৫ : কার্নাটাকি তার নাভিয়ুগ চিত্রপটের সদরদপ্তর মুম্বাইতে নিয়ে আসার পর লতা মঙ্গেশকর এখানে চলে এলেন। বিন্দিবাজার ঘরাণার উস্তাদ আরমান আলী খানের কাছে হিন্দুস্তানী ক্লাসিক্যাল মিউজিক শেখা শুরু করলেন।

১৯৪৬ : ‘পা লাগোন কার জোরি’ তার হিন্দি ভাষার ছবিতে অভিষেক ঘটিয়েছে। বসন্ত জোগলেকারের, ‘আপ কী সেবা ম্যায়’ গানের শিরোনাম।

১৯৪৮ : কার্নাটাকি মারা যাবার পর অভিভাবক হারা হয়ে গেলে এতিম মেয়ে, নব প্রতিভা লতা মঙ্গেশকর। এরপর তাকে শিক্ষক ও পথ প্রদশক হিসেবে আগলে রেখেছেন সঙ্গীত পরিচালক গুলাম হায়দার। শশধর মুখার্জির প্রযোজনা ‘শহীদ’ থেকে তাকে বাতিল করে দেবার পর বলিউডের মূলধারাতে এলেন ‘মজবুর’ ছবিতে ‘দিল মেরা তোদা, মুঝে কাহিন কা না চাহোরা’ গানটি গাইতে পেরে।

১৯৪৯ : ‘আয়েগা আনেওয়ালা’ গানটি সুপারস্টার গায়িকা কিংবদন্তী মধুবালার দেহে প্রচারিত হলো ‘মহল’ ছবিতে। এটিই তার প্রথম সুপারহিট।

১৯৫০ : সিনেমাতে বিরাট সুযোগ দেখতে পেয়ে লতা মঙ্গেশকর চারটি ছবি প্রযোজনা করলেন এই দশকে। মাতৃভাষা মারাঠিতে ‘ভাদল’-১৯৫৩ সালে বেরিয়েছে; আর দুটি ছবি হলো হিন্দিতে, ‘জাঞ্জিগর’-একই বছরে মুক্তি পাওয়া, অন্য আরেকটি, ‘কাঞ্চনগঙ্গা’-১৯৫৫ সালের ছবি।

১৯৬৩ : বছরটি হলো সেই সময় যখন লতা মঙ্গেশকর সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত-পিয়ারেলালের সঙ্গে জোট বেঁধে কাজ শুরু করলেন। তাদের তৈরি অনেকগুলো গানের চিত্রায়ণে কন্ঠ দিলেন গায়িকা এবং ত্রয়ী দিনে, দিনে শক্ত হয়ে এগুতে লাগলো। তাদের বিখ্যাত ছবিগুলোর মধ্যে আছে, সেগুলো জনপ্রিয় হয়েছে এমন কটি-‘মি, এক্স ইন বম্বে’, ‘মেরে হামদাম মেরে দোস্ত’ ‘ইন্টাকম’, ‘দো রাস্তে’।

১৯৬০-১৯৭০ : এই দশকে সঙ্গীত পরিচালনার চেষ্টা করলেন লতা মঙ্গেশকর। আনন্দ ঘান ছদ্মনামে মারাঠি ‘রাম, রাম পাভানা (১৯৬০)’, ‘মারাঠা টিটুকা মেলভাভা (১৯৬৩)’, ‘মহিথানচি মানজুলা (১৯৬৩)’, ‘শাদী মানসে (১৯৬৫)’ ও ‘টাম্বি মাটি (১৯৬৯)’ ছবিগুলোতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি।

১৯৬৫ : মহারাষ্ট্র সরকার তাকে শাদী মানসে’র জন্য সেরা সঙ্গীত পরিচালক অ্যাওয়ার্ড প্রদান করে। ‘এরানিচা দেবা টুলা’ গানটি সেরা গানের স্বীকৃতি জিতে নেয়।

১৯৬৯ : লতা ভারতের তৃতীয় সবচেয়ে বড় বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ লাভ করলেন, দেশের মানুষকে বছরের পর বছর আনন্দদানের অবদানে।

১৯৭৪ : এই আন্তজাতিক সম্মান লাভ করলেন তিনি-প্রথম ভারতীয় হিসেবে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে পারফরমেন্স করেছেন।

১৯৭৪ : মানব ইতিহাসের সবচেয়ে বেশি গান রেকর্ড করা শিল্পী হিসেবে নামটি উঠলো গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডসে। সেখানে লেখা ছিল তার নাম ও ছবির পাশে, ‘২৫ হাজারের কম নয় একক, দ্বৈত ও কোরাস গান রেকড করেছেন, ২০টি ভারতীয় ভাষায় লতা মঙ্গেশকর।’ আরেকজন বিশ্বখ্যাত ভারতীয় শিল্পী মোহাম্মেদ রাফি আপত্তি করলেন জানিয়ে, তিনি প্রায় ২৮ হাজার গান রেকর্ড করেছেন। তবে গানের এই রত্মদের কেউ রয়ালিটি বা গান বিক্রির টাকার স্বত্ব নিয়ে অসুবিধা ও যন্ত্রণা ভোগার পর উপযুক্ত অঙ্গীকারপত্র দেখাতে পারলেন না। গিনেজ তাদের দুজনের নামই দিয়েছে। এই তথ্যটি কোনো ব্যাখ্যা ছাড়াই ১৯৯১ সালে বাতিল করেছে গিনেজ বুক অব ওয়াল্ড রেকডর্স।
১৯৬০-১৯৭০ : লতা মঙ্গেশকর লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সাধারণ কন্ঠস্বরে পরিণত হলেন। তেমনটিই থাকলেন তিনি এই দশকে রাহুল দেব বর্মণের সঙ্গীত পরিচালনাগুলোতে। একত্রে কাজ করেছেন চিরতরুণ গায়ক কিশোর কুমার, মহান শিল্পী মান্না দে, আরো ছিলেন মুকেশ, মোহাম্মেদ রাফি, আশা ও উষা নামের তার ভুবনজয়ী দুই বোনের সঙ্গে; হেমন্ত কুমার-বাঙলি আরেক সঙ্গীত কিংবদন্তীসহ অন্যদের কন্ঠসঙ্গীতে।

১৯৮৯ : এ বছর তাকে ভারতের সিনেমা ভুবনের সবচেয়ে বড় ও সম্মানিত পদক ‘দাদা সাহেব ফালকে’ দেওয়া হলো। ন্যাশনাল ফিল্মস অ্যাওয়াডস অ্যাকাডেমি তাকে এই ভুবনের সবচেয়ে বড় বেসামরিক পদকটি প্রদান করেছে।

১৯৯৭ : লতা মঙ্গেশকরের জন্মভূমি মহারাষ্ট্র প্রদেশের প্রাদেশিক সরকার তাদের সবচেয়ে বড় বেসামরিক পদক ‘মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড’ দিলো কোকিলকন্ঠীকে।

১৯৯৯ : তিনি নিজের ‘পদ্ম বিভূষণ’ জয় করে নিলেন। এটি ভারতের সবচেয়ে বড় দ্বিতীয় বেসামরিক পদক। প্রদানের সময় ভারত সরকার লিখলো-“ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবা’-জাতিকে দেওয়ার জন্য”।

১৯৮৪ ও ১৯৯২ : মধ্য প্রদেশ সরকার ও মহারাষ্ট্র লতা মঙ্গেশকরের সম্মানে তার উত্তরাধিকারীদের ‘দি লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড’ প্রদান প্রবর্তন করলো।

২০০১ : ভারতের সবচেয়ে বড় পদক ‘ভারতরত্ন’ গ্রহণ করেছেন তিনি। সিনেমা ও গানে অবদানের অনন্য স্বীকৃতির চূড়ান্তটি পেলেন।

২০০৯ : ফ্রান্সের সবচেয়ে বড় বেসামরিক পদক ‘দি টাইটেল অব অফিসার অব দি ফ্রেঞ্চ লিজিওন অব অনোর’-এ সম্মানিত হলেন।

২০১২ : মিউজিক লেবেল কম্পানি বা সঙ্গীত অ্যালবামের প্রতিষ্ঠান এল এম মিউজিক ধ্বংস হয়ে আবার জীবনে ফিরে এলো বোন উষার সঙ্গে যৌথ অ্যালবাম ‘ভাইজানস’র মাধ্যমে।

২০১৫ : জীবনের শেষ হিন্দি ছবিটিতে গাইলেন লতা মঙ্গেশকর। ছবির নাম-‘ধুনো ওয়াই২...লাইফ ইজ অ্যা মোমেন্ট’। গানটি হলো ‘জেনা হায় কেয়া’। গানটি নিজের স্টুডিওতে রেকর্ড করলেন তিনি।

২০২২ : ৬ ফেব্রুয়ারি, রোববার ভারত সরকার দুইদিনের দেশজুড়ে শোকপালনের কর্মসূচি ও শ্রদ্ধা নিবেদন ঘোষণা করলো ‘ত্রেরঙ্গা’ জাতীয় পতাকাটিকে অধনমিত রেখে। কেননা ভারত তার ‘নাইটিংগেল লতা মঙ্গেশকর’কে হারিয়েছে।

(ইকনোমিক টাইমস অবলম্বনে)

Header Ad

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না, এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ, আহত এবং জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদের দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা দেশ গঠনের সুযোগ করে দিয়েছে জাতি তাদের সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Header Ad

নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে যানযট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযানের উদ্বোধন করেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি.এম.এ মমিন। এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া উদ্দিন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নওগাঁ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শুরুর পর থেকেই শহরের বরুনকান্দি, মশরপুর, তাজের মোড় ও কালীতলাসহ মোট ৮ টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২ জন পুলিশ সদস্য, ২ জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন।

পৌর প্রশাসক জানান, নওগাঁ শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪ হাজার। কিন্তু প্রতিদিন পার্শবতী বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা, ব্যাটারী চালিত অটো রিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করে। এতে তীব্র যানযট ও জন মানুষের ভোগান্তি তৈরী হয়। এই দূর্ভোগ লাঘোবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রনসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁ শহরের যানযট দীর্ঘদিনের সমস্যা। পরিকল্পিত ভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ষ্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহক করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযান সফল ভাবে বাস্তবায়ন হলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে। জনগন এর সুফল পাবেন। সকলকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।

Header Ad

২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

বক্তব্য রাখছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এম সাখাওয়াত হোসেন।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন।

সম্মেলেনে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে এ ধরনের ঘটনার পুররাবৃত্তি না হয়।

লর্ড হোসাইন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।

সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক।

Header Ad

সর্বশেষ সংবাদ

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪